জানোয়ার বলে কি মানুষ না?


আপনারা যদি ভেবে থাকেন যে কানা ছেলের নাম পদ্মলোচন আর মোটা মেয়ের নাম তন্বী কেবল মানুষের সংসারেই হয়, ভুল ভেবেছেন। মানুষ কেবল নিজের ছেলেমেয়ের নাম রাখতেই গোলমাল পাকায় না, মানুষই দিব্যি সোজা জায়গার নাম উল্টোডাঙা রাখে এবং জন্তুজানোয়ারদেরও ছেড়ে কথা বলে না। প্রমাণ চান? এই দেখুন। 


Comments

  1. "Only thinks of you as a friend" :D:D

    ReplyDelete
    Replies
    1. সুনন্দ আমার ওটাও খুব ভালো লেগেছে, "...Also, snakes are typically self-governing."

      Delete
    2. :D
      আপনি তো এখন দু'হাতে মাথা কাটছেন, থুড়ি, পোস্ট দিচ্ছেন... আপকা ইয়ে পারফরমেন্স কা রাz কেয়া হ্যায়?

      Delete
    3. জীবন থেকে বাকি সমস্ত কাজের কাজকে বিসর্জন দেওয়া। যদিও অচিরেই না খেয়ে মরতে হওয়ার একটা পরিস্থিতির উদ্ভাবন হতে পারে। কিন্তু "সাহিত্য" করার জন্য সব কিছু ছাড়তে রাজি আছি।

      Delete
    4. সেলাম নেবেন... মোটা শরীরে বেশি ঝোঁকা সম্ভব হচ্ছে না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, আমরা জনা ছয়েক অপোগণ্ড মিলে যা করতে পারছি না, সেটা আপনি একা কয়েকগুণ ভাল করে দেখাচ্ছেন- তা পোস্টের বৈচিত্রেই হোক বা উৎকর্ষে...
      সত্যি সত্যি প্রশংসা করেছি, গ্যাস দিই নি... তাই মোটেই বিনয় করবেন না বলে দিলাম...

      Delete
    5. বিনয় যখন বারণ হয়ে গেল তখন ক্যাবলার মতো দাঁড়িয়ে হে হে করে ঘাড় চুলকানো ছাড়া তো কোনো উপায় নেই সুনন্দ। কিন্তু তুমি আমাকে প্রশংসা করতে গিয়ে নিজেদের অপোগণ্ড বলেছ, সেটাও বাড়াবাড়ির চূড়ান্ত হয়েছে।

      বাই দ্য ওয়ে অবান্তরের ভালোর খানিকটা তো তোমারও কৃতিত্ব, তুমি যে আমাকে বিনামূল্যে কোড পাঠাও, সে বেলা?

      Delete
  2. Eta bhalo jogaR korechhen. Mountain goat bolte mone poRlo - apni eta dekhechhen ki? http://www.snopes.com/photos/animals/buffalobill.asp

    ReplyDelete
    Replies
    1. উফফ্‌ ! এই ibex দের নিয়ে Plant Earth এর একটা এপিসোডে গায়ে কাঁটা দেওয়া একটা chase sequence আছে... ঘ্যাম! এই ছবিটাও...

      Delete
    2. অ্যাঁ!!! ছাগল না দেবতা?

      Delete
    3. উঁহু, বলুন ছাগল না টিকটিকি?

      Delete
    4. হাহা ট্রু।

      Delete

Post a Comment