ম্যাকে কী করে বাংলা হরফ পড়া যায়
যদি কেউ বলে দেন তাহলে সারাজীবন তাঁর কেনা হয়ে থাকব।
এটা কি হতে পারে?
সারা বিশ্ব নিজেদের ভাষায় ইন্টারনেটে পড়ছে লিখছে সাহিত্য করছে, আর ম্যাক নাকে তেল
দিয়ে ঘুমোচ্ছে? বলছে ওসব অসংস্কৃত ভাষায় আদিম মানুষেরা যা খুশি করুকগে আমাদের কী?
আমাদের ভাষা রাজভাষা। কারো যদি সভ্য হতে ইচ্ছে করে তাহলে আমাদের ভাষা শিখে নেওয়ার
দায়িত্ব তার। আমাদের নয়?
উৎস
অবান্তর বাংলা হরফে
লেখা শুরু করার পর থেকে আমার চোখের পাওয়ার সামান্য কমেছে এবং পেজভিউস বেড়েছে।
কাজেই আমি আর ইংরিজিতে ফেরত যাচ্ছি না। কিন্তু মুশকিল হচ্ছে আমার ম্যাকবুকধারী
বন্ধুরাও কিছুতেই উইন্ডোস-এ ফিরতে রাজি নন। তাঁরা ম্যাকেই অবান্তর পড়তে চান। সুস্থ
ভাবে। এই আ-কার ই-কার খুলে নেওয়া ভয়াল চেহারায় নয়।
শুরুতে আমি তাঁদের
অভয় দিয়ে বলেছিলাম, কুছ পরোয়া নেই। আমি তোমাদের জন্য আরেকটা অবান্তর লিখব’খন
ইংরিজিতে। সেটা পোড়ো। সেই উচ্চাশার মূলে কোপ পড়েছে বেশ কিছুদিন হল। সময়ের অভাব নেই,
অভাব মোটিভেশনের, নিষ্ঠার, ইচ্ছের।
আপনাদের কাছে তাই
আমার মিনতি, আমার এই আলস্যকে প্রশ্রয় দিন। এ গেরো থেকে মুক্তির পথ দেখান। দেখালে আমার কৃতজ্ঞতা পাবেন। সারাজীবন, বিনামূল্যে। প্রতিশ্রুতি রইল।
জানতে পারলে আমাদের জানাতেও ভুলবেন না, এখানেও একই সমস্যা...
ReplyDeleteএটা কি কাজ করেনি?
Deletehttp://ekushey.org/?page/osx_font_install_help
এটা দেখ্, অনেকের সমস্যার সমাধান হয়েছে। আবার অনেকের হয়ওনি। কিছু জানতে পারলে জানাস্, আমারও অনেককে জানানোর আছে।
ReplyDeletehttp://ovshake.blogspot.in/p/blog-page.html
OK. দেখছি।
DeleteHahahahaha!!! Ami kintu bhishon hashchi... :) Arekta point pelam Apple-bashing er :)
ReplyDeleteপয়েন্ট লাগে নাকি? আমি তো এমনি এমনিই করি।
Deleteeither
ReplyDeletea. tumi bangla onkur (program ta internet theke download kora jay) use kore bangla lekha ta automatically bangla in engrezi haraf korte paro.
or
b. tomar mac pathak ta bangla font for mac gocher kichu program download kore dekhte paren. khub bhalo pora jayna na...japhola, hasyanta ektu anyarokom lage.
likhan or likhon (by deepayan sarkar) ba soleiman lipi (by some suleiman i guess!!) egulo free download aar motamuti bhalo.
ওকে শম্পা। দেখছি।
DeleteNah, katha ta to theek bollen na. Ami to amar ginni-r Mac thekei eta porlam
ReplyDeleteএই রে।
Deleteamar mac-e eta load kora achhey. dibyi poRte pari.
ReplyDeletehttp://ekushey.org/?page/mac_download
ওহ।
Deleteperechi!!
ReplyDeleteগুড। তাহলে তো হয়েই গেল।
Deleteআমার ম্যাক নেই, কিন্তু আইফোন থেকে দিব্যি পড়তে পারি| এমনকি বাংলা লিখতেও পারি|
ReplyDeleteহ্যাঁ সুগত, এই ব্যাপারটায় আপেলকে দোষ দেওয়া যাচ্ছে না আর দেখছি। জঘন্য, একটা চান্স মিস হয়ে গেল।
Delete