এক কথায় (নিজেকে) প্রকাশ



Spring Creek
আলোকচিত্রীঃ Aya Brackett

অনেক পেনসিল চিবিয়েও আর নতুন ডিস অর ড্যাট মাথায় আসছে না। এই মুহূর্তে কুইজের ভাঁড়ারও শূন্য। কাজেই নতুন খেলা আবিষ্কার করা ছাড়া গতি নেই।

ছোটবেলায় ‘এক কথায় প্রকাশ’ করেছিলেন? ‘যিনি বহু দেখেছেন’ কে ‘ভূয়োদর্শী’ কিংবা ‘ডাকাতের মতো বুক যার’ কে ‘ডাকাবুকো’---এই সব খাতা ভর্তি করে লিখতে হয়েছিল? যদি লিখে থাকেন তাহলে আজকের খেলাটা আপনার কাছে জলের মতো সোজা হবে।

না লিখে থাকলেও হবে, কারণ আজকে আমরা নিজেদের এককথায় প্রকাশ করব। এ খেলার নিয়ম একটাই, প্রশ্ন যত লম্বাই হোক না কেন উত্তর একটিমাত্র শব্দে দিতে হবে। (যদিও আমি নিজেই নিয়ম ভেঙেছি আর কেন ভেঙেছি সে কথা ফুটনোটে ব্যাখ্যাও করেছি।) আর যেহেতু সবাই জানে বেশি কথা বলে কাউকে কিছু বোঝানো যায় না, তাই ওই একটি শব্দের মধ্যে দিয়েই আমাদের স্বভাব, চরিত্র, পছন্দ, অপছন্দ একে অপরের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে।

অন্তত আশা করতে তো দোষ নেই?

আমিই যেহেতু প্রশ্নপত্র সেট করছি, তাই আমিই প্রথম উত্তর দিলাম। আপনারা আপনাদের উত্তরগুলো দেবেন। বেশি দেরি করবেন না কিন্তু, আমি অপেক্ষায় বসে থাকব।

*****

সেলফোনঃ নোকিয়া

চোখের মণিঃ কালো

আইসক্রিম ফ্লেভারঃ বাটারস্কচ

চাঃ টাটা

কফিঃ ফিল্টার

এই মুহূর্তে মেজাজঃ শান্ত

বন্ধুঃ হাতেগোনা

শত্রুঃ নেই

ভয়ঃ ব্যর্থতা

ভালোলাগাঃ একাকীত্ব

মেটে খেতে কেমন লাগেঃ ভালো

শেষ কী পড়েছেনঃ ই-মেল

শেষ কী খেয়েছেন/পান করেছেনঃ লিমকা

প্রিয় অসুখঃ জ্বর

আজ সকালে কখন ঘুম থেকে উঠেছেনঃ সাড়ে পাঁচটা*

ধর্মে বিশ্বাসঃ নেই

ক্যাপিটালিজমেঃ আছে

আবার ব্যোমকেশ দেখেছেনঃ হ্যাঁ

গয়নার বাক্স দেখার ইচ্ছে আছেঃ হ্যাঁ

যে গুণটা থাকলে ভালো হতঃ জেদ

যে দোষটা না থাকলে বাঁচা যেতঃ ফাঁকিবাজি

শরীর ছাড়া প্রেম হয়ঃ উঁহু

প্রেম ছাড়া শরীরঃ নিশ্চয়

কোন্‌ বিখ্যাত লোকের বন্ধু হতে পারতেন/পারেন বলে মনে হয়ঃ রবীন্দ্রনাথ

পরজন্মে বিশ্বাস করেনঃ না

কোন ঘরের কাজ করতে সবথেকে খারাপ লাগেঃ কাচাকুচি

বদলানোর সুযোগ থাকলে নিজের চেহারার কোন অংশটা বদলাতে চাইতেনঃ ত্বক

আপনার মতে সবথেকে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়ঃ চোখ

যদি যে কোনও বিখ্যাত লোককে (বাস্তব/কল্পনার) বিয়ে করা সম্ভব হত তবে কাকে করতেনঃ 
ফেলুদা

আপনার মনের বয়সঃ পঁয়তাল্লিশ

 *****

ব্যস্‌, আমার কথা শেষ। এবার আপনাদের পালা। 

* এখানে আমাকে দুটো শব্দ ব্যবহার করতেই হল। 

Comments

  1. আইসক্রিম ফ্লেভারঃ Vanilla
    চাঃ khaina
    শত্রুঃ jananei.
    ভালোলাগাঃ sontan
    শেষ কী পড়েছেনঃ abantar
    শেষ কী খেয়েছেন/পান করেছেনঃ nimbu-pani
    আজ সকালে কখন ঘুম থেকে উঠেছেনঃ sat-ta
    যে গুণটা থাকলে ভালো হতঃ rondhon-potiyoshita
    যে দোষটা না থাকলে বাঁচা যেতঃ lethargy
    পরজন্মে বিশ্বাস করেনঃ haan
    কোন ঘরের কাজ করতে সবথেকে খারাপ লাগেঃ ghor-mochha
    বদলানোর সুযোগ থাকলে নিজের চেহারার কোন অংশটা বদলাতে চাইতেনঃ naak
    যদি যে কোনও বিখ্যাত লোককে (বাস্তব/কল্পনার) বিয়ে করা সম্ভব হত তবে কাকে করতেনঃ Byomkesh
    আপনার মনের বয়সঃ janina

    ReplyDelete
    Replies
    1. রন্ধনপটীয়সীতা আবার একটা থাকার মত গুণ হল সোহিনী? থাকলেই খেটেখেটে মরতে হবে। তার থেকে বলতে পারতে ভোজনপটীয়সীতা বা অন্যের রাঁধা খাবার চেখে দেখার পটীয়সীতা ইত্যাদি। নাকটা আমারও বদলানোর মতোই কিন্তু অনেক ভেবে স্কিন লিখলাম।

      Delete
    2. arre kuntala, bhojon-potiyoshita ba chakhar potiyoshita amar asheem-opaar...tai jeta nei setai bhebe bollam !

      Delete
  2. সেলফোনঃ নোকিয়া

    চোখের মণিঃ কালো

    আইসক্রিম ফ্লেভারঃ Chocolate

    চাঃ Darjeeling Second Flush

    কফিঃ Latte

    এই মুহূর্তে মেজাজঃ Bored

    বন্ধুঃ হাতেগোনা

    শত্রুঃ নেই

    ভয়ঃ একাকীত্ব

    ভালোলাগাঃ Travel

    মেটে খেতে কেমন লাগেঃ ভালো

    শেষ কী পড়েছেনঃ Abantor

    শেষ কী খেয়েছেন/পান করেছেনঃ Water

    প্রিয় অসুখঃ Dukkhobilas

    আজ সকালে কখন ঘুম থেকে উঠেছেনঃ 6ta

    ধর্মে বিশ্বাসঃ songkote

    ক্যাপিটালিজমেঃ আছে

    আবার ব্যোমকেশ দেখেছেনঃ Na

    গয়নার বাক্স দেখার ইচ্ছে আছেঃ হ্যাঁ

    যে গুণটা থাকলে ভালো হতঃ Levelheadedness

    যে দোষটা না থাকলে বাঁচা যেতঃ Short-temper

    শরীর ছাড়া প্রেম হয়ঃ উঁহু

    প্রেম ছাড়া শরীরঃ নিশ্চয়

    কোন্ বিখ্যাত লোকের বন্ধু হতে পারতেন/পারেন বলে মনে হয়ঃ Woody Allen

    পরজন্মে বিশ্বাস করেনঃ না

    কোন ঘরের কাজ করতে সবথেকে খারাপ লাগেঃ Ironing

    বদলানোর সুযোগ থাকলে নিজের চেহারার কোন অংশটা বদলাতে চাইতেনঃ Height

    আপনার মতে সবথেকে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়ঃ চোখ

    যদি যে কোনও বিখ্যাত লোককে (বাস্তব/কল্পনার) বিয়ে করা সম্ভব হত তবে কাকে করতেনঃ Apu

    আপনার মনের বয়সঃ 25

    ReplyDelete
    Replies
    1. ইস্তিরি করা সত্যি খুব খারাপ কাজ। ওই জন্য আমি করি না। মা থাকলে মা করে দেন, নয়তো কোঁচকানোমোচকানো জামা পরেই অফিস যাই। তোমার প্রিয় অসুখটা আমার খুব ভালো লেগেছে টিনা, হাই ফাইভ।

      Delete
  3. সেলফোনঃসো নি এরিক সন
    চোখের মণিঃ কালো

    আইসক্রিম ফ্লেভারঃ বাটারস্কচ

    চাঃদারজিলিং

    কফিঃনেস্কাফে

    এই মুহূর্তে মেজাজঃ শান্ত

    বন্ধুঃ হাতেগোনা

    শত্রুঃগুপ্ত
    ভয়ঃ প্রিয়বিয়োগ

    ভালোলাগাঃ কুঁড়েমি

    মেটে খেতে কেমন লাগেঃসাধারন

    শেষ কী পড়েছেনঃ ফাইল

    শেষ কী খেয়েছেন/পান করেছেনঃজল

    প্রিয় অসুখঃ লিস্ট

    আজ সকালে কখন ঘুম থেকে উঠেছেনঃ ছটা

    ধর্মে বিশ্বাসঃ আছে

    ক্যাপিটালিজমেঃ আছে

    আবার ব্যোমকেশ দেখেছেনঃ হ্যাঁ

    গয়নার বাক্স দেখার ইচ্ছে আছেঃ হ্যাঁ

    যে গুণটা থাকলে ভালো হত ঃ জেদ

    যে দোষটা না থাকলে বাঁচা যেতঃ মাথাগরম

    শরীর ছাড়া প্রেম হয়ঃ উঁহু

    প্রেম ছাড়া শরীরঃ নিশ্চয়

    কোন্‌ বিখ্যাত লোকের বন্ধু হতে পারতেন/পারেন বলে মনে হয়ঃ রবীন্দ্রনাথ

    পরজন্মে বিশ্বাস করেনঃ হ্যাঁ

    কোন ঘরের কাজ করতে সবথেকে খারাপ লাগেঃ ঘরমোছা

    বদলানোর সুযোগ থাকলে নিজের চেহারার কোন অংশটা বদলাতে চাইতেনঃউচ্চতা

    আপনার মতে সবথেকে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়ঃ চোখ

    যদি যে কোনও বিখ্যাত লোককে (বাস্তব/কল্পনার) বিয়ে করা সম্ভব হত তবে কাকে করতেনঃ
    ইন্দ্রনাথ
    আপনার মনের বয়সঃ তিরিশ
    মিঠু

    ReplyDelete
    Replies
    1. ওরে বাবা, তোমার ইন্দ্রনাথের মতো ডানপিটে লোককে পছন্দ নাকি মিঠু? আমার আবার নিড়বিড়ে লোক ছাড়া মনে ধরে না। তোমার প্রিয় অসুখটার কথা পড়ে খুব হাসছি।

      Delete
    2. ফেলুদা নিড়বিড়ে ?
      মিঠু

      Delete
    3. হাহা, জম্পেশ ধরেছ মিঠু, তবে ইন্দ্রনাথের তুলনায় তো বটেই। আচ্ছা, নিড়বিড়ে নয় কুঁড়ে। তোপসে তো বলেইছিল যে অনেকেই ফেলুদাকে অলস মনে করে।

      Delete
  4. যেগুলো আলাদা শুধু সেগুলোই লিখছি -
    চোখের মণিঃ যা ইচ্ছে
    আইসক্রিম ফ্লেভারঃ ব্ল্যাক কারেন্ট
    চাঃ আর্ল গ্রে
    এই মুহূর্তে মেজাজঃ অস্থির
    ভয়ঃ অন্ধত্ব
    মেটে খেতে কেমন লাগেঃ অসাধারণ
    শেষ কী পড়েছেনঃ ফেসবূক স্টেটাস
    শেষ কী খেয়েছেন/পান করেছেনঃ চা
    প্রিয় অসুখঃ নেই
    আজ সকালে কখন ঘুম থেকে উঠেছেনঃ সাড়ে আটটা
    ক্যাপিটালিজমেঃ ঈষৎ
    আবার ব্যোমকেশ দেখেছেনঃ না
    গয়নার বাক্স দেখার ইচ্ছে আছেঃ টাকা দিয়ে নয়
    যে গুণটা থাকলে ভালো হতঃ স্পষ্টবাদিতা
    প্রেম ছাড়া শরীরঃ মিলা ক্যুনিসের সঙ্গে
    কোন্‌ বিখ্যাত লোকের বন্ধু হতে পারতেন/পারেন বলে মনে হয়ঃ সুকুমার রায়
    কোন ঘরের কাজ করতে সবথেকে খারাপ লাগেঃ কুটনো কোটা
    বদলানোর সুযোগ থাকলে নিজের চেহারার কোন অংশটা বদলাতে চাইতেনঃ ভুঁড়ি
    আপনার মতে সবথেকে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়ঃ চোখ
    যদি যে কোনও বিখ্যাত লোককে (বাস্তব/কল্পনার) বিয়ে করা সম্ভব হত তবে কাকে করতেনঃ আগাথা ক্রিস্টি
    আপনার মনের বয়সঃ যা আমার বয়স

    ReplyDelete
    Replies
    1. মেটেটা হাই ফাইভ। গয়নার বাক্সর উত্তরটাও মনে ধরেছে।

      Delete
  5. সেলফোনঃ নোকিয়া
    চোখের মণিঃ কালো
    আইসক্রিম ফ্লেভারঃ Tender coconut
    চাঃ Kahwah
    কফিঃ napasand
    এই মুহূর্তে মেজাজঃ utfullo
    বন্ধুঃ হাতেগোনা
    শত্রুঃ নেই
    গয়নার বাক্স দেখার ইচ্ছে আছেঃ hyan
    ভয়ঃ asukh
    ভালোলাগাঃ vraman
    মেটে খেতে কেমন লাগেঃ kharap
    শেষ কী পড়েছেনঃ abantor
    শেষ কী খেয়েছেন/পান করেছেনঃ french toast
    প্রিয় অসুখঃ nei
    আজ সকালে কখন ঘুম থেকে উঠেছেনঃ 9ta
    ধর্মে বিশ্বাসঃ আছে
    ক্যাপিটালিজমেঃ আছে
    আবার ব্যোমকেশ দেখেছেনঃ na
    গয়নার বাক্স দেখার ইচ্ছে আছেঃ হ্যাঁ
    যে গুণটা থাকলে ভালো হতঃ nistha
    যে দোষটা না থাকলে বাঁচা যেতঃ alashyo
    শরীর ছাড়া প্রেম হয়ঃ উঁহু
    প্রেম ছাড়া শরীরঃ nah
    কোন্‌ বিখ্যাত লোকের বন্ধু হতে পারতেন/পারেন বলে মনে হয়ঃ lila majumdar
    পরজন্মে বিশ্বাস করেনঃ না
    কোন ঘরের কাজ করতে সবথেকে খারাপ লাগেঃ sabkotai
    বদলানোর সুযোগ থাকলে নিজের চেহারার কোন অংশটা বদলাতে চাইতেনঃ thont
    আপনার মতে সবথেকে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়ঃ চোখ
    যদি যে কোনও বিখ্যাত লোককে (বাস্তব/কল্পনার) বিয়ে করা সম্ভব হত তবে কাকে করতেনঃ rabindranath
    আপনার মনের বয়সঃ tetrish




    ReplyDelete
    Replies
    1. টেন্ডার কোকোনাট আবার কী বস্তু! শুনেই ভয় লাগছে, খাওয়া তো দূরের কথা। তবে তোর বেস্ট উত্তর "কোন ঘরের কাজ করতে সবথেকে খারাপ লাগেঃ sabkotai"।

      Delete
    2. are ota oti sahaj bastu, fruit flavored ice cream nischai kheyechish! jemon mango hoy,eta temni narkoler...

      Delete
    3. are Kuntala di, Natural's bole ekta ice cream er chain ache, tar tender coconut khele na, jibhe shwaad lege thakbe bohudin! Bombay te ache, Delhi te ache ki?

      Delete
  6. Sobar prothom e boli ai ek kotha e prokash dekhe onek kotha mone porlo..ekta gota khata furiachilo dunia er joto ek kothay prokash jogar kore...test paper neta kore diachilam...r madhyamik-e esachilo kina sorbobhuk!!
    kichu utkot sample o likhiachilen ek bangla-r teacher..jerom eta
    je murgir dim para-r somoy hoyeche -- asonnanonjakukkuti..:D

    ebar asi khelay..khelata nia amar ektu didha ache...uttor e ki amar pochondo chai na amar jeta ache seta chai...jemon amar LG set..kintu nokia bhalo lage...amar chokher moni kalo...kintu amar nil moni wala meye khub pochonder :P. cha,coffee, icecream bisoy e temon agroho nai..

    এই মুহূর্তে মেজাজঃ ghumonto

    বন্ধুঃ হাতেগোনা

    শত্রুঃ নেই(monehoy)

    ভয়ঃ একাকীত্ব

    ভালোলাগাঃ prosongsha(obossoi nijer..r seta jokhun kao aral e kore)

    মেটে খেতে কেমন লাগেঃ darun

    শেষ কী পড়েছেনঃ ই-মেল

    শেষ কী খেয়েছেন/পান করেছেনঃ bhat

    প্রিয় অসুখঃ smriticharona

    আজ সকালে কখন ঘুম থেকে উঠেছেনঃ 9ta(work from home korchi tai :P)

    ধর্মে বিশ্বাসঃ ache

    ক্যাপিটালিজমে fijem buji na আবার ব্যোমকেশ dekhini...abir fabir posay na গয়নার বাক্স দেখার ইচ্ছে apatoto nai osob bhut pret o posay na

    যে গুণটা থাকলে ভালো হতঃ bhola (e bhola dhopanir mejo chele bhola na..:P..bhule jawa kichu nirdishto smriti)

    যে দোষটা না থাকলে বাঁচা যেতঃ biswas

    শরীর ছাড়া প্রেম হয়ঃ practically hoy na...but suruta obosso e sorir bhebe hoy na..so amar uttor -- হয়

    প্রেম ছাড়া শরীরঃ নিশ্চয়

    কোন্‌ বিখ্যাত লোকের বন্ধু হতে পারতেন/পারেন বলে মনে হয়ঃ ustad amjad ali khan

    পরজন্মে বিশ্বাস করেনঃ haan

    কোন ঘরের কাজ করতে সবথেকে খারাপ লাগেঃ moshari tangano

    বদলানোর সুযোগ থাকলে নিজের চেহারার কোন অংশটা বদলাতে চাইতেনঃ nothing

    আপনার মতে সবথেকে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়ঃ চোখ

    যদি যে কোনও বিখ্যাত লোককে (বাস্তব/কল্পনার) বিয়ে করা সম্ভব হত তবে কাকে করতেনঃ
    ganer oparer pupe.. :P
    আপনার মনের বয়সঃ 18 (School er gondi peroyni)

    besh bhalo laglo apnar form fillup kore...mone holo jeno campassing e aptitude er proshno likhlam

    ReplyDelete
    Replies
    1. মুরগির এক কথায় প্রকাশটা জাস্ট দুর্দান্ত। ওরকম বাংলার মাস্টারমশাইয়ের ক্ষুরে ক্ষুরে প্রণাম।

      আপনার উত্তরের অনেকগুলো বেশ ইন্টারেস্টিং সৌমেশ। মশারি টাঙানো আমারও দুচোখের বিষ। তার থেকেও খারাপ অংশ হচ্ছে গোঁজা। উস্তাদ আমজাদ আলি খানও বন্ধু হিসেবে বেশ কৌতূহলোদ্দীপক। পুপেদেবীকে আমি দেখিনি, তবে আপনি তাঁকে বিয়ে করতে চান শুনে তিনি উৎফুল্ল হবেন বলেই আমার ধারণা।

      আর নিজেকে ভোলাধোপানির মেজো ছেলে বলার জন্য হাই ফাইভ।

      Delete
    2. fb hole ei comment tay double triple quadruple like ditam :P

      Delete
    3. পুপেদেবীকে dekhen ni!! ami life e oi ekti-e bangla serial dekhechi...aha...ki bhalo e na hoto...sesh hoye gelo. :(

      Delete
    4. ভালই হয়েছে শেষ হয়েছে না হলে পুপে কেও ৪-৫ জন কে ১০-১২ বার করে বিয়ে করতে হত......

      Delete
    5. hahahaha....eta bhalo chilo...:P

      Delete
    6. kuntala, mimi chakraborty search maro.. serial ta amar dekha best bangla serial..

      Delete
    7. এই যা, তাহলে বাজে মিস হয়ে গেল তো। তবে মিমিদেবীর ছবি দেখলাম। সুন্দরী মহিলা।

      Delete
  7. বাহ্‌! বেশ মজার খেলা! আলাদাগুলো লিখলাম।

    চাঃ অজানা

    কফিঃ দারচিনি

    এই মুহূর্তে মেজাজঃ উদাসীন

    শত্রুঃ অজানা

    ভয়ঃ পরাধীনতা

    ভালোলাগাঃ বাঁশি

    শেষ কী পড়েছেনঃ থিওরেম

    শেষ কী খেয়েছেন/পান করেছেনঃ ধূম

    প্রিয় অসুখঃ নেই

    আজ সকালে কখন ঘুম থেকে উঠেছেনঃ দশটা

    আবার ব্যোমকেশ দেখেছেনঃ না

    গয়নার বাক্স দেখার ইচ্ছে আছেঃ না

    যে গুণটা থাকলে ভালো হতঃ উচ্চাকাঙ্ক্ষা

    কোন্‌ বিখ্যাত লোকের বন্ধু হতে পারতেন/পারেন বলে মনে হয়ঃ সত্যজিৎ

    বদলানোর সুযোগ থাকলে নিজের চেহারার কোন অংশটা বদলাতে চাইতেনঃ পুরোটা

    যদি যে কোনও বিখ্যাত লোককে (বাস্তব/কল্পনার) বিয়ে করা সম্ভব হত তবে কাকে করতেনঃ কেট উইন্সলেট

    আপনার মনের বয়সঃ পঁয়ষট্টি

    ReplyDelete
    Replies
    1. আমি কেন যেন তোমার উদাসীন মুখটা কল্পনা করতে পারছি সুনন্দ। গড়ের মাঠে বসে আকাশের দিকে তাকিয়ে ঘাস চিবোচ্ছ। আর মনের বয়স পঁয়ষট্টি লিখেছ দেখে খুব খুশি হয়েছি।

      Delete
    2. ইস্‌ ! গরু বললে! তা ঠিক আছে, এখন তো তোমার বিয়ের পরে ছ'মাস অবধি 'মাথার ঠিক' থাকবে না(http://abantor-prolaap.blogspot.in/2013/03/blog-post_4.html), তাই এই বলটা স্টান্স নিয়েও ছেড়ে দিলাম... :P ;)

      Delete
    3. আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি সুনন্দ। আমার মাথা খারাপ হয়ে যেতে পারে তা বলে আমি তোমাকে গরু মোটেই বলিনি। আমি তোমাকে আপনভোলা বিজ্ঞানী বলেছি বরং।

      Delete
  8. ba besh mojar khela tow. je gulo millo-na segulo boli

    Cell phone: samsung
    Chokher moni: khoyeri
    Ice cream: vanilla
    Cha: Darj
    Bandhu: anek
    Shatru: haategona
    ei muhurte mejaj: asthir
    Bhalo laga: music
    shesh ki porechen: abantor
    shesh ki kheyechen: jol
    sakale kokhon ghum bhanglo: saat-ta
    kon bikhyato loker bandhu hotey parle bhalo hoto: einstein
    bikhyato patro: atticus finch
    moner boyesh: *jodi brishti'r bikel hoy with raag megh malhar
    tahole 16

    ReplyDelete
    Replies
    1. তোমার পাত্তরের পছন্দটা দু-উ-উ-উ-উ-র-দা-আ-আ-আ-ন্ত-ও-ও শম্পা। ফেলুদাকে সেই তেরো বছর বয়সে কথা না দিয়ে ফেললে আমিও এই ভদ্রলোককেই বিয়ে করতাম। পরিস্থিতিভেদে মনের বয়স ধার্য করার ব্যাপারটাও ইন্টারেস্টিং।

      Delete
  9. সেলফোনঃ nokia
    চোখের মণিঃ kalo
    আইসক্রিম ফ্লেভারঃ mango
    চাঃ thanda
    কফিঃ saradin :)
    এই মুহূর্তে মেজাজঃ snigdho
    বন্ধুঃ kom
    শত্রুঃ ojana
    ভয়ঃ onidra
    ভালোলাগাঃ boi
    মেটে খেতে কেমন লাগেঃ daruuuuuuun
    শেষ কী পড়েছেনঃ tenida
    শেষ কী খেয়েছেন/পান করেছেনঃ misri-jol
    প্রিয় অসুখঃ petbyatha
    আজ সকালে কখন ঘুম থেকে উঠেছেনঃ 7ta
    ধর্মে বিশ্বাসঃ nei
    ক্যাপিটালিজমেঃ janina
    আবার ব্যোমকেশ দেখেছেনঃ obviously
    গয়নার বাক্স দেখার ইচ্ছে আছেঃ ekkebare
    যে গুণটা থাকলে ভালো হতঃ dhoirjo
    যে দোষটা না থাকলে বাঁচা যেতঃ raag
    শরীর ছাড়া প্রেম হয়ঃ nah
    প্রেম ছাড়া শরীরঃ yo
    কোন্‌ বিখ্যাত লোকের বন্ধু হতে পারতেন/পারেন বলে মনে হয়ঃ Satyajit :)
    পরজন্মে বিশ্বাস করেনঃ hyan
    কোন ঘরের কাজ করতে সবথেকে খারাপ লাগেঃ saafsafai
    বদলানোর সুযোগ থাকলে নিজের চেহারার কোন অংশটা বদলাতে চাইতেনঃ height
    আপনার মতে সবথেকে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়ঃ chokh
    যদি যে কোনও বিখ্যাত লোককে (বাস্তব/কল্পনার) বিয়ে করা সম্ভব হত তবে কাকে করতেনঃ
    Apu
    আপনার মনের বয়সঃ 35

    ReplyDelete
    Replies
    1. সুমনা, তোমার মেজাজের আগে "স্নিগ্ধ" বিশেষণটা আগে পড়ে মনে হল, ইস আগে মাথায় আসলে ওটাই লেখা যেত। মেটে খেতে এত ভালোবাসো শুনে খুশি হচ্ছি। বেশিরভাগ লোকই নাক বেঁকায়, কেন কে জানে। আর মিছরিজল শুনেছি খুব স্বাস্থ্যকর ব্যাপার, তোমার স্বাস্থ্য দিনে দিনে চন্দ্রকলার মতো উজ্জ্বল হোক এই কামনা করি।

      Delete
  10. :-) besh mojar to,

    সেলফোনঃ Samsung
    চোখের মণিঃ কালো
    আইসক্রিম ফ্লেভারঃ choco mint
    চাঃ Goodriche
    কফিঃ Nescafe
    এই মুহূর্তে মেজাজঃ Bhalo
    বন্ধুঃ হাতেগোনা
    শত্রুঃ janina
    ভয়ঃ ojanake
    ভালোলাগাঃ berano
    মেটে খেতে কেমন লাগেঃ ভালো
    শেষ কী পড়েছেনঃ blog
    শেষ কী খেয়েছেন/পান করেছেনঃ jol
    প্রিয় অসুখঃ nei
    আজ সকালে কখন ঘুম থেকে উঠেছেনঃ six
    ধর্মে বিশ্বাসঃ আছে
    ক্যাপিটালিজমেঃ আছে
    আবার ব্যোমকেশ দেখেছেনঃ হ্যাঁ
    গয়নার বাক্স দেখার ইচ্ছে আছেঃ হ্যাঁ
    যে গুণটা থাকলে ভালো হতঃ porisrom
    যে দোষটা না থাকলে বাঁচা যেতঃ olosota
    শরীর ছাড়া প্রেম হয়ঃ yes
    প্রেম ছাড়া শরীরঃ no
    কোন্‌ বিখ্যাত লোকের বন্ধু হতে পারতেন/পারেন বলে মনে হয়ঃ রবীন্দ্রনাথ (ichha)
    পরজন্মে বিশ্বাস করেনঃ confused
    কোন ঘরের কাজ করতে সবথেকে খারাপ লাগেঃ jharajhuri
    বদলানোর সুযোগ থাকলে নিজের চেহারার কোন অংশটা বদলাতে চাইতেনঃ mukh
    আপনার মতে সবথেকে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়ঃ চোখ
    যদি যে কোনও বিখ্যাত লোককে (বাস্তব/কল্পনার) বিয়ে করা সম্ভব হত তবে কাকে করতেনঃ
    kaukena
    আপনার মনের বয়সঃ eighty

    ReplyDelete
    Replies
    1. হাহাহাহা, গোটা মুখটাই বদলে ফেলতেন ইচ্ছাডানা? কাউকে না বিয়ে করার বুদ্ধিটাও ভালো। বিখ্যাত লোকদের আবার নানারকম প্যাকনা থাকে শুনেছি।

      Delete
    2. hna hna option thakle puro mukhtai bodle nitam, nijer ichhamoton order ditam
      :-D. Bikhato lokeder khub beshi kachher lok hobar birombona onek :-P .

      Delete
    3. তা তো বটেই। তাদের আবার লক্ষ লক্ষ অনুরাগী/রাগিণী থাকে। আমার মতো হিংসুটের পক্ষে খুবই অসুবিধেজনক।

      Delete
  11. শুধু অমিলগুলো লিখলাম

    আইসক্রিম ফ্লেভারঃ স্ট্রবেরি
    কফিঃ নেসক্যাফে
    এই মুহূর্তে মেজাজঃ অস্থির
    শত্রুঃ জানিনা
    ভালোলাগাঃ গল্পের বই
    শেষ কী পড়েছেনঃ অবান্তর (সেটা না ধরতে হলে কোড)
    শেষ কী খেয়েছেন/পান করেছেনঃ কফি
    আজ সকালে কখন ঘুম থেকে উঠেছেনঃ সাতটা
    ধর্মে বিশ্বাসঃ আছে
    আবার ব্যোমকেশ দেখেছেনঃ না
    যে গুণটা থাকলে ভালো হতঃ জেদ
    কোন্‌ বিখ্যাত লোকের বন্ধু হতে পারতেন/পারেন বলে মনে হয়ঃ মানিকবাবু
    পরজন্মে বিশ্বাস করেনঃ হ্যাঁ
    কোন ঘরের কাজ করতে সবথেকে খারাপ লাগেঃ বাসন মাজা
    বদলানোর সুযোগ থাকলে নিজের চেহারার কোন অংশটা বদলাতে চাইতেনঃ ভুঁড়ি
    যদি যে কোনও বিখ্যাত লোককে (বাস্তব/কল্পনার) বিয়ে করা সম্ভব হত তবে কাকে করতেনঃ
    হারমাইনি গ্রানজার
    আপনার মনের বয়সঃ তিরিশ

    ReplyDelete
    Replies
    1. এহে, কপি-পেস্ট করতে গিয়ে একটা ভুল হয়ে গেল:
      যে গুণটা থাকলে ভালো হতঃ স্পষ্টবাদিতা*

      *এটা আমি বলতে চাইছিলাম "মুখের ওপর 'না' বলতে পারার ক্ষমতা" কিন্তু আমার বাংলায় ওটাকে একটা শব্দে জিপ করা সম্ভব হলনা।

      Delete
    2. হারমায়োনি গ্রেঞ্জারকে সাধ করে বিয়ে করতে চান শুনে বিষম খেয়েছিলাম। তারপর মনে পড়ল, আপনি কখনও একটা বলেছিলেন যে আপনি নিজেও ইস্কুলে হারমায়োনি ধাঁচের ছিলেন। তাহলে অবশ্য রাজযোটক।

      Delete
    3. তাই কি? আমি রন-এর মতন হলেও তো রাজযোটক, না কি?

      না মশাই, দুবার ঠেকে তিনবারের বার কষ্টেসৃষ্টে গাড়ি চালানোর পরীক্ষা পাস করে মনে হলো, আহা, এগজামিনারকে ইম্পেরিও করার মতন একটা বউ থাকলে কি ভালই না হত! আমার দ্বারা তো হবেনা। অগত্যা হারমাইওনি।

      Delete
    4. গাড়ি শিখে ফেলেছেন? অভিনন্দন। খাওয়া পাওনা রইল।

      Delete
  12. সেলফোনঃ মেসেজ

    চোখের মণিঃ কালো

    আইসক্রিম ফ্লেভারঃ বাটার স্কচ্‌

    চাঃ লিকার

    কফিঃ শীতকাল

    এই মুহূর্তে মেজাজঃ ফুরফুরে

    বন্ধুঃ সায়ন্তন

    শত্রুঃ নিজে

    ভয়ঃ দুর্ভাগ্যকে

    ভালোলাগাঃ ঘুম

    মেটে খেতে কেমন লাগেঃ ভালো

    শেষ কী পড়েছেনঃ উইকি

    শেষ কী খেয়েছেন/পান করেছেনঃ চা

    প্রিয় অসুখঃ জ্বর

    আজ সকালে কখন ঘুম থেকে উঠেছেনঃ ১০টা

    ধর্মে বিশ্বাসঃ হ্যাঁ

    ক্যাপিটালিজমেঃ অজানা

    আবার ব্যোমকেশ দেখেছেনঃ হ্যাঁ

    গয়নার বাক্স দেখার ইচ্ছে আছেঃ হ্যাঁ

    যে গুণটা থাকলে ভালো হতঃ সংযম

    যে দোষটা না থাকলে বাঁচা যেতঃ খুঁতখুঁতেমি

    শরীর ছাড়া প্রেম হয়ঃ না

    প্রেম ছাড়া শরীরঃ হ্যাঁ

    কোন্‌ বিখ্যাত লোকের বন্ধু হতে পারতেন/পারেন বলে মনে হয়ঃ শচীন

    পরজন্মে বিশ্বাস করেনঃ হ্যাঁ

    কোন ঘরের কাজ করতে সবথেকে খারাপ লাগেঃ মাজামাজি

    বদলানোর সুযোগ থাকলে নিজের চেহারার কোন অংশটা বদলাতে চাইতেনঃ উচ্চতা

    আপনার মতে সবথেকে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়ঃ চোখ

    যদি যে কোনও বিখ্যাত লোককে (বাস্তব/কল্পনার) বিয়ে করা সম্ভব হত তবে কাকে করতেনঃ লতা (মঙ্গেশকর)

    আপনার মনের বয়সঃ ৩০

    ReplyDelete
    Replies
    1. ফুরফুরে মেজাজে উইকি পড়ে উঠেছ শুনে খুব খুশি হলাম আবির। আর একটা কথাও বলতে ইচ্ছে করছে। তুমি যে বন্ধুর ক্যাটেগরিতে একজন রক্তমাংসের মানুষের নাম লিখেছ (ধরে নিচ্ছি সায়ন্তন ইম্যাজিন্যারি ফ্রেন্ডের নাম নয়) তাতে আমি বেশ প্লেজেন্টলি সারপ্রাইজড হয়েছি। আমার ধারণা একটা বয়সের পর খুব কম লোকেই এটা পারে। তোমাদের বন্ধুত্ব আজীবনের হোক এই কামনা করি।

      Delete
  13. সেলফোনঃ নোকিয়া

    চোখের মণিঃ খয়েরি

    আইসক্রিম ফ্লেভারঃ আইসক্রিম

    চাঃ চা

    কফিঃ ফিল্টার

    এই মুহূর্তে মেজাজঃ ভেবলু

    বন্ধুঃ হাতেগোনা

    শত্রুঃ জানিনা

    ভয়ঃ বেকারত্ব

    ভালোলাগাত একাকীত্ব

    মেটে খেতে কেমন লাগেঃ ধুস

    শেষ কী পড়েছেনঃ অবান্তর

    শেষ কী খেয়েছেন/পান করেছেনঃ জল

    প্রিয় অসুখঃ সর্দি

    আজ সকালে কখন ঘুম থেকে উঠেছেনঃ দশটা

    ধর্মে বিশ্বাসঃ আছে

    ক্যাপিটালিজমেঃ কিজানি

    আবার ব্যোমকেশ দেখেছেনঃ হ্যাঁ

    গয়নার বাক্স দেখার ইচ্ছে আছেঃ হ্যাঁ

    যে গুণটা থাকলে ভালো হতঃ জেদ

    যে দোষটা না থাকলে বাঁচা যেতঃ ফাঁকিবাজি

    শরীর ছাড়া প্রেম হয়ঃ উঁহু

    প্রেম ছাড়া শরীরঃ নিশ্চয়

    কোন্‌ বিখ্যাত লোকের বন্ধু হতে পারতেন/পারেন বলে মনে হয়ঃ ফেলুদা

    পরজন্মে বিশ্বাস করেনঃ না

    কোন ঘরের কাজ করতে সবথেকে খারাপ লাগেঃ ঝুলঝাড়া

    বদলানোর সুযোগ থাকলে নিজের চেহারার কোন অংশটা বদলাতে চাইতেনঃ উচ্চতা

    আপনার মতে সবথেকে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়ঃ নাক

    যদি যে কোনও বিখ্যাত লোককে (বাস্তব/কল্পনার) বিয়ে করা সম্ভব হত তবে কাকে করতেনঃ সাত্যজিৎ

    আপনার মনের বয়সঃ বারো

    ReplyDelete
    Replies
    1. আহা, মেটেতে ধুসের কী আছে? আমার তো দিব্যি লাগে, বেশ মাটি-মাটি, খসখসে...তবে ভেবলু মেজাজে হাই ফাইভ প্রি, ওটাই আমার স্ট্যান্ডার্ড মেজাজ কিনা।

      ভালো কথা, এটা কি অবান্তরে প্রথম কমেন্ট? তাহলে সুস্বাগতম।

      Delete
    2. না গো কুন্তলা দি আগেও এসেছি।।
      কমেন্ট ও করেছি,
      আসি রোজ ই কিন্তু খালি পড়েই পালিয়ে জাই।
      আজ কুঁড়েমি কে দূরে করে,
      লিখে ফেললাম।।

      হাই ফাইভ, হাই ফাইভ :)

      Delete
  14. সেলফোনঃ আইফোন
    চোখের মণিঃ কালো
    আইসক্রিম ফ্লেভারঃ চকোলেট
    চাঃ দার্জিলিং
    কফিঃ নেসক্যাফে
    এই মুহূর্তে মেজাজঃ তিরিক্ষে
    বন্ধুঃ হাতেগোনা
    শত্রুঃ জানিনা
    ভয়ঃ স্বজনবিয়োগ
    ভালোলাগাঃ ছুটি
    মেটে খেতে কেমন লাগেঃ দারুণ
    শেষ কী পড়েছেনঃ খবর
    শেষ কী খেয়েছেন/পান করেছেনঃ কফি
    প্রিয় অসুখঃ জ্বর
    আজ সকালে কখন ঘুম থেকে উঠেছেনঃ সাড়ে নটা
    ধর্মে বিশ্বাসঃ নেই
    ক্যাপিটালিজমেঃ নেই
    আবার ব্যোমকেশ দেখেছেনঃ না
    গয়নার বাক্স দেখার ইচ্ছে আছেঃ হ্যাঁ
    যে গুণটা থাকলে ভালো হতঃ উচ্চাকাঙ্খা
    যে দোষটা না থাকলে বাঁচা যেতঃ ফাঁকিবাজি
    শরীর ছাড়া প্রেম হয়ঃ হয়তো
    প্রেম ছাড়া শরীরঃ আলবাত
    কোন্‌ বিখ্যাত লোকের বন্ধু হতে পারতেন/পারেন বলে মনে হয়ঃ সুনীল
    পরজন্মে বিশ্বাস করেনঃ না
    কোন ঘরের কাজ করতে সবথেকে খারাপ লাগেঃ কাচাকুচি
    বদলানোর সুযোগ থাকলে নিজের চেহারার কোন অংশটা বদলাতে চাইতেনঃ উচ্চতা
    আপনার মতে সবথেকে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়ঃ চোখ
    যদি যে কোনও বিখ্যাত লোককে (বাস্তব/কল্পনার) বিয়ে করা সম্ভব হত তবে কাকে করতেনঃ রট্টা-যশোধরা
    আপনার মনের বয়সঃ ভ্যারিয়েবল

    ReplyDelete
    Replies
    1. সেকি পিয়াস, তিরিক্ষে মেজাজ কেন? মেটেপ্রেমী আরও লোকজন দেখে খুশি হয়ে যাচ্ছি।

      Delete
    2. একলা প্রবাসে মেজাজ অনেক সময়ই তিরিক্ষে হয়ে থাকে ... পচা সেমিনার থেকে বেরোনোর পরে তো কথাই নেই ...

      Delete
  15. এটা দারুন খেলা। আর সবার উত্তর পড়েও খুব ভালো লেগেছে।উত্তর দিই :
    সেলফোনঃ sms
    চোখের মণিঃ কালো
    আইসক্রিম ফ্লেভারঃ বাটারস্কচ বা কেসর পিস্তা
    চাঃ টাটা গোল্ড
    কফিঃ নেসকাফে
    এই মুহূর্তে মেজাজঃ রাজকীয় (সৌজন্যে বাইরের ঝিরঝিরে বৃষ্টি, গরম চা আর অমলেট :))
    বন্ধুঃ বোন
    শত্রুঃ হাতেগোনা
    ভয়ঃ দু:স্বপ্ন
    ভালোলাগাঃ গল্পের বই
    মেটে খেতে কেমন লাগেঃ দারুন
    শেষ কী পড়েছেনঃ অবান্তর
    শেষ কী খেয়েছেন/পান করেছেনঃ চা
    প্রিয় অসুখঃ মন-কেমন
    আজ সকালে কখন ঘুম থেকে উঠেছেনঃ আটটা-চল্লিশ
    ধর্মে বিশ্বাসঃ আছে
    ক্যাপিটালিজমেঃ নেই, কিন্তু রোজকার সঙ্গী তো বটেই!
    আবার ব্যোমকেশ দেখেছেনঃ নাআ
    গয়নার বাক্স দেখার ইচ্ছে আছেঃ বেশ
    যে গুণটা থাকলে ভালো হতঃ বিচক্ষণতা
    যে দোষটা না থাকলে বাঁচা যেতঃ আলস্য
    শরীর ছাড়া প্রেম হয়ঃ আলবাত
    প্রেম ছাড়া শরীরঃ হয়
    কোন্‌ বিখ্যাত লোকের বন্ধু হতে পারতেন/পারেন বলে মনে হয়ঃ সিস্টার নিবেদিতা
    পরজন্মে বিশ্বাস করেনঃ হ্যা
    কোন ঘরের কাজ করতে সবথেকে খারাপ লাগেঃ বাসন মাজা
    বদলানোর সুযোগ থাকলে নিজের চেহারার কোন অংশটা বদলাতে চাইতেনঃ গাত্রবর্ণ
    আপনার মতে সবথেকে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়ঃ চোখ
    যদি যে কোনও বিখ্যাত লোককে (বাস্তব/কল্পনার) বিয়ে করা সম্ভব হত তবে কাকে করতেনঃ তিষ্য
    আপনার মনের বয়সঃ পচিশ-ছাব্বিশ
    পুনশ্চ: আমি আসল এক-কথায় প্রকাশে এতটাও বাজে ছিলাম না :P

    ReplyDelete
    Replies
    1. মিল মিল স্বাগতা। আমারও সবার উত্তর পড়ে খুব ভালো লাগছে।

      তোমার এক কথায় প্রকাশগুলো বাজে হয়েছে কে বলল? সবকটাই ভাল হয়েছে। মেজাজের আগে যে রাজকীয় কথাটা লিখেছ, সেটা তো তুখোড় হয়েছে। কেসর পিস্তা আমারও খুব প্রিয় আইসক্রিম। তুমি মেটে খেতে ভালোবাসো শুনে তোমাকে আরও একটু ভালোবেসে ফেললাম।

      Delete

  16. সেলফোনঃ LG Optimus G

    চোখের মণিঃ Badamee

    আইসক্রিম ফ্লেভারঃ Dulce de Leche

    চাঃ Darjeeling Second Flush

    কফিঃ Mandheling ( french pressed)

    এই মুহূর্তে মেজাজঃ kuashachhonno

    বন্ধুঃ kotipoy

    শত্রুঃ kom

    ভয়ঃ bheeruta

    ভালোলাগাঃ mountains

    মেটে খেতে কেমন লাগেঃ darun

    শেষ কী পড়েছেনঃ gawbeshonapawtro

    শেষ কী খেয়েছেন/পান করেছেনঃ jawl

    প্রিয় অসুখঃ nei

    আজ সকালে কখন ঘুম থেকে উঠেছেনঃ poune saat ta*

    ধর্মে বিশ্বাসঃ নেই

    ক্যাপিটালিজমেঃ nei

    আবার ব্যোমকেশ দেখেছেনঃ na

    গয়নার বাক্স দেখার ইচ্ছে আছেঃ na

    যে গুণটা থাকলে ভালো হতঃ diplomacy

    যে দোষটা না থাকলে বাঁচা যেতঃ teebrota

    শরীর ছাড়া প্রেম হয়ঃ উঁহু

    প্রেম ছাড়া শরীরঃ নিশ্চয়

    কোন্‌ বিখ্যাত লোকের বন্ধু হতে পারতেন/পারেন বলে মনে হয়ঃ socrates

    পরজন্মে বিশ্বাস করেনঃ না

    কোন ঘরের কাজ করতে সবথেকে খারাপ লাগেঃ shirt bhnaj*

    বদলানোর সুযোগ থাকলে নিজের চেহারার কোন অংশটা বদলাতে চাইতেনঃ Haater panja

    আপনার মতে সবথেকে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়ঃ চোখ

    যদি যে কোনও বিখ্যাত লোককে (বাস্তব/কল্পনার) বিয়ে করা সম্ভব হত তবে কাকে করতেনঃ none.


    আপনার মনের বয়সঃ awbantor.

    *****

    ReplyDelete
    Replies
    1. বাঃ, ইন্টারেস্টিং উত্তর। কুয়াশাচ্ছন্ন মেজাজটা টুকে রাখলাম। ঝোপ বুঝে ব্যবহার করব। শার্ট ভাঁজ সত্যি খুব খারাপ কাজ। বাবাকে করতে দেখেই বুঝেছি। পাহাড় আমারও খুব ভালোবাসার জিনিস। তবে মনের বয়সের উত্তরটা বেস্ট।

      Delete
  17. সেলফোনঃ Nokia

    চোখের মণিঃ কালো

    আইসক্রিম ফ্লেভারঃ Vanilla

    চাঃ janina

    কফিঃ nah

    এই মুহূর্তে মেজাজঃ halka

    বন্ধুঃ bor

    শত্রুঃ ache

    ভয়ঃ Snake

    ভালোলাগাঃ khola chad

    মেটে খেতে কেমন লাগেঃ ভালো

    শেষ কী পড়েছেনঃ mail

    শেষ কী খেয়েছেন/পান করেছেনঃ jol

    প্রিয় অসুখঃ nei

    আজ সকালে কখন ঘুম থেকে উঠেছেনঃ 5 ta

    ধর্মে বিশ্বাসঃ হ্যাঁ

    আবার ব্যোমকেশ দেখেছেনঃ na

    গয়নার বাক্স দেখার ইচ্ছে আছেঃ na

    যে গুণটা থাকলে ভালো হতঃ Dhoirjo

    যে দোষটা না থাকলে বাঁচা যেতঃ matha gorom

    পরজন্মে বিশ্বাস করেনঃ na

    কোন ঘরের কাজ করতে সবথেকে খারাপ লাগেঃ safai

    বদলানোর সুযোগ থাকলে নিজের চেহারার কোন অংশটা বদলাতে চাইতেনঃ teeth

    আপনার মতে সবথেকে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়ঃ চোখ

    কোন্‌ বিখ্যাত লোকের বন্ধু হতে পারতেন/পারেন বলে মনে হয়ঃ Chetan Bhagat

    আপনার মনের বয়সঃ 22-23

    ReplyDelete
    Replies
    1. বাঃ রাখী, তুমি আমার মতোই ভোরভোর ওঠ দেখছি। বর আর বন্ধু এক প্যাকেজে পাওয়াটাও ভালো ব্যাপার। সবশেষে বলি, চেতন ভগতের শত্রুসংখ্যা যে রেটে দিনদিন কমছে, তোমাকে বন্ধু হিসেবে পেলে ওঁর ভালোই লাগবে মনে হয়।

      Delete

Post a Comment