Things I am Afraid To Tell You



  1. যারা নিজেরাই নিজেদের “Weird বা “দুর্বোধ্য” বলে বর্ণনা করে, আমি তাদেরকে সম্পূর্ণ বিশ্বাস করি।

  1. অনেকদিন আগে সুনীলের একটা লেখায় পড়েছিলাম তিনি হোটেলের ঘরে একা থাকলে কিছু পরে থাকেন না। পড়ে আমি একেবারে চোখ কপালে তুলে, কান চাপা দিয়ে, মাথা নেড়ে, ছিছি বলে একাকার করেছিলাম। এখন আমি সম্পূর্ণ সুনীলের দলে।

  1. ইউরোপিয়ান সকারের থেকে অ্যামেরিকান ফুটবল আমার বেশি ভালো লাগে।

  1. আমি মানুষের দ্বারা অত্যন্ত তাড়াতাড়ি ইম্প্রেসড হই এবং প্রায় ততখানিই তাড়াতাড়ি ইম্প্রেশন চটেও যায়।

  1. সপ্তাহের অনেক রাতেই আমি ফ্রিজ থেকে খাবার বার করা, গরম করা, আবার ফ্রিজে খাবার তোলা, বাসন মাজার ভয়ে কিছু না খেয়ে শুয়ে পড়ি।

  1. যে সব প্রাপ্তবয়স্ক লোক অচেনা প্রাপ্তবয়স্ক লোককে প্রথম আলাপে তুই বা তুমি বলে সম্বোধন করে তাদের আমি সন্দেহের চোখে দেখি।

  1. আমি দুবার ফেসবুকে বেনামে প্রোফাইল খুলেছিলাম এবং দুবারই অসম্ভব বোরড হয়ে গিয়ে সাতদিনের মধ্যে প্রোফাইল থেকে বেরিয়ে এসেছিলাম। ফেসবুক প্রোফাইল মুছতে দেয় না, একটা ন্যূনতম সময় পর্যন্ত অপেক্ষা করে দেখে আপনি আবার ফাঁদে পা দিচ্ছেন কিনা। তারপর আপনা থেকে প্রোফাইল অকেজো হয়ে যায়। আমি অবশ্য ফিরে গিয়ে দেখার সাহস করিনি আমার প্রোফাইলটা অকেজো হয়েছে কিনা, দেখতে গেলে যদি আবার সেটা কাজ করতে শুরু করে দেয়?

  1. আমি হাতের লেখা দিয়ে মানুষ বিচার করি।

  1. আমি অনেকসময় রোগা মোটা দিয়েও মানুষ বিচার করি।

  1. আমার ধারণা আমি গড়পড়তা লোকের থেকে বেশি মিথ্যে কথা বলি।

  1. আমার ধারণা আমি গড়পড়তা লোকের থেকে বেশি কম্পিটিটিভ।

  1. আমি আজ পর্যন্ত কখনো অনলাইন পপ-আপ আই কিউ টেস্টগুলোয় অংশগ্রহণ করিনি। সাহস হয়নি।

  1. বাড়াবাড়ি রকম ধর্মভীরু লোক দেখলে আমার ভয় লাগে।

  1. আমার যদি সন্তান না হয়, আমার খুব কষ্ট হবে।

  1. জ্যাকি ওনাসিসের মতো আমিও happiest, when I am alone.

Comments

  1. পাঁচ নম্বরের ব্যাপারটা আপনার মা জানেন?

    আর তিন নম্বর নিয়ে আর কি বলি, বলুন তো? হুগলী জেলার মেয়ে হয়ে শেষমেশ এই? অ্যাঁ দিদি?

    সে যাকগে, আপনার ব্যাক্তিগত ব্যাপারে আর কিই বা নাক গলাবো। কোথায় বেড়াতে গিয়েছিলেন, কি দেখলেন, কি খেলেন, তাই বলুন।

    ReplyDelete
    Replies
    1. মা আন্দাজ করে কিন্তু সন্দেহটা মিলিয়ে নেওয়ার সাহস নেই বলে প্রশ্ন করেনা।

      আরে এই তো বিপদ। হুগলী বলে কি হাডুডু-র বাইরে কিছু খেলা যাবেনা সারাজীবন?

      কর্তব্য সারতে গিয়েছিলাম। সেরে চলে এসেছি।

      Delete
    2. দূর, আপনি রেগে গেলেন দেখি! উত্তমদা বলে গিয়েছেন "সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল"

      Delete
  2. sob kota pore ektu sondeho hochhilo bole taratari mash ta abar confirm kore fellam.. ki jani april fool noy to !!
    14. nombor ta kintu khub sweet.
    ar bhagyish tumi abantor er bondhuder hather lekha dekhte pao na..

    ReplyDelete
    Replies
    1. আরে সোহিনী আজকাল নিজের হাতের লেখা নিজেই দেখতে পাই না বন্ধুদের তো দূর অস্ত।

      Delete
  3. কুন্তলা, আপনাকে বলতে ভয় পাই এমন একটি কথা:
    আমি আমার বাবা আর মা ছাড়া অন্য সকলকেই, বিশেষত: যারা ব্লগ লেখে তাদের সাংঘাতিক সন্দেহের দৃষ্টিতে দেখি .. ফলত: আমার তালিকার প্রথম নাম আমার নিজের, এবং দ্বিতীয় ব্যক্তি হলেন আপনি! বাকি আট জনের মধ্যে ছয় জনই আমি পড়ি এমন সব ব্লগের লেখক! সর্বশেষ দুজনের একজন হলো আমার নাপিত যাকে চোখ বন্ধ করে মোটেই ভরসা করা যায় না, এবং দশম স্থানটি খালি হয়েছে, কারণ ওই অখাদ্য পাওলো কোয়েলহো আর আমি পড়ি না...

    ReplyDelete
    Replies
    1. চিন্তা কোর না অমিত। সন্দেহবাতিকটা একটা ভালো বাতিক।

      Delete
  4. ৯ নিয়ে বিশেষ প্রশ্ন থেকে গেলো... আর এবারও দেবাশিস বাবুর কথায় 'লাইক'

    ReplyDelete
    Replies
    1. তোমার সাথে সাথে আমিও লাইক সুনন্দ।

      Delete
  5. Tumi je roga-mota diye manush bichar koro, tate roga ra ki bhalor dole ache?
    #5 ta koro na...jinish ta bhalo noy. Amar gym er trainer-mashi jante parle tomay khub dhomke debe.
    #2 niye ar kichu bolchi na. Sunil ke emnii ami du-chokkhe dekhte pari na. Orokom sada chul with kalo julpi dekhlei mone hoy bod lok.
    Tumi American Football bojho? Amay to onek kore "Roll Tide" ar "War Eagles" sekhano hochhilo, kintu khub egolo na byapar ta. Soccer ta tobu Mohun Bagan-East Bengal er jonye ektu bujhi.
    Tomar jodi bachha na holey koshto hoy tahole tuk kore ekta bachha adopt kore felo. Ajkal to single mom hoyay kono ashubidhe nei. India tei hoche, ekhane to aro easy. Ar ta na holey ekta mao ba bhow niye felo. Dekhbe byapok lagbe. Ar ekta homeless pet keo bhalo rakhte parbe. Setai ba kom ki?

    ReplyDelete
    Replies
    1. রোগামোটা প্রশ্নটার উত্তরে নো কমেন্টস বলছি রিয়া, কেমন?

      সুনীলকে অনেকে অনেক কারণের জন্য পছন্দ করেনা কিন্তু তোমার চুল আর জুলপির কারণটা যাকে বলে মাইন্ড বগলিং। লাইক লাইক।

      শুরুতে কিচ্ছু বুঝতাম না। ভাবতাম এত বড় মাঠ ফাঁকা পড়ে আছে বোকা লোকটা বল নিয়ে ভিড়ের মধ্যে দিয়ে দৌড়চ্ছে কেন? বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক কোস্তাকুস্তি করছে, কোনদিকে তাকাব বুঝতে পারতাম না। বুঝলাম যখন নেশা হয়ে গেল।

      অ্যাডপ্ট...হুম, দেখি।

      Delete
  6. 13 nombor-e bheeshon rakomer ek mat!

    ReplyDelete
  7. #7 chara aar kichu mil-lo na je :(

    as far as #14 is concerned aami nijei ekta shaa~shalo dekhe baap khunjchi atoeb!

    #2 niye kichu bolchi na, karon sunil babu ke niye bishesh kichu bolte chai na....nehat "shei samay" likhe felechen na holey anek kichu bola jeto :)

    tobe post ta porte khub bhalo laglo!!!

    ReplyDelete
    Replies
    1. থ্যাঙ্ক ইউ শম্পা। সুনীল নিয়ে আমিও আগে কিছু বলতাম না, যত বুড়ো হচ্ছি লোকটাকে তত ভালো লাগছে।

      Delete

Post a Comment