সাপ্তাহিকী
School can't teach everything: Nat Geo Kids
Never put off till tomorrow what may be done day after tomorrow just as well.---Mark Twain
মাধ্যম যখন কাঠ।
That’s how they do it. থ্যাংক ইউ সুগত।
অনেক অনেক দিন পরে এই গানটা শুনলাম।
আজকের মিনি সাপ্তাহিকী এই পর্যন্তই। ভালো হয়ে থাকবেন। দেখা
হবে। টা টা।
জানিনা এখানে এই কথা বলা ঠিক হচ্ছে কিনা, কিন্তু বইটার ছবি দেখে আর নিজেকে সামলানো গেল না। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের নাম কোথাও উল্লিখিত হচ্ছে দেখলেই আমার প্রাণ আনচান করে। ট্রেনে হোক, বাসে হোক,চেনা হোক বা অচেনা হোক, নাকটা গলিয়েই ফেলব। তাই তুমি এখন কি পড়ছো?কোন খণ্ডটা?কোন গল্পটা তোমার খুব পছন্দের? সব আমাকে জানিয়ো প্লীজ।
ReplyDeleteহাহা মালবিকা, না না যেখানে যা খুশি কথা বলাই ঠিক। আমি আসলে অনেকদিন বাংলা বই না পড়তে পেয়ে অস্থির হয়ে উঠেছিলাম তাই একটা অনলাইন সাইট থেকে এই বইটা বার করে পড়ছি। রিভাইস দিচ্ছি বলাই ভালো। শরদিন্দুর অনেক গল্পই আমার ভালোলাগে। এই মুহূর্ত চুয়াচন্দন গল্পটার নাম মনে পড়ছে। তাছাড়া ঐতিহাসিক উপন্যাসগুলো তো আছেই।
Deleteদারুন লাগল কাঠের কাজ আর কানের ভিডিও। ওই গানটা শুনে পুরনো কথা মনে পড়ে গেল। ইঞ্জিনিয়ারিং কলেজে এক সময়ে ওই গানটা লুপে শুনতাম।
ReplyDeleteএকসময় আমার কম্পিউটারেও লুপে চলত গানটা।
Delete