কুইজঃ বিষয় চলচ্চিত্র
এই দেখুন, দেখতে দেখতে আবার একটা কুইজের
সময় হয়ে গেল। নিচের ছবিগুলোর দিকে তাকালে আপনাদের একএকটি সিনেমার কথা মনে পড়বে। অন্তত পড়া
উচিত। আপনাদের বলতে হবে সিনেমাগুলো কী কী। সবই হলিউডি সিনেমা, এবং বেশ নামজাদা সিনেমা। খেলা চলবে সাড়ে চব্বিশ ঘণ্টা ধরে, অর্থাৎ কিনা
দেশে মঙ্গলবার সকাল দশটা আর ইস্ট কোস্টে সোমবার রাত সাড়ে এগারোটা পর্যন্ত। ততক্ষণের জন্য এই আমি কমেন্টের দরজায় পাহারায়
বসলাম।
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.
*****
খেলা শেষ। খেলোয়াড়দের সবাইকে আমার অনেক ধন্যবাদ আর অভিনন্দন। এই রইল উত্তর।
১. চ্যারিয়টস অফ ফায়ার
২. রবিন হুড
3. রকি
৪. আয়রনম্যান
৫. এল এ কনফিডেনশিয়াল
৬. বোরাট
৭. ট্রেনস্পটিং
৮. 3:10 টু ইউমা
৯. ক্রেমার ভার্সাস ক্রেমার
১০. মিসিসিপি বার্নিং
1. Chariots of Fire
ReplyDelete2. Robinhood
3. Rocky
4. Ironman
5. LA Confidential
6. Borat
7. Trainspotting
8. 3:10 to Yuma
9. Cramer vs. Cramer
10. Mississippi Burning
দশে একশো! দারুণ খেলেছ সোমনাথ। অভিনন্দন।
Delete1. Chariots of Fire
ReplyDelete2. Robin Hood
3. Rocky
4. Iron Man
5. L.A. Confidential
6. Borat
7. Trainspotting
8. Ocean's Twelve
9. :-(
10. Mississippi Burning
এই জন্য বলি সাইনফিল্ড দেখুন। ক্রেমারটা পেরে যেতেন। তবে এটা বাদ দিলে খুব ভালো খেলেছেন। অভিনন্দন, সুগত।
Delete1. Chariots of Fire
ReplyDelete2. Robin Hood
3. Rocky
4. Iron Man
5. LA Confidential
6. Borat
7. Trainspotting
8. 3:10 to Yuma (excellent thinking, etai ekmatro jeta niye bhabte hoyechhilo!)
9. Kramer vs Kramer
10. Mississippi Burning
কী আর বলব বল সখি? অভিনন্দন, অভিনন্দন।
Deleteota shawkha hobey na?
Deleteওহ, আমি মূল গানের প্রতি লয়্যালটি দেখিয়ে সখি-ই লিখলাম আরকি।
Deletebeshirbhag i andaj e marchhi -
ReplyDelete1. chariots of fire
2. Silence of the lambs
3. The Stone Key
4. Iron Man
5. Secret City
6. The Magic Bow
8. 3.10 to Yuma
9. kramer vs kramer
10. Mississippi Burning
বাব্বাঃ, তোমার আন্দাজ তো দিব্যি দেখছি সোহিনী। খুব ভালো খেলেছ। কনগ্র্যাচুলেশনস।
Deleteishhh robinhood ta para uchit chhilo... khub sundor clue diyechhile...
Deleteআরে ও রকম হয়, দুঃখ কোরো না সোহিনী।
Deletejegulo parchi age segulo likhi--
ReplyDelete2 Robin Hood
3 Rocky
4 Iron Man
5 L A Confidential
6 Borat
7 Trainspotting
10 In the Line of Fire
অনেকগুলোই পেরেছিস তো। ভেরি গুড।
Deleteআপনার ব্লগ কিছুদিন হল পড়া শুরু করেছি। বলা বাহুল্য চমৎকার লাগছে। আজ কুইজটা দিয়ে প্রথম কমেন্ট করে ফেললাম। জানিনা কটা ঠিক হবে!
ReplyDelete1. Chariots of Fire
2. Robin Hood
3. Rocky (?)
4. Iron Man
5. L.A. Confidential
6. Borat
7. Trainspotting
8. ? (Arizona ???)
9. Kramer vs. Kramer
10. Mississippi Burning
পিয়াস, প্রথম কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। অবান্তর ভালো লাগছে জেনে হাঁফ ছাড়ছি। আর খেলেছেনও ভারি ভালো। অভিনন্দন।
Deleteইস! ছোট করে লেখা Tucson-টা চোখে পড়ল আর অত্ত বড় Yuma-টা নজর এড়িয়ে গেল ... :-(
Deleteনেক্সট বার পিয়াস।
Delete1. chariots of fire
ReplyDelete3. rocky
4. iron man
5. how the west was won
9. Kramer vs kramer
10, eta bangladeshi cinema hole boltam "nodir zol shukaiyya zay"
আমার তো বাঙাল নামটাই বেশি পছন্দ হচ্ছে গো শম্পা। খেলার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Delete1. chariots of fire
ReplyDelete2. robin hood
3. rocky(?)
4. Iron man
5. LA confidential
6. borat
7. trainspotting
8. 3:10 to yuma
9. kramer vs kramer
10. mississippi burning
আরিব্বাস। তুমিও দেখছি দশে একশো পরমা। কনগ্র্যাচুলেশনস। খুব খুব ভালো খেলেছ।
Delete