"জগতসংসারে অনেকগুলো প্যারাডক্স আছে। তারমধ্যে এও একটি যে,যেখানে বৃহৎ দৃশ্য,অসীম আকাশ,নিবির মেঘ,গভীর ভাব,অর্থাৎ যেখানে অনন্তের আবর্ভাব সেখানে তার উপযুক্ত সঙ্গী একজন মানুষ--অনেকগুলো মানুষ ভারি ক্ষুদ্র এবং খিজিবিজি। অসীমতা এবং একটি মানুষ উভয়ে পরস্পর মুখোমুখি বসে থাকবার যোগ্য। আর, কতকগুলো মানুষে একত্রে থাকলে তারা পরস্পরকে ছেঁটেছুঁটে অত্যন্ত খাটো করে রেখে দেয়..."
দাড়িদাদুর কথা মনে পড়লো-
ReplyDelete"জগতসংসারে অনেকগুলো প্যারাডক্স আছে। তারমধ্যে এও একটি যে,যেখানে বৃহৎ দৃশ্য,অসীম আকাশ,নিবির মেঘ,গভীর ভাব,অর্থাৎ যেখানে অনন্তের আবর্ভাব সেখানে তার উপযুক্ত সঙ্গী একজন মানুষ--অনেকগুলো মানুষ ভারি ক্ষুদ্র এবং খিজিবিজি। অসীমতা এবং একটি মানুষ উভয়ে পরস্পর মুখোমুখি বসে থাকবার যোগ্য। আর,
কতকগুলো মানুষে একত্রে থাকলে তারা পরস্পরকে ছেঁটেছুঁটে অত্যন্ত খাটো করে রেখে দেয়..."
*নিবিড়
Deleteখাঁটি কথা।
Deleteসুনন্দ এত গম্ভীর comment করে দিল- হাসির smiley দিতে গিয়েও হাতটা আটকে গেল...
ReplyDeleteকিন্তু সুনন্দর কমেন্টে দুটো লাইক
ReplyDeleteনিঃসন্দেহে... :)
Deleteআমার তরফ থেকেও লাইক লাইক।
Delete