সাপ্তাহিকী
P.D. James“E. M. Forster has written: 'The king died and then the queen died is a story. The king died and the queen died of grief is a plot. The queen died and no one knew why until they discovered it was of grief is a mystery, a form capable of high development.' To that I would add: the queen died and everyone thought it was of grief until they discovered the puncture wound in her throat. That is a murder mystery and, in my view, it too is capable of high development.”
কেন এত লাফালাফি করার কিছু হয়নি।
হৃদয়ের গেরো।
প্লিজ।
বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের সারাদিন।
কে কাকে খাবে সেটাই প্রশ্ন।
Selfishness always wins.
মানুষ দিয়ে তৈরি।
Now you’re just somebody I used to know.
ব্যস এসপ্তাহের মতো এটুকুই। সামনের সপ্তাহে আমি একটু বেড়াতে যাচ্ছি। আপনারা তাই বলে মাতৃহারা অবান্তরকে একা ফেলে রাখবেন না। কয়েকটা ফাঁকিবাজি পোস্ট পড়বে অবান্তরে সেগুলো দেখতে আসবেন মনে করে। কেমন লাগল বলবেন। ভালো হয়ে থাকবেন, ফ্রিজ থেকে সোজা ঠাণ্ডা জল খাবেন না।
দেখা হবে, টা টা।
tomar-o tonsilitis-er dhaat, mone hochhey :)
ReplyDeleteএই রে। অ্যাকচুয়ালি না। মায়েরা শিশুদের সর্বক্ষণ ওটা করতে বারণ করেন দেখি তাই আপনাদের ওপর কীভাবে ছড়ি ঘোরানো যায় ভাবতে গিয়ে ওইটাই মাথায় এল।
Deleteekta dis or dat porbe asha korchi! anek to mishti nonta jhal tok holo, ebar ektu chalachitro-porichalok hoye jak :))
ReplyDeleteহুম। দেখি।
Deleteএকদম শেষ কথাটা মনে হচ্ছে আমায় বলা... :'(
ReplyDeleteপ্রথম লিঙ্কটায় অযথা কাঁদুনি গেয়েছে... নতুন ফিজিক্স আছে, সব্বাই জানি, থাকারই কথা, কিন্তু এটাও নিশ্চিত হয়ে এসেছিল, যে হিগ্স ব্যাটাকে প্রায় এভাবেই পাওয়া যাবে... যারা MSSM নামের বিষয়টিতে কাজ করেছেন বহুদিন, তাঁরা LHC র গত বছরের কর্মকাণ্ডে বেজায় দুঃখু পেলেও এটা নিশ্চিত হয়ে যায়, যে বিরাট কিছু চমক আসছে না...
আমার এই লেখাটা বেশ contrived মনে হল... শুরু করেছে কাঁদুনি গেয়ে, যে 'অনেক গোলমাল তো এখনো রয়ে গেলো, সেগুলোর কি হবে'... আবার শেষ করেছে কোট করে, যে 'আরো অনেক গোলমাল আশা করেছিলাম, তেমন তো কিছু হলো না...'
কাঁদছি মোরা কাঁদছি দ্যাখো... :D
এটা আমার মনের কথা...
Deletehttp://resonaances.blogspot.in/2012/07/h-day-1-vigil.html
এই রে সুনন্দ আমি এসবের কিছুই বুঝিনা। সবাই একরকম বলছিল, এরা দেখলাম অন্যরকম বলছে তাই ছেপে দিলাম। তোমার লিঙ্কটা পড়ব।
Deleteki moja, berate jaoa, tiffin potro bendhe chende, fridge khali kore, light fan bondho kore, tala chabi atke, CHUTI..............tata
ReplyDeleteসঙ্ঘমিত্রা আবার চলেও এসেছি।
Deleteক্লিনিং নিয়ে আপনার ওই লেখাটা দেখে আমার এইটা মনে পড়ে গেল| আর ওই ডাইনোসর টা অনবদ্য!
ReplyDeleteএকটা ব্যাপার লক্ষ্য করেছেন কি? বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের দিনের মধ্যে কোথাও কম্পিউটার বা ইন্টারনেট নেই? এই চক্করেই আর জীবনে কিস্যু করা হলনা!
হাহাহাহা।
Deleteযা বলেছেন। ইন্টারনেট আসার পর থেকেই আমার দৈনিক রুটিনে কেবল বড় বড় করে ইউটিউব লেখা হয়ে গেছে। পার্মানেন্ট মার্কার পেন দিয়ে।