'কথা'র কথা
কথা তো বলার জন্যেই
ব্লগটা দেখেছেন নিশ্চয় আপনারা সবাই? ওটা সুনন্দ আর সংহিতা আর ওদের আর ক’জন বন্ধু মিলে চালায়। নিজেরা লেখে, অন্যদের দিয়ে
লেখায়, সে লেখায় কমেন্ট করে, অন্যদের চোখা চোখা কমেন্টের খোঁচা সামলায়।
সবাই মিলে একসাথে।
একে অপরকে খুন না করে ফেলে।
আমি পারতাম না।
আমার CV তে গাদাগাদা মিথ্যে কথা লিখে রেখেছি আমি কিন্তু ‘টিমওয়ার্কার’ কথাটা এমনকি আমার মতো মিথ্যুকের হাত দিয়েও বেরোয়নি। টিমওয়ার্কের নাম শুনলেই
আমার কম্প দিয়ে জ্বর আসে। আমার এবং টিমে আমার সাথে যাঁদের কাজ করতে হয়, তাঁদেরও।
যাই হোক, আজকে আমার
একখানা লেখা বেরোচ্ছে ‘কথা’য়। লেখাটা আপনারা অনেকে আগেও পড়েছেন, ‘মিসেস ব্যানার্জি’।
যারা পড়েছেন, যারা পড়েননি, তাঁদের সবার কাছে আমার অনুরোধ, 'কথা'য় উঁকি মেরে
আরেকবার লেখাটা দেখে আসবেন। কেমন দেখাচ্ছে সেটাও যদি একটু বলে আসেন তাহলে তো কথাই
নেই। আমার খুব ভালো লাগবে।
Khub khub bhalo lagchhe dekhte - manansoi chhobir sange. Apnake, jaake hindi cinemar bhashay bole, "Bahut bahut bhadhai ho!"
ReplyDeleteথ্যাঙ্ক ইউ সুগত।
Deleteদেখতে ভাল লেগেছে? ধন্যযোগ! ধন্যযোগ! :D
Delete@কুন্তলা: ছবিগুলো খারাপ লাগেনি তো?
Amaro chhobita khub bhalo legeche. Khubi appropriate, ar ei bhadromohila ke amar boroi bhalo lage tai aro sundor lagche total byapar ta :)
Delete(Lekha ta age porechilam :D)
সুনন্দ দেখছই তো সবাই কী বলছে। ছবিটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট এবং সুন্দর হয়েছে। সম্পাদককে অজস্র ধন্যবাদ।
Deleteসুগত, রিয়া...মতামতের জন্য থ্যাঙ্ক ইউ।
tomar one of the best...ar chhobi gulor songe aroi bhalo lagche..
ReplyDeleteথ্যাঙ্ক ইউ স্বাগতা। খুব ভালো লাগল শুনে।
Delete