শহুরে কুইজ




সিনেমাগ্রাফঃ Jamie Beck

শোনো বন্ধু শোনো...প্রাণহীন এই শহরের ইতিকথা...

ইতিকথা আমি বলব, শহরের নাম আপনারা বলবেন। রাজি?

লেগে পড়ুন। আপনার হাতে সময় আছে মোটে একটা গোটা দিন। এই এখন থেকে শুরু করে কলকাতায় বৃহস্পতিবার দুপুর দেড়টা, আর ক্লিভল্যান্ডে বুধবার রাত তিনটে পর্যন্ত। কমেন্টস্‌ ততক্ষণের জন্য আমি পাহারা দেব।

অল দ্য বেস্ট।

*****

১. একটি নদী, একটি সবুজ পার্ক, আগুন হাতে একটি সবুজ নারী, পাহারারত দুটি সিংহ—যাদের একটির নাম ধৈর্য, অন্যটির তিতিক্ষা, পাঁচটি বরো, কিং কং।

২. ২০,০০০,০০০ লোক। প্রায় ততগুলোই সাইকেল। এককালে এই শহরের নাম ছিল দাদু। সত্যি বলছি। সিনেমার নামও বলতে হবে? ওকে। বিদায়, পরিচিতা।  

৩. গনগনে আগুন, প্যানপেনে বেহালা।

৪. আকাশভরা মেঘ, মিনারভরা ডানাছাঁটা দাঁড়কাক, কালো ভালুকের চামড়ার টুপি পরা প্রহরী, খুনে নাপিত।

৫. বিপ্লবের জন্মভূমি, দশহাজার ডুবো গাছের গুঁড়ির ওপর দাঁড়িয়ে থাকা সৌধ, ইতিহাসের দীর্ঘতম অবরোধের সাক্ষী, গভীর রাতের গোধূলি, ক্যাথরিন।

৬. আইনস্টাইনের কোলে বসে ছবি তোলার শখ হয়েছে? তাহলে এই শহরে আসা ছাড়া গতি নেই।

*****

সময় শেষ। এই রইল কুইজের উত্তর। সকল অংশগ্রহণকারীকে আমার অনেক ধন্যবাদ ও অভিনন্দন।

১. নিউ ইয়র্ক সিটি
২. বেজিং
৩. রোম
৪. লন্ডন
৫. সেন্ট পিটার্সবার্গ। এটা অনেকেই ভুল করেছেন। তবে যাঁরা মস্কো লিখেছেন, তাঁরা এতই কাছাকাছি গেছেন যে সেটাকে আর ভুল বলে না ভাবলেও চলবে।
৬. ওয়াশিংটন ডি সি
   

Comments

  1. 1. New York
    2. Beijing
    3. Mumbai [???]
    4. London
    5. Paris
    6. New Jersey /Princeton [???]

    ReplyDelete
    Replies
    1. আমি কমপ্লিটলি বুঝতে পেরেছি তুমি রোমকে বম্বে বলে কেন ভুল করেছ। আগুনকে টেররিজম আর বেহালাকে বলিউডের সঙ্গে অ্যাসোসিয়েট করেছ তো?

      বেশিরভাগই ঠিক উত্তর হয়েছে, কাজেই কনগ্র্যাচুলেশনস।

      Delete
    2. ha ha ha ha... pyanpyane behala bollei sobar aage mohabbatein te shahrukh khan ke mone pore [shahrukh fan hole khoma koro]

      Delete
    3. jakge, clue gulo ektu xplain kore debe ebare? sply. rome ta.. sob gulo korlei bhalo hoy.. karon ami ekta duto clue theke andaj korechhi, sobkota janar ichha holo..

      Delete
    4. রোম যখন দাউদাউ করে জ্বলছিল, তখন সম্রাট নিরো বসে বসে বেহালা বাজাচ্ছিলেন, মনে আছে গল্পটা? ক্লু টা সেই গল্প ভেবে দিয়েছিলাম।

      তুমি যেগুলো পেরেছ, সেগুলো আর এক্সপ্লেন করছি না। চার আর ছয়টা এক্সপ্লেন করার কিছু নেই, উইকি করলেই দেখতে পাবে।

      Delete
  2. ১ নিউ ইয়র্ক সিটি
    ২ বেজিং (আন্দাজে মারলাম)
    ৩ রোম
    ৪ লন্ডন
    ৫ মস্কো (আন্দাজে মারলাম)
    ৬ ওয়াশিংটন ডিসি

    ReplyDelete
    Replies
    1. একটা আন্দাজ ঠিক, একটা আন্দাজ কান ঘেঁষে ভুল। অভিনন্দন দেবাশিস।

      Delete
  3. khub bhoi bhoi uttor rekhe gelam

    1.New York
    2.Beijing
    3.Rome
    4.London
    5.?
    6.Washington (?)

    ReplyDelete
    Replies
    1. যে কটা উত্তর লিখেছেন, সবই তো ঠিক। স্ত্রাইক রেট হান্ড্রেড পার্সেন্ট। আবার ভয় কীসের ইচ্ছাডানা? অসংখ্য অভিনন্দন।

      Delete
  4. 1. New york. Kintu oi nari ti as much NJ'r as NYC

    2. Beijing

    3. Rome

    4. London

    5. Alexandria ?

    6. Washington DC ? Einstein er kol mane statue'r kol ?

    ReplyDelete
    Replies
    1. খুব ভালো খেলেছেন বং মম। নিউ জার্সির প্রতি আপনার লয়্যালটি দেখে আমি মুগ্ধ। কনগ্র্যাচুলেশন্স।

      Delete
  5. 1. new york
    2. beijing (google kore :P)
    3. google koraar jonne enough keyworks nei :(
    4. london
    5. moscow
    6. washington dc (google kore)

    eta mojaar quiz hoeche :)

    ReplyDelete
    Replies
    1. তোমার উত্তরটাও মজার পরমা। খেলার জন্য অনেক ধন্যবাদ আর অভিনন্দন। বেশিরভাগই পেরেছ।

      Delete
  6. 1. New York
    4. London. "khune napit" ke? "minar bhora danachhata daarkaak" bostu tai ba ki?
    5. Paris

    ReplyDelete
    Replies
    1. খুনে নাপিত হল গিয়ে সুইনি টড। আর লোকে বলে লন্ডনের একটা মিনারে নাকি অনেক দাঁড়কাক ছিল। লোকে বিশ্বাস করত যে সে কাকগুলো উড়ে গেলে শহরটাও ধ্বংস হয়ে যাবে, তাই সবাই মিলে ধরে ধরে কাকগুলোর ডানা ছেঁটে দিয়েছিল। সত্যি না মিথ্যে জানি না।

      Delete
    2. Ei danakata kaak-er galpo ta shotti..Tower of London-e ei 'captive ravens' rakha hoy..aami jakhon gechhilam takhon dekhechhilam aar galpo ta shunechhilam..oder ekta superstition aachhe je jadi Tower of Londoner Ravens chole jaaye tahole 'the Crown will fall and so will Britain'..Charles the 2nd er theke ei superstitioner shuru

      Delete
    3. কী সাংঘাতিক। ভাগ্যিস তখন পেটা ছিল না।

      Delete
    4. ei galpota kdin agei sunechhi tai ei sahorta ke prai oi dnarkak diei chine phelechhi.

      Delete
    5. aree daana chhatle ki hobe..ki je rajar haal-e thaake oi 6/7ta paakhi ki bolbo...tnaader jonyo roj taatka phol aar taatke maangsho aashe..aar cheese khete bhalobaashe bole tai-o...taar opor vitamin suplements ittadi to aachhei..PETA aar ki bolbe!!

      Delete
    6. কী জানি বাবা, আমার তো এগুলো স্রেফ জুতো মেরে গরু দান (না কি কথাটা গরু মেরে জুতো দান? আমার কক্ষনও মনে থাকে না) মনে হচ্ছে।

      Delete
    7. =D Shey to aboshhoi..kintu PETA aar ki ki niye lorbe...eto deshe ei daarkaak-ke importance daye kyano ke jaane...

      Delete
    8. ei dyakho ! gene speaks ! riya o 5. ta ke Paris bhebechhe ! ki kando !

      Delete
    9. হুঁ হুঁ বাবা, জিন বলে কথা...

      Delete
  7. ১ নিউইয়র্ক
    ২ বেইজিং? (জনসংখ্যা থেকে আন্দাজ করলাম, আর 'দাদু' গোছের নাম চীনেরাই রাখতে পারে) কি জানি বাবা, সাংহাই বা অ্যামস্টর্ডমও হতে পারে। বা এমনকি মেক্সিকো সিটি।
    ৩ রোম
    ৪ লন্ডন (হিন্টগুলো অসাধারণ, তবে যেকোনো একটা থেকেই পারা সম্ভব)
    ৫ সেন্ট পিটার্সবার্গ
    ৬ ওয়শিংটন ডি সি

    ReplyDelete
    Replies
    1. বেজিং-ই বটে। আবারও একশোয় একশো। অভিনন্দন। তোমার পরের কমেন্টটা ভুলে ডিলিট করে দিয়েছি, সরি। যদিও তাতে ক্ষতিবৃদ্ধি কিছু হয়নি।

      Delete
  8. 1)New York
    2)Beijing
    3)Rome
    4)London
    5)St. Petersburg? (kono ekta Russian sahor)
    6)Washington DC

    ReplyDelete
    Replies
    1. সেন্ট পিটার্সবার্গ পেরেছেন! অভিনন্দন এস জি। খুব ভালো খেলেছেন।

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  9. দেখি আজ কটা ঠিক হয় ...

    1. New York
    2. Beijing
    3. Rome
    4. London
    5. Moscow
    6. Washington D.C.

    ReplyDelete
    Replies
    1. মস্কোটা কান ঘেঁষে গেল, বাকি সব ঠিক। ফাটাফাটি পারফরম্যান্স পিয়াস। অভিনন্দন।

      Delete
    2. আচ্ছা এই 'দশহাজার ডুবো গাছের গুঁড়ির ওপর দাঁড়িয়ে থাকা সৌধ'টার ব্যাপারে একটু বলুন না ... ওই প্রশ্নটাতেই শুধু সবকটা ক্লু কাজে লাগাতে পারিনি ...

      Delete
    3. পিয়াস, সেন্ট পিটার্সবার্গের সেন্ট আইজ্যাক ক্যাথিড্রাল, যেটা কিনা বিশ্বের অন্যতম বড় সৌধ, সেটা নেভা নদীর ধারের জলাভূমিতে দশহাজার গাছের গুঁড়ি পুঁতে তার ওপর বানানো হয়েছিল।

      Delete
  10. New York
    Beijing
    Rome
    London
    St Petersburg ba Leningrad
    Washington DC

    ReplyDelete
    Replies
    1. করেছ কী শম্পা। আবার ঐতিহাসিক নামটাও লিখে দিয়েছ দেখছি। হাততালি হাততালি।

      Delete
    2. clue gulo byapar ta ke khub sohoj kore diyechilo. beijing baad diley baki shob kota shohor amar ghora :)

      Delete
    3. তুমি তো মন্দার বোসের ছোটবোন মনে হচ্ছে শম্পা।

      Delete
    4. tao tow sonow makhi na...arthat africa'r nekhre
      dekhi ni :)) tobe st petersburg daroon shundor, shei byapar niye kono katha hobe na!!!!

      Delete
    5. হাহাহা শম্পা, আমি এই সব ক্ষেত্রে বলি, "টাও টো টুলে টেল ডিইনি'"... আরে আফ্রিকা, অ্যান্টার্কটিকা সব দেখবে, টাইম তো আছে অনেক।

      Delete
  11. NYC, Beijing, Rome, bhobishyot Kolkata, Venice, Washington DC.

    ReplyDelete
    Replies
    1. ভবিষ্যৎ কলকাতা পড়ে খুব হাসলাম। ভেনিসটা একটু ভুল হয়ে গেল, কিন্তু নো প্রবলেম। বাকি সব ঠিক। কনগ্র্যাচুলেশনস সোমনাথ।

      Delete
  12. ish, eta anekgulo partam..St Petersberg r Beijing ta partam na bole porikkhay boslam na :(

    ReplyDelete
    Replies
    1. এ রকম করলে চলবে স্বাগতা? কত কঠিং কঠিং পরীক্ষা দিয়ে পাশ করে গেলে, আর এই ছাতার মাথা কুইজে ভয় পেলে হবে, বল?

      Delete
  13. Er anekgulo partam, kintu aami gato koyek din apnar blog ei aste parini. Jaghonyo! Jaai hok, duyekta kotha boli, danachhanta daanRkaaker galpota sotyi, ogulo amar ma baba dekhe ese amay galpo korechhilo chhotobelay. Ar iye, NYC te kintu nodi duto. :-)

    ReplyDelete
    Replies
    1. এই মেরেছে, দ্বিতীয়টা কোনটা?

      Delete
    2. Ekta Hudson, arekta East River. Ekta Manhattan er poshchim diye jaay, arekta bolai bahulyo, puub dik diye.

      Delete

Post a Comment