সাপ্তাহিকী
Is anyone anywhere happy?
----Sylvia Plath
বডি আর্ট।
এর মধ্যে আপনার কিউপিড কোনটা? আমার হল ওই যে হিপস্টার লেখা আছে, সেইটা।
জীবনের ছবি।
রাতভর যমযন্ত্রণা।
পৃথিবীর সবথেকে সুন্দর লেক।
একজন এক বছর বয়স্ক লোকের সঙ্গে একটি সাক্ষাৎকার।
জেনে রাখা ভালো।
আমার একটা খুব প্রিয় গান। আপনাদেরও প্রিয় কি?
সোমবার আবার দেখা হবে। টা টা বাই বাই, আবার যেন দেখা পাই।
এর মধ্যে আপনার কিউপিড কোনটা? আমার হল ওই যে হিপস্টার লেখা আছে, সেইটা।
জীবনের ছবি।
রাতভর যমযন্ত্রণা।
পৃথিবীর সবথেকে সুন্দর লেক।
একজন এক বছর বয়স্ক লোকের সঙ্গে একটি সাক্ষাৎকার।
জেনে রাখা ভালো।
আমার একটা খুব প্রিয় গান। আপনাদেরও প্রিয় কি?
সোমবার আবার দেখা হবে। টা টা বাই বাই, আবার যেন দেখা পাই।
জীবনের ছবি sobtheke bhalo..tar modhher ganta ro bhalo..
ReplyDeleteভালো লেগেছে? গুড।
Deleteraatbhor jomjontrona ta darun..e bhodrolok to tao mote Berlin odbhi..amar oi 16 hr flight ta to noroker cheyeo osohyo lage..
ReplyDeleteak bochorer bhodrolok tir moto gyani r rosik manush ami r dekhini :)
আমিও দেখিনি স্বাগতা।
Deleteki ashchorjo! ei matro ei gaan ta geye meyeke ghum paralam. din-e antoto ekbaar shonatei hoy :)
ReplyDeleteতোমার কন্যা রসিক মানুষ মনে হচ্ছে সোমনাথ? এই বয়সেই ভালো জিনিস চিনতে শিখেছে।
Deleteamaro hipster
ReplyDeleteহাই ফাইভ তিন্নি।
Deleteজীবনের ছবি আর সাক্ষাৎকার, দু'টোই অসাধারণ। আর প্রথমটা যে বিজ্ঞাপন হতে পারে, ভাবতেই পারিনি...
ReplyDeleteভালো লাগলেই ভালো সুনন্দ।
Delete