বানানভিতির প্রোতি
ছোটোব্যালায় লোকের
অনেক কিছু নিয়ে অকারোন উদ্দেগ থাকে। আমার মা কল্পোনা কোরতেন হঠাৎ অ্যাকদিন
জোদি দরজা খুলে দ্যাখেন ইন্দিরা গান্ধি দাড়িয়ে আছেন তাহলে মা
কথোপোকথোন চালাবেন কি করে? তিনি তো অতো ইংরিজি জানেন না। আমার
বাবার শুনেছি অ্যালজেব্রার অংকো কোশতে গিয়ে ভিশোন
টেনশন হোতো, ব্র্যাকেট খুলতে খুলতে আর
পড়াতে পড়াতে কখোন বুঝবেন যে অংকোটা শেশ হোয়ে গেছে? আর কিছু করার দরকার নেই?
অংকো বা ইংরিজিতে আমার ভয় ছিলোনা। দিদিভাইরা বোলতেন বাংলা মিডিআমের আর পাচটা
ছাতরোছাতরির তুলোনায় কুন্তলা ইংরিজিটা ভালো জানে। অংকোও তাই। অংকো অরথাত
পাটিগোনিত। কেষ্টোদার দোকানে গিয়ে মা ধোনে, জিরে, পোস্তো, শোর্শের তেল কিন্তেন, কেষ্টোদার
আগে আগে আমি মুখেমুখে জোগ কোরে বোলে দিতাম মোট কতো টাকা হোয়েছে। খুশি হোয়ে কেষ্টোদা
আমাকে অ্যাক্টা এক্লেয়ারস ফ্রি-তে খেতে দিতেন। মা দাম দিতে চাইলেও কিছুতেই নিতেন
না।
আমার ভয় ছিলো বানানে। বাংলা ইংরিজি শবরকম বানান। বিশম ভয়। প্রিথিবিতে জতো
শব্দো আছে তাদের প্রোত্যেকটির বানান জোদি আমাকে শিখতে হয়? লক্ষ লক্ষ কোটিকোটি লোক
শারাদিন অবিরাম কথা বোলে জাচ্ছে, ট্রেনে বাসে কফিশপে মোবাইল ফোনে, কাজের কথা,
অকাজের কথা, আর শেই কথা থেকে লক্ষ লক্ষ কোটিকোটি শব্দো বেরিয়ে আকাশে বাতাশে
স্ট্র্যাটাস্ফিয়ারে মিশে জাচ্ছে, শে শব শব্দের বানান আমাকে শিখতে হবে? শেখা কি
শম্ভব?
মা হাহা কোরে হাস্তেন। বোলতেন দুর বোকা, শব শিখতে হয়না। কয়েকটা শিখতে হয়,
তারপর একটা আন্দাজ তোইরি হোয়ে জায়। কোন শব্দের কি বানান হোতে পারে। জেমন “গম্ভীর”
বানানে দিরঘি হবে, “ফাজিল” বানানে রোশশি। “অশীতিপর” বানানে রোশশি দিরঘি তালোবোশ্য,
বেসিকালি জতরকোম জোটিলতা শ্রিষ্টি হওয়া শম্ভব শবরকোম হবে কিন্তু “সুইটু” বানান হবে
সুইট অ্যান্ড সিম্পল।
বাজে কথা। আমার অ্যাক্কুরি অ্যাগারো বছোরের জিবোনে আমি কম কথা বোলিনি। মা তো
বলেন দরকারের বেশিই বোলেছি, আরেক্টু কম বোল্লেই বরোং ভালো হোতো। তাও আমি কখোনো
আন্দাজ কোরতে পারিনি “মুহুর্তো” বানানের প্রোথোমে রোশশু পরেরটায় দিরঘু নাকি
প্রোথোমটা দিরঘু পরেরটা রোশশু হবে। জে দাবি কোরছে পারে, সে আগাপাশ্তলা মিথ্যে কথা
বোলছে। অ্যাতো বছোর ধোরে অ্যাতো লোকের শাথে অ্যাতো ফালতু কথা বোলে আর শুনেও আমি
বিন্দুমাত্র আন্দাজ কোরতে পারিনি ড়াব্রি বানানের কোথায় কোন র বোসবে। অথোচো ড়াব্রিও
জে আমি কম খেয়েছি শে কথা কেউ বোলতে পারবে না।
ফেসবুকে অ্যাকাউন্ট খুল্লে
শুনেছি এশব শমোশ্যা থাকে না। কিংবা আনোন্দোবাজারে চাক্রি কোরলেও। ফেসবুকে বানানভুল
কোরলে লোকে লাইক করে আর আনোন্দোবাজার বানান ভুল কোরলে শবাই পরদিন থেকে ভুল
বানাণ্টাই লিখতে শুরু করে। বলে আজ থেকে এই বানাণ্টাই চালু হল।
আমি অনেকদিন পোর্জোন্তো
আশায় আশায় ছিলাম জে অ্যাকদিন্না অ্যাকদিন আমার এই বানানের দুরদশা ঘুচবে। আজ না হোক
কাল আমি আর পাচটা শিখখিতো লোকের মোতো বানান লিখতে শিখে যাবো। কিন্তু আমার সে আশায়
ছাই পোরেছে। লোকে ঠিকি বলে, জা নয়ে হয়না নোব্বোইতেও শেটা হওয়ার চান্স নেই।
নেই তো নেই। আমি শিদ্ধান্তো
নিয়ে নিয়েছি। এভাবে মোরে মোরে বাচার থেকে অ্যাকেবারে মোরে জাওয়া ভালো। আমি অবোশ্যো
মোরছি না। বোয়ে গ্যাছে আমার মোর্তে। আমি মারবো। আমার বানানের ভয়কে। আমার ওস্তিত্তো
থেকে শে ভয়কে জোদি আমি আগাছার মোতো তুলে ছুড়ে না ফেলেছি তবে আমার নাম কুন্তলা নয়।
এই পোস্টটা আমার ছোটোব্যালার সেই বানানের ভয়কে মোদ্ধোমা ব্রিদ্ধাংগুষ্ঠ দেখিয়ে লিখলাম। আজ
থেকে আমি ওর কবোল থেকে মুক্তো...মুক্তো...মুক্তো।
এটা অ্যাটম বোম... ঠিক জায়গায় ছেড়ে দিলে ভাইরাল হয়ে যাবে... :)
ReplyDeleteআহা সুনন্দ শান্তিপ্রিয় ব্লগে আবার বোমাটোমার কথা কেন?
Deleteকী কোরেছেণ কুন্তোলা, থু-টেণের মোত মুগ্ধো হোয়ে পোড়ে ফেল্লাম। ষাব্বাঁশ :)
ReplyDeleteঅনির্বাণজয়,থু-টেণের একটা ভালো সমার্থক শব্দ আছে, "গ্যালোপিন-টেণ", বলতে হলে আমি সবসময় এটাই বলি, "মা মা সরে দাঁড়াও, গ্যালোপিন টেণ অ্যালাউন্স করেছে।"
Deleteজাতা হোয়েছে কুণতলা... :)
ReplyDeleteবোলছো?
Deletebyapok diecho!
ReplyDeletehroshoi-deerghoi er confusion e porikha-r khata submit korte deri hoe jeto, last moment obdi decide korte partam na ei banan-ta hroshoi hobe na deerghoi!
amar boro-pishi shikhiechilen, jokhon e confusion hobe, pasha pashi 2to possibility likhe felbi, tarpore jei bananta dekhte beshi bhalo lage sheita use korish :)
বড় পিসির জবাব নেই।
DeleteAmi ekbar university-te ekta little magazine edit korechhilam. tate ekta besh kara lekha jama porechhilo, hindusthani sangeet-er bartoman haal hakikat nie. to tate smashan banan ta bhul chhilo. ami thik kore dilam. pata ulte dekhi, pechhoner shada patay 4te smashan banan lekha ebong chartei bhul!! Lekhok baro pishir idea-tai follow korchhilen, kintu bisesh phal hoini!
Deleteশ্মশান বানানটা চার রকম ভাবে লিখল কী করে গো রুচিরা। প্রতিভা তো? নাকি সবকটা স-এর পারমুটেশন কম্বিনেশন ট্রাই করেছিল?
DeleteChar naa total 5! Lekhak bhadroloker Sange ekhono jogajog achhe. Sondhye bela rannaghare machher dimer bora bhajchhilen, deke jigges korlam, tumi ekhon smashan banan jano? Uttor elo, janina! Tobe enake aj obdi engriji banane parasto hote dekhini. Banglay confidently bhul banan lekhen.
Deleteঅশাদারণ হয়েছে কুন্তোলাদী | ঠীক ই করেছ, জে কোনো ভয় এর মুকমুকি দারিয়ে তাকে চালেনজ যানানোর নাম ই মনুস্য়ত্ত |
ReplyDeleteহাহাহাহা স্বাগতা। হার মানছি, তোমার বানানের "মুকমুকি দারানো" আমার কম্ম নয়।
Deleteমাঈরি ! এ পজ্জন্তো যত বাণাণ ভয় ছিল সব উবে গ্যালো । আর বাণাণ ডিসটাপ করবে নি কো !
ReplyDeleteডিসটাপ করতে অ্যালাও করবেন না। বানান আপনার বস না আপনি বানানের?
Deletebanan er poti shoddha ba bhoy rakha bhalo kintu ta bole pottek ti banan niye bhabte hobe naki, manus tow ektu santi o chay!!
ReplyDeleteপত্যেকে যদি এই কথাটা বুঝত শম্পা। পিথিবিতে এত হানাহানি থাকত না।
Deletejio!!!
ReplyDeleteথ্যাঙ্ক ইউ।
Deletearey ki ghyama! tumi to banan bhul er jonyo nobel prize pabei pabe eta bole dilam.. :P
ReplyDeleteআরে কুহেলি একটা নোবেল পাচ্ছি বলছ? তোমার মুখে চপ কাটলেট পড়ুক।
DeleteAnandabazar er banan ta shune khub hashlam :D :D Amader school e banglay 1ta spelling mistake holey 1/2 mark katto, 2to holeo 1/2 mark, 3te holey 1 mark jeto tai ekbar amader Bangla teacher overhear korechilen, ekti chhele tar bondhu ke bolche "tahole 2to bhul lekhai to bhalo, 1/2 i to katbe".
ReplyDeleteAlgebra-r onko e amar khub mushkil hoto. Barite ekta katha bolto Geometry'r rider solve korte buddhi lage, algebra korte concentration lagey. Ami Geometry part e full marks petam ar algebra part e zero petam. Besh onekbar-i erokom hoyeche. Bracket porate, kholate ar 2 step pore hotat + ke - kore diye bohu marks khuyechhi ami :P Bhagyish Eclipse e intelli-sense ache, na holey Java program eo kom bracket porate ar kholate hoy na :)
BTW, tumi GRE deyar somoy Barron er 3000+ words er spelling shikhechile?
এই রে আমি জ্যামিতিতেও ফুল মার্কস পেতাম না, অ্যালজেব্রাতেও না কাজেই আমার ভাগে নো ইন্টেলিজেন্স রিয়া। GRE র বানানের পরীক্ষার স্কোরটা সত্যি সত্যি ভালো হয়েছিল দেখে খুব আনন্দ পেয়েছিলাম, যতক্ষণ না সবাই বলল ওটা গাধাদের পরীক্ষা।
ReplyDeleteGRE's oi 3000+ word er case ta amay khubi bipake phelchilo, not for spelling, but for memorization. Seshe ami buddhi kheliyechilam. Tokhon ami koshe Agatha Christie, Conan Doyle are du Maurier portam. Ar porte giye, je mane ta bujhtam na, dictionary na dekhe Barron dekhtam. Tar phole spelling, meaning, usage sob ready hoye gechilo, othocho boshe boshe khamoka hajar hajar word mukhosto korte hoyni :) Ar barite keu "golper boi porcho keno porikkhar agey" etao bolte parto na, ami to word shikhchi :)
DeleteTOEFL amar deya bodhoy sobtheke hashyokor easy exam. Ajkei Arnab ar ami oi niye hasha-hashi korchilam. Amar ek Peruvian bondhu (meyeti khubi bhalo) bolechilo "TOEFL ki shokto exam, baba re!!"
Gre'r kathay Toefl mone pore gelo. tate american accent er oral parikshay ekta prosno chilo "where is my car key"...jeta anekta "where is my kaki" shonato. "with my kaka" bolechho ki golla!!
ReplyDeletebtw tomar maa er bhoy pabar kono karon chilo na. indira gandhi kintu bangla bolte parten. in fact mujib ginni (lutfunesa)'r sange uni banglatei katha bolten :))
Arey Indira Gandhi to Shantiniketan e porashuno korechen. Ar Bangla sekhbar jonye khub easy language. Bolte koshto nei, dibbi bojha jaye.
Deleteযাঃ মা মিছিমিছিই অত ভয় পেয়েছিলেন বলছ? অ্যান্টিক্লাইম্যাক্স আর কাকে বলে। জঘন্য।
Deleteshei samay tow ekbar shantiniketan ba bengal e dhnu na marle your "shiksha was incomplete". tai oi zamanar anekei bangla bolte parten. mallika sarabhai ke deklam dibbi bangla bolchen...aami hebby impress kheye jiggesh kortei bollen amar maa o bolte pare....aare aamra tow bolpur e thaktam :)) bojhho thela!
ReplyDeleteaar 1950-60s e hindi writers ra praye sabai dadu'r kache ektu diksha niye eshechilo kina tai bhaloi bangla bolto. amader dadu heno lok je tin teentei desher rashtriya gaan likhechen!
3 te desh? ami to 2to jani.
Deletebah! sri lonka bhule gele :))
ReplyDeleteInspired..but not really written. Oder ta to oder nijeder bhashay.
Deletehttp://www.youtube.com/watch?v=eVsyKivhWCU
ReplyDeleteইয়ে, মানে Ananda Samarakoon লোকটা তবে কি করলো? ও দাদুর বিরাট ভক্ত ছিলো দেখেছি উইকিতে, কিন্তু, তা বলে গানটাও দাদুই লিখে দিয়েছিলো, সেটা কি ঠিক?
Deleteধৃতরাষ্ট্র স্টাইলে চোখে বুজে এদিক ওদিক হাতড়াতে হাতড়াতে অসহায় গলায়, "ইয়ে সব কেয়া হো রহা হ্যায়?"
Deleteকোন সিনেমা বলুন দেখি।
Jaane bhi do yarro.:)
Deleteফার্স্ট প্রাইজ!
Deletemusic ta dadu'r. aar bhasha ta kintu sanskritized. otake sinhala bola ta anek ta amader anthem ta hindi-te bola'r moto.
ReplyDeleteaami sri lanka giye anek jaygay dadu'r bust dekhe abak hoyechilam tokhon ekjon guide ei info ta dilen.
কুনতলা দেবী, আপ্নি বুধধিমান মানুস| আরডিনারী বুদধি নেহি, এক্সটরা আরডিনারী বুধধি| পোড়ে খুব ভালো লাগ্লো| আরে এস্পেলিং এ কি রাখা আছে বোলেন তো? এস্পেলিং দিয়ে কি ধুএ খাবেন? লেখার আসলি যান হোল বিশয়ে, ভাসায়, আর ইস্টাইলে| সে ডিপার্টমেনটে তো আপ্নি বিশে বিশ| এস্পেলিং নাই বা যানলেন?
ReplyDeleteআপনার এই এক্সট্রাআআআর্ডিনারি মন্তব্যের জন্য ধন্যবাদ সুগত। এই মন্তব্যে আপনি বিশে পঁচিশ।
Deleteকোনো ব্লগ পড়তে পড়তে এত হাসিনি কখনো। মারাত্মক রকমের ভালো হয়েছে। ফ্যান হয়ে গেলাম দিদি।
ReplyDeleteআরে ধন্যবাদ ধন্যবাদ পথভোলাপথিক।
Deleteapni ki bibhutibhushan mukhopadhyay-er lekha "ponur chithi" boita porechen? na holey jogar korey porey felun - gautam banerji
ReplyDeleteপড়েছি, গৌতমবাবু। পড়েছি আর গড়াগড়ি খেয়ে হেসেওছি।
Deleteএতো বড়নো বিভরাট...
ReplyDeleteএই মন্তব্যটা এতদিন চোখ এড়িয়ে গিয়েছিল কেন কে জানে। অত্যন্ত দুঃখিত।
Deleteঅশাধাড়োন হয়েছে।
ReplyDeleteধোন্নোবাদ।
Delete