Dis or Dat: Director's cut










সত্যজিৎ রায় না ঋত্বিক ঘটকঃ সত্যজিৎ রায়





বাসু ভট্টাচার্য না হৃষীকেশ মুখোপাধ্যায়ঃ হৃষীকেশ মুখোপাধ্যায়


মৃণাল সেন না বুদ্ধদেব দাশগুপ্তঃ মৃণাল সেন


গৌতম ঘোষ না তপন সিনহাঃ তপন সিনহা


ঋতুপর্ণ ঘোষ না অপর্ণা সেনঃ ঋতুপর্ণ ঘোষ


অনীক দত্ত না সৃজিত মুখার্জীঃ অনীক দত্ত 


কৌশিক গাঙ্গুলি না সন্দীপ রায়ঃ সন্দীপ রায় 


অঞ্জন দত্ত না অঞ্জন চৌধুরীঃ অঞ্জন চৌধুরী


অনিরুদ্ধ রায়চৌধুরী না মৈনাক ভৌমিকঃ মৈনাক ভৌমিক


Q না সুব্রত সেনঃ Q   


অনুরাগ কাশ্যপ না দিবাকর ব্যানার্জীঃ দিবাকর ব্যানার্জী


রামগোপাল ভার্মা না করণ জোহরঃ করণ জোহর। কারণ করণ রামগোপালের থেকে ভালো হরর মুভি বানান।


ডেভিড ধাওয়ান না কুন্দন শাহঃ কুন্দন শাহ 


সুরজ বরজাতিয়া না সঞ্জয় লীলা বনসালিঃ সঞ্জয় লীলা বনসালি


মীরা নায়ার না শ্যাম বেনেগালঃ শ্যাম বেনেগাল


মহেশ ভাট না মধুর ভান্ডারকরঃ মহেশ ভাট


প্রকাশ ঝা না প্রিয়দর্শনঃ প্রিয়দর্শন


ফারহা খান না ফারহান আখতারঃ ফারহান আখতার


বিশাল ভরদ্বাজ না মণিরত্নমঃ বিশাল ভরদ্বাজ


চার্লি চ্যাপলিন না রাজ কাপুরঃ চার্লি চ্যাপলিন


গুলজার না গুরু দত্তঃ গুলজার


অ্যালফ্রেড হিচকক না স্ট্যানলি কিউব্রিকঃ অ্যালফ্রেড হিচকক


উডি অ্যালেন না ক্রিস্টোফার নোলানঃ ক্রিস্টোফার নোলান


কোয়েনটিন ট্যারানটিনো না কোয়েন ব্রাদার্সঃ কোয়েন ব্রাদার্স


জেমস ক্যামেরন না স্টিভেন স্পিলবার্গঃ স্টিভেন স্পিলবার্গ


মার্টিন স্করসেসে না ফ্রান্সিস ফোর্ড কোপোলাঃ মার্টিন স্করসেসে


পিটার জ্যাকসন না ক্লিন্ট ইস্টউডঃ ক্লিন্ট ইস্টউড


মাজিদ মাজিদি না ওয়াং কার ওয়াইঃ মাজিদ মাজিদি



Comments

  1. আহা! আজ আমার হরির লুট...


    সত্যজিৎ রায় ... অনীক দত্ত ---সম্পূর্ণ একমত

    কৌশিক গাঙ্গুলি না সন্দীপ রায়ঃ কৌশিক গাঙ্গুলি

    অঞ্জন দত্ত না অঞ্জন চৌধুরীঃ অঞ্জন দত্ত

    অনিরুদ্ধ রায়চৌধুরী না মৈনাক ভৌমিকঃ কারুর সিনেমাই দেখিনি মশয় :(

    Q না সুব্রত সেনঃ Q - এককথায়...

    অনুরাগ কাশ্যপ না দিবাকর ব্যানার্জীঃ দিবাকর ব্যানার্জী

    রামগোপাল ভার্মা না করণ জোহরঃ "করণ জোহর। কারণ করণ রামগোপালের থেকে ভালো হরর মুভি বানান।"-- কি বলবো ভেবে পাচ্ছি না।

    ডেভিড ধাওয়ান না কুন্দন শাহঃ যা ইচ্ছে- সব সমান

    সুরজ বরজাতিয়া...গুলজার --- আবার সম্পূর্ণ একমত।

    এরপর থেকেই তো গোলনাল শুরু হলো... আমি একমাত্র বাছতে পারলাম-

    মাজিদ মাজিদি না ওয়াং কার ওয়াইঃ মাজিদ মাজিদি

    বাকি? সেই মিষ্টির মতো হলো... পিটার জ্যাকসন না ক্লিন্ট ইস্টউড? স্করসেসে না কোপোলা? পারলাম না মশাই বাছতে... :( :(

    ReplyDelete
    Replies
    1. সুনন্দ, তিতলি সিনেমার একটা ডায়ালগ চুরি করে বলছি, অঞ্জন চৌধুরী দেখলে আমার পেটফাটা হাসি পায় আর অঞ্জন দত্ত দেখলে বুক চাপড়ে কাঁদতে ইচ্ছে করে। কান্নার থেকে হাসিটাই ভালো না?

      কুন্দন শাহ ওই একটা সিনেমার জন্য ডেভিডবাবুর থেকে এগিয়ে গেছেন। জানে ভি দো ইয়ারো।

      Delete
    2. যা বলেছেন... :)

      Delete
  2. hahaaha! অঞ্জন দত্ত না অঞ্জন চৌধুরী..!..amar kintu wong kar waio bhalo lage...bakigulo anektai milche..tabe prathamta nie ray deyoata besh kothin...

    ReplyDelete
    Replies
    1. জানিনা ভাই তিন্নি। আমি একেবারে গোমুখ্যু দর্শকের জায়গা থেকে বলছি, সবকটার মধ্যে প্রথমটা বাছতেই আমার সবথেকে কম সময় লেগেছে। তবে এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত।

      ওয়াং কার-ও ভালো কিন্তু মাজিদ এক ইঞ্চি বেশি ভালো।

      Delete
  3. anek mileche, anek meleo ni...karan johar ta darun diyecho :-)..tobe oi prothomer ta akkere khaati kotha..100% sohomot :-)

    ReplyDelete
    Replies
    1. aamar mone hoy aamra ritwick aar manik "kaku" ke compare kori karon era contemporaries aar bangali. kora uchit na karon eder film making style/technique/narration totally bhinno.

      ritwick ke peyechilo "partition angst"....tai oi deprivation ta ke ekebare "bare bones/stripped down" kore dekhate parten...

      aar satyajit ray ke peyechilo rabindrik lyricism....tai postmaster e ratan er ba apu/harihar'r daridro te ekta lyrical ba poetic byapar o achey. (harihar er daridro'r ke compensate korte screen e ekta natural beauty'r excess rakha hoyechey)

      amar bishwas ei byapar ta janne cinema gulo middle ba upper class ke appeal korto while ritwick's minimalist/stark byapar ta bourgeoisie ke chirokal repel kore.

      jodi overall ray does better within and outside india, ritwick e haat diye kintu "titas" beriyechey. arai ghonta somoy er madhe je ekta sampurno civilization aar way of life ke depict kora jay seta ei cinemata na dekhle bujhtam na.

      Delete
    2. স্বাগতা, ভালো লাগলেই ভালো।

      শম্পা, আমি ঋত্বিক ঘটকের মর্ম বুঝিনা সে নিয়ে আমার সন্দেহ নেই। আমি যে বুর্জোয়া সে বিষয়ে আমার সন্দেহ আরও কম। কাজেই।

      Delete
    3. Ami motei "bodhha" noi, tobe amio akmot: Ritwick Ghatak er movies akta class er kachhei beshi appeal kore, tobe seta thik sorbohara class kina se bishoye sondeho ache. ami aj obdhi kono actual shromojibi manush k Jukti-Tokko-Goppo theke anondo pete dekhechi bole mone porena...oboshyoi great director, ebong onar beshir bhag cinema i amar pochonder..tobe mone hoy kemon chestakrito intellectualism..r chhimchham editing na thakar jonyeo amar moto sadharon dorshok der osubidhe hote badhyo..amar khudro bibechonay etai mone hoy Satyajit er popularity te egiye thakar karon..
      tobe akshobar manbo, satyajit-Ritwick er tulona choleina..ki kora jabe bangalir je ei dui i mote sombol :-)

      Delete
    4. Jah! K ebar amay pyaank dichhey. aare baba amio ki ritwick bujhi naki!!

      tobe titas niye ekta mojar goppo achey.

      titas jakhon nandan e release holo (1974 e) takhon shunechi ticket kenar line mile khanek lomba chilo.

      "the lucky few" ticket pelen. tar madhe ekti cheleo ticket pelo. ektai ticket pawa gechey boley shey ekai gelo dekhte. barir lokjon to utgrib hoye boshe achen, firlei tara shob shunben. cheleti firey guchiye scene by scene bolte laglo.

      last scene ta pouchey, bojhate giye bollo "wide angle shot...meyeti nodir pare khuday/thestay mara jachhe. kintu dur theke shey dekhte pachhey, sabujer dheu er moto dhan khet, tar madhe ekta chhoto bachha bhnepu bajate bajate cholcey"

      ei shunei eto khon chupchap boshe thaka shrota ra ek sange boley utlen "o titas tahole color film"

      amar katha ti phurolo :))

      Delete
    5. কী অন্যায় অভিযোগ। আমি মোটেই তোমাকে ওসব কিছু দিচ্ছি না শম্পা। আরে তখন তাড়াহুড়োয় ভালো করে কমেন্ট লিখতে পারিনি, ভাবছিলাম আরেকবার এসে লিখব তার মধ্যেই তুমি এসে আমাকে মিছিমিছি দোষ দিচ্ছ।

      তিতাস-এর গল্পটা মজার। ঋত্বিকের সিনেমার যেটা আমার খারাপ লাগে সেটা হচ্ছে ব্যাপারটা খুব খারাপ দেখতে। জানি চন্দ্রিল আফসোস করেছেন "ভালো দেখতে সিনেমা আর ভালো সিনেমার মধ্যে যে তফাৎ আছে এ কথা পাবলিক যে কবে বুঝবে", তবুও আরকি। ঋত্বিক পাবলিকের ধার ধারতেন না বলেই হয়ত সাজপোশাকের দিকে মন দেননি। আমি বলছিনা সব সিনেমাকে কভি খুশি কভি গম-এর মতো দেখতে হতে হবে। দুদিক থেকে শাহরুখ খান আর হৃতিক রোশনকে পা গুণে গুণে ঠিক এমন জায়গায় এসে দাঁড়াতে হবে যাতে অমিতাভ আর জয়া বচ্চনের ছবিটা একেবারে মধ্যিখান দিয়ে দেখা যায়। কিন্তু তাই বলে সুবর্ণরেখা বড় বাড়াবাড়ি। উল্টো এক্সট্রিম।

      আর তোমার অন্য বক্তব্যগুলোর উত্তরে বলি আমিও ঋতুপর্ণ আর অপর্ণা নিয়ে মাথা চুলকোচ্ছিলাম। তবে সেটা ৩৬ চৌরঙ্গী লেনের জন্য নয়, পারমিতার একদিন-এর জন্য। ওটা আমার ফে-এ-এ-এ-ভারিট বাংলা সিনেমা। কিন্তু তারপর মনে পড়ল অসুখ, হীরের আংটি আর উৎসব আর তিতলি। কাজেই ঋতুদা জিতে গেলেন। কান ঘেঁষে।

      Delete
    6. হে ভগবান শম্পা আমি উনিশে এপ্রিল মিস করে গেছি ঋতুদাকে জেতানোর কারণ হিসেবে। ওটার নাম বাকি সিনেমাগুলোর আগে বসিয়ে নাও প্লিজ।

      Delete
  4. aha! jio K (arthat GO K/GO!!!)....sunando babu'r moto aaj amaro harir loot.

    bheshir bhaag tai millo, koyekta jodio khub close.

    jemon aparna sen versus rituP: overall Ritu kintu Aparna ekta 36 baniye praye ritu'r kachey eshe gechen.

    guru dutt versus gulzar: overall gulzar anek bhalo bhalo boi baniyechen kintu guru dutt "aar paar" aar "pyaasa" baniye tough competition dichhen. (aar paar er ekta dialogue konodin bhulbo na: lalita pawar rege mege guru dutt er dike eshe chitkar kore jiggesh koren "yei, tum communist ho ya capitalist." guru dutt's reply: "cartoonist").

    arekta byapar holo je sahib bibi aur ghulam (one of the best crafted and most stylishly made hindi movies till date) jodio khatay kolom e abrar alvi'r direction otar production e jehetu guru dutt chilen...tai otar ashol director niye ekta controversy achey. kaajei SB and G guru dutt er khatay porle competition aaro stiff.

    tobe david dhawan er sange kundan shah is like netaji versus pyanji....jaane bhi do yaaron to achei, tachara achey kabhi haan kabhi naa. david dhawan er govinda/salman/amitabh in lungi tar kacha kachi ashey na. aste pare na :))

    aar wong kar wai er sange majidi'r tulona ta ki thik
    holo :)) amar tow mone hoy je wai uses style to touch upon alienation/connection/loss...whereas majidi uses a basic emotional connect. tai majidi er sange hoyto ba siddik barmak ba dariush mehrjui'r style beshi milbe.

    ReplyDelete
    Replies
    1. বাও শম্পা। আর কিছু কোথা যোগাচ্ছে না মুখে।

      Delete
  5. duto millo na. david dhawan (shonge govinda thakle to kothai nei) aar woody. maane ami jaake bole woody-r andho bhokto.

    ReplyDelete
    Replies
    1. সোমনাথ, আমার বাবারও ফেভারিট বলিউড স্টার গোবিন্দা। আর উডি অ্যালেন বিষয়ে বলি---আমি সত্যি বুঝিনা ওই ভদ্রলোকের মধ্যে তোমরা কী দেখ। যাই হোক দেখ যখন আর কী করা যাবে।

      বাকিগুলো মিলেছে দেখে নিশ্চিন্ত হলাম।

      Delete
  6. Ritwik, Satyajit-er torko besh jomechhe dekhchhi :)...besh kichhu bochhor aage Anondobajar-e 'uttom-madhyom'-e Chandril-er ekta lekha porechhilam, "Kono gun naaai, kopaale aagun
    (othoba Ritwik Ghataker mortye aagomon)"..ei chhilo lekhataar naam...Satyajit, Ritwik ke niye onobodyo tulonamulok alochona...keu na pora thakle pore niyo...simply darun !!!

    ReplyDelete
    Replies
    1. পড়তেই পারি শ্রমণ, কিন্তু চন্দ্রিলের সাথে মত না মিললে বড় দুঃখ হয়। যেদিন শুনলাম চন্দ্রিল শিলাজিতের ফ্যান, বিছানা ছেড়ে উঠতে পারিনি। তাই পারতপক্ষে সেরকম পরিস্থিতি এড়িয়ে চলি। কিন্তু তুমি যখন বললে খুঁজে পড়ব'খন।

      Delete
    2. এবার তো দেখছি আমি আর উঠতে পারবো না, বিছানা ছেড়ে! শিলাজিৎ এত খারাপ লাগে আপনার? :(

      আমি কলেজে পড়তে শিলাজিৎ শুনিনি। বন্ধুরা বলায় কিছু শুনেছিলাম, ভাল লাগেনি... হঠাৎ করে দু'মাস আগে ওর নতুন কিছু গান শুনে ভাল লেগে গেল... এখন আমি রীতিমতো ফ্যান যাকে বলে...

      Delete
    3. সুনন্দ এবার একটু ভেঙে বলতে হবে। দেখ শিলাজিৎ যদি শুধু গান গাইতেন তাহলে আমার অত খারাপ লাগত না হয়ত। x=prem, লালমাটির সরানে, ক্যাচি কথা, ক্যাচি সুর, লাকি আলির মতো বেসুরোও গান না। কিন্তু মুশকিল হচ্ছে তিনি আবার গানের পাশাপাশি কথাও বলেন, ইন্টারভিউও দেন। সেগুলো আবার আমাকে আনন্দবাজার খুলে পড়তেও হয়। সবাই শিল্প আর শিল্পীর প্রভেদকে গুরুত্ব দিতে বলে বটে, কিন্তু ও আমার দ্বারা হয় না। আমার কাছে যে গায় আর যা গায়---পুরোটা মিলে একটা প্যাকেজ।

      শিলাজিৎ-এর প্রতি আমার প্রধান অভিযোগ হচ্ছে ভদ্রলোক দরকারের থেকে বেশি স্মার্ট। ইন্টারভিউতে কী কী বলেছেন সেগুলো আর কোট করছি না, ব্যক্তিগত আক্রমণের মতো শোনাবে। খুব কম জামাকাপড় পরে টিভি ক্যামেরার সামনে ঘোরাঘুরিও করেছেন শুনেছি বিশ্বাসযোগ্য সূত্রে, তবে স্বীকার করছি নিজের চোখে দেখিনি। ভাগ্যিস।

      সব মিলিয়ে বলতে পারি "নট মাই টাইপ"।

      Delete
    4. যাক! তবে আর চাপ নেই... আমি শিলাজিৎ কে কথা বলতে শুনেছি মাত্র দু'জায়গায়... দু'টোই খুব খারাপ লেগেছে, আরও বেশি খারাপ লেগেছে কারণ সঙ্গের বক্তারা ছিলেন সৃজিত আর অনুপম... আমি আনন্দবাজারে সেগুলোই পড়ি, যেগুলো বন্ধুরা নেটে শেয়ার করে, তাই শিলাজিতের ইন্টারভিউ পড়ার (দুঃ?)ভাগ্য হয়নি... ফেসবুকে ওর পেজ লাইক করার পর উদ্ভট সব আপডেট আসে দেখে হাইড করে দিয়েছি...
      তবে ভাল লাগছে গান। কথার থেকে অনেক বেশি ভাল লাগছে musical arrangement... গানের ভঙ্গি- কম অভিজ্ঞতার কারণেই হয়তো, আমি আগে বাংলায় এমনটা শুনিনি...
      সে যাই হোক, আমার মাথায় যা ঘুরতে শুরু করলো এর ফলে, সেটা হলো, 'কথা'র তরফে এবার ওর একটা ইন্টারভিউ... তাতে প্রশ্ন থাকবে- "আপনার প্রতি অভিযোগ আসছে, আপনি 'দরকারের থেকে বেশি স্মার্ট...খুব কম জামাকাপড় পরে টিভি ক্যামেরার সামনে ঘোরাঘুরিও করেছেন শুনছি...', সর্বত্র এত বকছেন, এত বাজে বকছেন- গান গাইছিলেন, ঠিক আছে, এগুলো করতে গেলেন কেন?"
      বেশ একটু 'বিতর্কিত' উত্তর পাওয়া যাবে, কি বলেন? :D :D

      Delete
    5. এই হচ্ছে জাত সম্পাদকের মতো কথা সুনন্দ। চালিয়ে যাও।

      একটাই মিনতি, যা ইচ্ছে করো, আমাকে কোট কোরোনা। শিলাজিৎ ফ্যান-দের ছোঁড়া পাথরে মাথা ফেটে মরার থেকে অটোচাপা পড়ে মরাও ভালো। কবে পাচ্ছি বিতর্কিত ইন্তারভিউ?

      Delete
  7. Replies
    1. ওহ তাহলে তো পড়তেই হচ্ছে।

      Delete
  8. Q না সুব্রত সেনঃ Q ... ha ha ha eita kathin diyechho :) :) aar plz Ritwik e 'c' diyo naaa

    ReplyDelete

Post a Comment