Dis or Dat




অজর না অমরঃ অজর

কিনলে না বিসলেরিঃ বিসলেরি

দুরন্ত না রাজধানীঃ রাজধানী

টাইগার না পার্লে জিঃ পার্লে জি

পিং না ফোন কলঃ ফোন কল

পাখির খাঁচা না অ্যাকোয়ারিয়ামঃ হুম্‌ম্‌, অ্যাকোয়ারিয়াম

আত্মবিশ্বাসী+অ্যারোগ্যান্ট না ভীতু+ভদ্রঃ ভীতু+ভদ্র

বোকা বন্ধু না বুদ্ধিমান শত্রুঃ বুদ্ধিমান শত্রু

সাইক্লিং না সাঁতারঃ সাইক্লিং

সালসা না গুয়াকামোলেঃ সালসা

পাণ্ডা না পেঙ্গুইনঃ কুং ফু পাণ্ডা!

স্নেক না সলিটেয়ারঃ স্নেক

হট না রিচঃ রিচ

রিচ না ফেমাসঃ ফেমাস

ঝলমলে রিসর্ট না ছমছমে ডাকবাংলোঃ ছমছমে ডাকবাংলো

ফিক্সড ডিপোজিট না মিউচুয়্যাল ফান্ডঃ ফিক্সড ডিপোজিট। এস বি আই-এ হলেই সবথেকে ভালো।

রিওয়াইন্ড না পজঃ পজ

না-ভেবে-বলা না না-বলে-ভাবাঃ না-বলে-ভাবা

ভালোবাসার-কাজে-অন্যদের-থেকে-খারাপ-হওয়া না খারাপলাগার-কাজে-অন্যদের-থেকে-ভালো-হওয়াঃ খারাপলাগার-কাজে-অন্যদের-থেকে-ভালো-হওয়া

ডিপ্রেশন না ডায়েরিয়াঃ ডায়েরিয়া

গেঁটেবাত না অ্যালজাইমারঃ গেঁটেবাত

মহাকাশচারী না ভূ-পর্যটকঃ ভূ-পর্যটক

আইটেম সং না ভক্তিগীতিঃ ভক্তিগীতি

রোম না প্যারিসঃ রোম

পিয়ার্স ব্রসন্যান না ড্যানিয়েল ক্রেগঃ পিয়ার্স ব্রসন্যান

বার্ধক্য না বয়ঃসন্ধিঃ বার্ধক্য

কোক না ক্যাপুচিনোঃ কোক। জিরো হলে বেস্ট, না হলে ডায়েটেই কাজ চালিয়ে নেব।

ক্যাশ না ক্রেডিটঃ ক্যাশ

পাগল না মাতালঃ পাগল

প্লাস না মাইনাসঃ মাইনাস

Comments

  1. jegulo meleni :
    1.Cycling korte parina tai snatar
    2.Duronto r khabar er recentely ami fan hoechhi.. otoeb..
    3. bardhokko keno pochhondo go? ami hotash..tao sweet sixteen chere !
    Jegulo te hi-5:
    1. bhu-porjotok
    2.kharap lagar kaje onyoder theke bhalo howa
    3. phone call
    4. Aquarium

    ReplyDelete
    Replies
    1. ওরে বাবা, তার মানে তোমার বয়ঃসন্ধিটা ভালো কেটেছিল নির্ঘাত সোহিনী। আমি যে জীবনের ওই সময়টায় ঠিক কী পরিমাণ হাবলু ছিলাম সে যদি জানতে। ভাবতেও শিউরে উঠি। অত বোকামি করার থেকে দাঁতফোকলা বুড়ি হওয়া ঢের ঢের ভালো।

      Delete
  2. ar oboshyoi FD, ei mutual fund ke ami ektu bhoyer chokhei dekhi

    ReplyDelete
    Replies
    1. হায়েস্ট ফাইভ সোহিনী। অনেক রক্ত জল করে কামানো টাকা, ফাটকা খেলে ওড়াতে পারছি না। থ্যাংক ইউ ভেরি মাচ।

      Delete
  3. অজর না অমরঃ অজর
    কিনলে না বিসলেরিঃ দুটোই সমান খারাপ
    দুরন্ত না রাজধানীঃ রাজধানী(দুরন্ত এ আমি চড়িনি)
    টাইগার না পার্লে জিঃ এখানেও দুটোই সমান খারাপ
    পিং না ফোন কলঃ অবস্থা বিশেষে ভেবে দেখতে হবে
    পাখির খাঁচা না অ্যাকোয়ারিয়ামঃ অ্যাকোয়ারিয়াম (পাখি আটকে রাখা আমি পছন্দ করি না)
    আত্মবিশ্বাসী+অ্যারোগ্যান্ট না ভীতু+ভদ্রঃ আত্মবিশ্বাসী+অ্যারোগ্যান্ট (আত্মবিশ্বাসী ব্যাপারটাই বেশি দরকারি)
    বোকা বন্ধু না বুদ্ধিমান শত্রুঃ বোকা বন্ধু ,ভালো না করুক, খারাপ করবে না।
    সাইক্লিং না সাঁতারঃ সাইক্লিং
    সালসা না গুয়াকামোলেঃ গুয়াকামোলে
    পাণ্ডা না পেঙ্গুইনঃ প্যান্ডা (তবে পেংগুইন ও খুবই ভালো)
    স্নেক না সলিটেয়ারঃ সলিটেয়ার
    হট না রিচঃ রিচ
    রিচ না ফেমাসঃ ফেমাস
    ঝলমলে রিসর্ট না ছমছমে ডাকবাংলোঃ ছমছমে ডাকবাংলো (তবে একা একা হলে নয়)
    ফিক্সড ডিপোজিট না মিউচুয়্যাল ফান্ডঃ সব্বনাশ করেছে রে! এসবের মধ্যে আমি নেই।
    রিওয়াইন্ড না পজঃ ??? এটা কিরকম হলো?
    না-ভেবে-বলা না না-বলে-ভাবাঃ না-বলে-ভাবা। না ভেবে কথা বলা অতি মারাত্মক ব্যাপার।
    ভালোবাসার-কাজে-অন্যদের-থেকে-খারাপ-হওয়া না খারাপলাগার-কাজে-অন্যদের-থেকে-ভালো-হওয়াঃ খুবই চাপের প্রশ্ন এটা। এতেও বলব অবস্থা বিশেষে ভেবে দেখতে হবে।
    ডিপ্রেশন না ডায়েরিয়াঃ ডায়েরিয়া। যে কোনো শারীরিক অসুখ ই মানসিকের থেকে ভালো।
    গেঁটেবাত না অ্যালজাইমারঃ ইস!!! কি সাংঘাতিক!
    মহাকাশচারী না ভূ-পর্যটকঃ মহাকাশচারী
    আইটেম সং না ভক্তিগীতিঃ আইটেম সং। ভক্তিগীতি পছন্দ করার অবস্থা যেন আমার ইহজীবনে না আসে।
    রোম না প্যারিসঃ দুটোই।
    পিয়ার্স ব্রসন্যান না ড্যানিয়েল ক্রেগঃ পিয়ার্স ব্রসন্যান
    বার্ধক্য না বয়ঃসন্ধিঃ বয়ঃসন্ধি অবশ্যই।
    কোক না ক্যাপুচিনোঃ ক্যাপুচিনো।
    ক্যাশ না ক্রেডিটঃ একটা হলেই হলো।
    পাগল না মাতালঃ না বাবা মাতাল ভালো, ব্যাপারটা temporary.
    প্লাস না মাইনাসঃ কোথায়?চশমায়?

    ReplyDelete
    Replies
    1. ইস অনেকগুলো মেলেনি দেখছি রিয়া। আইটেম সং ভালো লাগে? সর্বনাশ।

      Delete
    2. Bhaktigeeti'r theke amar sob kichui better lage :)

      Delete
  4. boyosondhi ta bhalo hok kharap hok jana jinis, bardhokyo to ojana bipod, motei subidher noy. r matal howa pagol howar theke better mone hoy, tobe matal jokhon pagol hoye othe se boro bipojjonok hobe bole mone hochhe!

    ReplyDelete
    Replies
    1. পাগলের মাতাল হওয়াও খুব সাংঘাতিক অবশ্য।

      Delete
  5. আত্মবিশ্বাসী+অ্যারোগ্যান্ট : eta noi, tai etar proti prabol akarshan royeche
    সাঁতারঃ khub samanyo jenechi,kintu tao besh bhalo,arekta toh labodanka :-(
    রিওয়াইন্ড :"be kind rewind " filmta dekhechish???darun majar
    ভালোবাসার-কাজে-অন্যদের-থেকে-খারাপ-হওয়া : jeta amar pachander kaj noi seta ami kichutei korina,anyader theke egolam kina seta baro prashna noi
    বয়ঃসন্ধি er theke interesting phase kichu ache naki ?ami o bokar haddo chilam,tabu buro haoar thke bhaloi mone hoy
    পাগল না মাতালঃ duto thekei shato hashto dure

    ReplyDelete
    Replies
    1. যদিও তোর ভালো লাগে, তবু আমি আশীর্বাদ করছি অ্যারোগ্যান্ট হওয়ার দুর্মতি যেন এ জীবনে তোর না হয়। আর সবারই বয়ঃসন্ধি ভালো লাগে এটা আমার কাছে একটা চমকপ্রদ ব্যাপার। আমি ভেবেছিলাম সবাই ওই পয়েন্টটাতে ঝাঁপিয়ে পড়ে আমার সঙ্গে একমত হবে।

      Delete
  6. jegulo millo na
    পাখির খাঁচা না অ্যাকোয়ারিয়ামঃ - dutotei NO , NO
    সাইক্লিং না সাঁতারঃ - সাঁতার
    পাণ্ডা না পেঙ্গুইনঃ - penguin
    ঝলমলে রিসর্ট না ছমছমে ডাকবাংলোঃ - oi chhomchom e byaparta baad die ডাকবাংলো
    রিওয়াইন্ড না পজঃ - রিওয়াইন্ড
    কোক না ক্যাপুচিনোঃ - ক্যাপুচিনো
    পাগল না মাতালঃ - dutoi sanghatik

    ar je milgulo khub bhalo laglo ta holo FD ar Bhu-parjotok

    ReplyDelete
    Replies
    1. ফিক্সড ডিপোজিট হাই ফাইভ ইচ্ছাডানা। পাখির খাঁচা না অ্যাকোয়ারিয়ামে আপনি আমার মনের কথাটা বলেছেন, বাই দ্য ওয়ে।

      Delete
    2. পাখির খাঁচা না অ্যাকোয়ারিয়ামে mot milechhe dekhe khub khusi ami. :-)

      Delete
  7. পিং না ফোন কলঃ ফোন পিং
    সাইক্লিং না সাঁতারঃ সাঁতার
    সালসা না গুয়াকামোলেঃ গুয়াকামোলে
    হট না রিচঃ এটা কীসের কথা বলছিস্‌? মানুষ?
    রিওয়াইন্ড না পজঃ রিওয়াইণ্ড
    রোম না প্যারিসঃ প্যারিস
    কোক না ক্যাপুচিনোঃ ক্যাপুচিনো। এস্প্রেসো আরো ভাল।
    পাগল না মাতালঃ দুইই। তারাপদ রায় জিন্দাবাদ।

    ReplyDelete
    Replies
    1. মানুষ।

      দুঃখের বিষয় হল বাস্তবের পাগল এবং মাতালেরা কেউই তারাপদ রায়ের পাগল এবং মাতালদের মতো সুইট অ্যান্ড কিউট হয় না। হলে আমারও কোনওটাতেই আপত্তি ছিল না।

      Delete
  8. রিওয়াইন্ড না পজঃ Rewind and then Pause..

    ReplyDelete
    Replies
    1. বুঝেছি। আপনাকে নস্ট্যালজিয়াটাইটিসে ধরেছে।

      Delete
    2. hahaha..:D eta bhalo chilo..
      na ekbar bhabun erom kichu jontro pati thakle besh hoto kina...nijer ichhe moto ekta somay e gia r somay egote ditam na...

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. সে থাকলে তো ভালোই হত সৌমেশ, কিন্তু সায়েন্স আর কাজের কাজ করে উঠতে পারছে কই?

      Delete
  9. আত্মবিশ্বাসী+অ্যারোগ্যান্ট না ভীতু+ভদ্রঃ আত্মবিশ্বাসী+ভদ্র
    সাইক্লিং না সাঁতারঃ সাঁতার ( ami cycling jani, ar santar shikhte gie mane hoeche besh akta anyo jagater dak!)
    ঝলমলে রিসর্ট না ছমছমে ডাকবাংলোঃ mane konotai ami charte raji noi :P
    ভালোবাসার-কাজে-অন্যদের-থেকে-খারাপ-হওয়া না খারাপলাগার-কাজে-অন্যদের-থেকে-ভালো-হওয়াঃ ja bhalo lage tai karbo, anyo ra ki bhablo tate i don't care :)
    ডিপ্রেশন না ডায়েরিয়াঃ ডিপ্রেশন (asole eeta hale bandhu janera bhalo khabar dabar khaoay ar gan tan shonay :P anyotai beshi depression hay :)
    বার্ধক্য না বয়ঃসন্ধিঃ বয়ঃসন্ধি
    কোক না ক্যাপুচিনোঃ ক্যাপুচিনো (asole amar ektu thandar dhat)
    প্লাস না মাইনাসঃ মাইনাস (mas tinek age hale baltam o rase banchito, kintu akhan dan chokhe minus ! )

    ReplyDelete
    Replies
    1. সেকি, তুমিও শেয়ালপণ্ডিতদের দলে ভিড়ে গেলে দেখছি সায়ক। চশমা পরে কেমন লাগছে?

      তোমার বন্ধুভাগ্য খুবই ভালো দেখছি। ডিপ্রেশনে সঙ্গ দেয়, খুব ভালো।

      Delete

Post a Comment