স্বপ্নভঙ্গ




ছবি গুগল ইমেজেস থেকে

যে সত্যটা এতদিন পরেও আমার স্বীকার করতে কষ্ট হয় এবং যেটা অহর্নিশি আমার ঘিলুতে কাঁটা হয়ে বিঁধে থাকে সেটা হল যে আমি ছোটবেলায় এনিড ব্লাইটন পড়িনি। পড়িনি মানে চোখেই দেখিনি। আমাদের পাড়ার এককামরার পাঠাগার যারা বিনা পারিশ্রমিকে পালা করে পরিচালনা করতেন সেইসব কাকুজেঠুরাও দেখেছেন কিনা সন্দেহ। শুক্রবারের আড্ডায় ছোটবেলার বই পড়াপড়ির প্রসঙ্গ উঠলেই আমি কেঁচো হয়ে থাকি। পাছে ফেমাস ফাইভের কথা ওঠে। বলাই বাহুল্য ওঠে। তখন আমি হাত পা ছুঁড়ে চেঁচিয়েমেচিয়ে আলোচনাটা ঘুরিয়ে পাণ্ডবগোয়েন্দায় নিয়ে ফেলার চেষ্টা করি। এবং চরম ব্যর্থ হই।

এখন কিনে পড়লেই হয়। কেনারও দরকার নেই, “লাইব্রেরি থেকে আনলেই তো পার”, বান্টি সুযোগ বুঝে জ্ঞান দেয়। আমি হু হাঁ, আনছি আনব করে এড়িয়ে যাই।

কেন আনাই না তার কারণ আছে। এনিড ব্লাইটন আমার নিখুঁত ছোটবেলার একমাত্র খামতি। ব্রণহীন ফর্সা তুলতুলে মুখে দাঁতের সামনের পাটির একটিমাত্র ফোকলা শূন্যস্থান, শান্তমেয়ের হাঁটুতে একটিমাত্র ছড়ে যাওয়ার দাগ, A+ এর ঝকঝকে ভিড়ে একটিমাত্র ম্লানমুখো B-, আমার শৈশব নিয়ে অসীম গর্বের সমুদ্রে একটি ফোঁটা গোচোনা।

এনিড ব্লাইটন আমার কাছে সাউথ ক্যালকাটার ইংরিজি মিডিয়াম স্কুলের মেয়েদের মতো ফরফরিয়ে ইংরিজি বলতে পারার অধরা স্বপ্ন। যে স্বপ্নের পিছু ধাওয়া করতে করতে আমি বুড়ো হয়ে গেছি।

এরপর আমি তাঁকে দোকান থেকে কিনে বা লাইব্রেরিতে লাইন দিয়ে নিয়ে আসলাম আর পড়ে মনে হল, “এই? এই নিয়ে এত হইচই?” তাহলে যে স্বপ্নভঙ্গটা হবে তার ধাক্কা আমি সইতে পারবনা।

ছোটবেলা থেকে না হলেও বেশ কয়েক বছর ধরে ছোটবড় সবার মুখে আরেকটা বইয়ের কথা শুনে আসছিলাম। Mitch Albom-এর লেখা Tuesdays With Morrie. লাইব্রেরি থেকে ফেরার পথে রাস্তায় চেনা লোকের সাথে দেখা হলে তাঁরা জিজ্ঞাসা করতেন, “পড়েছ?” বাসে আগাথা ক্রিস্টি মুখে করে বসে থাকলে টোকা মেরে বলতেন “এসব জঞ্জাল না পড়ে বরং TWM পড়”। এ জন্মে যে একশোটা বই না পড়ে মরে গেলে পরজন্মে নিরক্ষর হয়ে জন্মাতে হবে, সেই বইগুলোর লিস্টেও দেখতাম বইটার নাম আছে।

সেদিন বন্ধুর সাথে শপিং মলে বেড়াতে গিয়ে দেখি বইয়ের দোকানে সেল চলছে। ধাক্কাধাক্কি ভিড়। অফিসটাইমের তারকেশ্বর লোকালে চাপা মেয়ে আমি, ভিড় দেখলে নিজেকে সামলাতে পারিনা। ঝাঁপিয়ে পড়ে গোটা তিনেক বই উদ্ধার করে মাথার ওপর ট্রফির মতো করে ধরে বিজয়ীর ভঙ্গিতে ভিড় ঠেলে বেরিয়ে এলাম। বন্ধু পিঠ চাপড়ে দিয়ে বললেন, “দেখালে বটে। দেখি কী কী বই তুললে।” দেখি একটা নোবেলজয়ী লেখকের বই, একটা ছোটগল্পের সংকলন, আর তিন নম্বরে Tuesdays With Morrie উঠেছে!

বন্ধুকে বললাম, “দেখেছ একে বলে নিয়তি।”

নোবেলজয়ী লেখককে লাইনে দাঁড় করিয়ে রেখে TWM পড়া হল। পড়ে কেমন লাগল? শুনেছি মেমসাহেব ঠাকুমা দিদিমারা নাতিনাতনিকে এটিকেটের ক্লাসে প্রথম পাঠ শেখাতেন, “If you have nothing nice to say, don’t say anything at all”, সেই নিয়ম মেনে আমার বইটা সম্পর্কে কিছু না বলাই সমীচীন। আর যদি আমার নিজের পাড়াগেঁয়ে ঠাকুমার শিক্ষা মানি, যা মনে আসে খোলসা করে বলে দেওয়ার শিক্ষা, তাহলেও একটা ছোট্ট তিন শব্দের বাক্যই বলার আছে।

ভাগ্যিস সেলে কিনেছিলাম।

কীরকম প্রতারিত মনে হচ্ছে নিজেকে জানেন। ইউনিভার্সিটিতে উঠে আবাল্য ইংরিজিতে চোবানো এক ললনাকে contrary আর contradictory শব্দদুটোকে বেমালুম একটাকে অন্যটার পরিবর্ত হিসেবে চালাতে দেখে যেমন মনে হয়েছিল।

আমাকে যদি সান্ত্বনা দিতেই চান তাহলে নিজেদের এরকম কোনো অভিজ্ঞতার গল্প বলুন প্লিজ। কিছু পড়ে, দেখে, শুনে বা কিনে স্বর্গ হইতে পতনের গল্প। এতদিন পৃথিবীর মাটিতে হেঁটে চলে বেড়াচ্ছেন, এমন গল্প একটা দুটো জমেনি বললে সেকথা আমি বিশ্বাস করবনা।

Comments

  1. Amio chhotobelay famous five porini, baro hoye mills and boon porini! Je bayeser ja tai bhebe ar poreo porini.
    Swapnobhango amar hoyechhilo tithidor boita pore, tobe se bohudin Ager katha.

    ReplyDelete
    Replies
    1. এটা ঠিকই বলেছ রুচিরা। শিং ভেঙে বাছুরের দলে ঢুকতে চাওয়াই ভুল। মিলস অ্যান্ড বুন না পড়ে যদি ক্ষতি কিছু হয়ে থাকে তাহলে খানিক হাহা হাসি মিস করেছ। তবে হাসতেই যদি হয় তবে থ্রি মেন ইন আ বোট পড়া বেটার।

      তিথিডোর ভালো লাগেনি? আমার ভালো লেগেছিল। তবে বুদ্ধদেব বসুর প্রতি আমার যেরকম পক্ষপাত তাতে উনি অ আ ক খ লিখে গেলেও আমি পড়ে বলব, বাঃ বাঃ কী সুন্দর। কাজেই আমার ভালোলাগা না লাগাটা খুব একটা ভালো সার্টিফিকেট নয় মানছি।

      Delete
    2. Are setai to katha. Ek jon bondhu khub proshonogsha korechhilo boitar. Maa shune bollo chhi chhi tumi tithidor paroni? tarpor edik odik sabai khub bolte laglo je ei boitar mato chamotkar boi ar hoi na. to ami sei gabda boi ekdin library theke ene pore phellam. pore sei eki reaction bhaggis library theke enechhilam. maa shune bolechhilo, boita jakhon beriechhilo takhon naam gulotei ardhek baji maat hoye gechhilo. Ami sei juge Swati naame ekta besh adbhut meye ke chintam. tai amar naam tar proti samanno birup manobhab chhilo. kajei sei ardhek baji amar khetre maathe mara gechhilo. baki tao serakomi. kakhono pore mone hoini, aha erakom ta ki kore likhlo!
      Mills and Boon nieo ekta chhoto galpo achhe. jakhon prothom hostel-e gelam, takhon Shillong theke asha ekti meye bollo seki tumi Mills and Boon paroni? ami bollam na konodin haate asheni. Se sange sange tar suitcase ghente ekkhana ber kore die bollo enjoy. Ta enjoy ki korbo 10 pata porei amar attonto bore laglo. Takhon ami basically Erich Segal-er preme nimojjito, M&B-r lekhar style ki ar bhalo lage! sei meye tike pherot die bollam bhallagchhena. se bollo scenes gulo porechho? kiser scene? O bollo are M&B puro boi porte hoina, scenes gulo bechhe bechhe porte hoi. Ta tarpore aroi porar ichhe chole gelo! Three men in a boat porechhilam sei jugei, ebong jatheshto enjoy korechhilam! kajei haha hihi ta thankfully miss korini.

      Delete
    3. তোমার শিলং থেকে আসা বন্ধুর ওপর আমার রীতিমত শ্রদ্ধা হচ্ছে। আমিও ওই সিনগুলোই পড়েছি।

      তিথিডোর-এর ব্যাপারটা আমার মনে হয়, উচ্ছ্বসিত রিভিউ পড়ে কিছু করতে গেলে এই রিস্কটা থেকেই যায়। আমারও এমন অনেক সিনেমা খারাপ লেগেছে যেগুলো কিছু না জেনে দেখতে গেলে আমি নিশ্চিত আমার ভালো লাগত। রেকো নিয়ে দেখতে গেছি, ব্যস। মনে হয়েছে, বস এ আর এমন কি।

      Delete
  2. Kuntaladi, ekdom amar moner kotha bolle :)...chhottobla theke Famous Five amaar kaachhe shochchhol drawing room-er shoukhin sofa set.....kothata bolte pere mon halka holo...chhelebelay chaarpaashe sobbaike boigulo porte dekhe, ebong shudhui oi boigulo porte dekhe aaroi na poraar ichheta probol hoyechhilo :)

    ReplyDelete
    Replies
    1. আরে শ্রমণ তুমি তো তবু কাউকে বইগুলো পড়তে দেখেছ। আমি আর আমার সে সময়ের বন্ধুরা সবাই চাঁদমামা পড়া পাবলিক। শৌখিন সোফা সেটের বিশেষণটা ভালো দিয়েছ। টুকে রাখছি।

      Delete
  3. hyan three men in a boat er oi uncle podger hangs a picture ta bhablei ekhono haaste haaste pet fete jay! confederacy of dunces porleo shei abostha hoy.
    tobe timeless quiet laugh er janne PG Wodehouse.

    aamar fives konodino bhalo lagto na...oder goyenda giri theke hardy boys/nancy drew amar beshi pochondo.

    tobe tomar "swapnobhongo" aami bujhi. thanks to uttar bharat upbringing aami chotobelay shudhu engrezi aar hindi boi porechhi (hyan hindi goyenda gopper poka chilam!!!).

    anek boro hoye arambho holo bangla'r (cinema/boi/natok) sange "catch up".

    tatei eto backlog je aar bornoporichay theke anandamela via teni/ghona porbar samay interest nei...tai banga adday puro chepe jay aaar tomar moto haat paa chunre anya dike alochona ta niye jawar chesta kori :))

    ReplyDelete
    Replies
    1. শম্পা তোমার মন্তব্যের প্রথম প্যারাগ্রাফটার জন্য কতগুলো যে হাই ফাইভ সেটা গুণে শেষ করা যাবে না। পজারজেঠুর ছবি টাঙানোর এপিসোডটা যে আমাদের বাড়িতে সকাল সন্ধ্যে কতবার ঘটে যদি জানতে। আর আজকাল "Epic" কথাটা সবাই সবকিছুর জন্য প্রয়োগ করে বটে কিন্তু Confederacy of Dunces হচ্ছে গিয়ে সত্যি সত্যি Epic। Go Ignatius!

      Nancy Drew...ইয়ে আচ্ছা তোমার নারায়ণ দেবনাথের হাঁদাভোঁদা কেমন লাগে?

      তোমাকে এজন্মে গোয়েন্দা গল্প পড়ায় হারানোটা আমার ওই ফরফরিয়ে ইংরিজি বলার মতো আরেকটা অধরা স্বপ্ন হতে চলেছে। এরকম মাল্টিলিঙ্গুয়াল পাঠক হলে তো মহা মুশকিল। নট ফেয়ার।

      Delete
    2. thank you thank you....tumi prerona peye aaro detective boi poro ei tow chai :))

      btw, three men in a boat aar "dunes" er pashe ekta bharatiyo boi dibbi dnarate parbe...shrilal shukla'r raag darbari..etar engrezi translation korechen gillian wright. parle poro, haaste haaste pet fete jabe.

      Delete
    3. খুঁজব খুঁজব। থ্যাঙ্ক ইউ।

      Delete
  4. Chronicles of Narnia. Ki kharap, ki kharap. (Except the first two books, I think.) Asha korchhi eta bola ta blasphemy noy. :/

    Ar bhagyish Enid Blytoner boigulo kenoni Kuntala di. Ami Blyton er boro fan, sob boi porechhi pray. Kintu ekhon jodi porte jetam, khub kharap lagto guaranteed. S konodin Sharadindur chhotogolpo poreni. Sedin amar bari eshechhilo. Oke haasi haasi mukhe ekta besh makho makho typer premer goppo porte dilam. Pore tore, matha nere bollo 'bah bah, besh golpo. besh mishti. ityadi.' Kintu...amar jerom Sharadindur premer golpo boltei mon ta khushi khushi hoye othe, serokom korlo na ekebarei. Prothome bhari raag holo. Tarpor bhebe dekhlam, baro bochhor boyeshe je goppo ta pore abege makho makho hoye gechhilam, seta ekta athash bochhor boyeshi chhele porey otota makho makho nao bodh korte parey. Je boyeshe jeta porar, seta onyo boyeshe porte gele ekebare kelenkari kando ghote, ki ar bolbo.

    ReplyDelete
    Replies
    1. বিম্ববতী, যাক বেঁচে গেছি ব্লাইটন কিনিনি।

      বয়সের জিনিস বয়সে করার ফিলজফিটার আমিও বিগ ফ্যান। ছোটবেলায় আমার কী কী ভালো লাগত মনে পড়লে এখন নিজেরই বিশ্বাস হয়না। আমি ১৩ বছর বয়সে পরিণীতা পড়ে ভেবেছিলাম এইটা সারাজীবনের মতো আমার পড়া বেস্ট রোম্যান্টিক উপন্যাস হয়ে থাকবে। শরৎচন্দ্র আমার খুবই প্রিয় লেখক কিন্তু তিনি নিজেও বলবেন এটা জাস্ট বাড়াবাড়ি। শেখর, যে কিনা একটা আগাপাশতলা MCP, আমি তার প্রেমে পড়েছিলাম বিশ্বাস করতে পারো? আমার এখনও মনে আছে আমাদের বাড়ির শরৎ সমগ্রটার কোনো একটা খন্ডের ৯৩ নম্বর পাতায় ওই ছাদের ওপর শেখর আর ললিতার গান্ধর্বমতে বিয়ে অ্যান্ড বিবাহোত্তর থরথর চুম্বনের ব্যাপারটা ছিল। আমি ভেবেছিলাম ওর থেকে ভালো চুম্বনের দৃশ্য এ জীবনে আর পড়ার সৌভাগ্য হবে না আমার। তবেই বোঝ।

      Delete
  5. একটা বই ছিল "ন হন্যতে", মৈত্রেয়ী দেবী বলে এক ভদ্রমহিলার লেখা। আমি যাঁদের মতামত কে গুরুত্ব দিই, তারা সবাই বললেন যে এই বইটা না পড়লে নাকি চোদ্দ আনাই বৃথা। চোদ্দ আনা বাঁচানোর চক্করে পড়লাম, আর তারপর... মাগো।

    সবাই বইপত্র নিয়ে মোহভঙ্গের কথাই বললেন। গিন্নিকে প্যারিস দেখানোর আগে খুব বড়গলায় বলেছিলাম, দেখো প্যারিস কত সুন্দর, তোমার নিশ্চয় খুব ভালো লাগবে। গিন্নি খুব আশা করে গেলেন, ঘুরলেন, দেখলেন... আর সব শেষে বললেন, "এই তোমার প্যারিস? ছ্যাঃ"

    ReplyDelete
    Replies
    1. ন হন্যতে সম্পর্কে আমাকেও একই টুপি পরানো হয়েছিল। পড়ার পর বইটা নিয়ে তো গা জ্বলে গিয়েছিলই, মৈত্রেয়ী দেবীর প্রতিও সারাজীবনের মতো ভক্তি চটকে গিয়েছিল। ইনসাফারেবল মহিলা।

      জায়গা নিয়ে মোহভঙ্গের কথা যদি বলেন, তাহলে আমি বলব যে কোনো ট্যুরিস্ট স্পটে গেলেই আমার কমবেশি ওটা হয়। উল্টোদিকে অনেক কম বিখ্যাত জায়গা স্মরণীয় হয়ে থাকার ঘটনাও ঘটেছে। যেমন ধরুন ল্যান্সডাউন বা মাইথন। কোনোদিন ভুলব না।

      Delete
  6. naw honyote-e niye tomar-o ek-i obhigyota jene khub furti holo.
    on a slightly unrelated note...oi porey poRey bhalo na laga-r jer tene bolchhi...kono ek shomoy, alpo kichhudner jonno diary likhechhilam. hebby emotion diye...onek profound kotha-barta. porey ekdin pata ulte dekhi ki kando! potro-paath jonjaal-e fele diyechhi. aar kokkhono diary likhbo na.
    tomar nijer purono blogpost poRte kemon laage?

    ReplyDelete
    Replies
    1. আমিও ওই এক কারণে ডাইরি লেখা ছেড়ে দিয়েছি।

      পুরোনো ব্লগপোস্ট পড়লে? মনে হয় হিমালয়ে গিয়ে ধ্যানে বসে যাই। যাতে পূর্বাশ্রমের পরিচয়টা চিরদিনের মতো লোকচক্ষুর আড়ালে থাকে। তবে শুনেছি বঙ্কিমচন্দ্রেরও নিজের তিনমাস আগের লেখা ছিঁড়ে ফেলতে ইচ্ছে করত। রবীন্দ্রনাথ তো নিজের কিশোরবয়সের কবিতা রচনাবলীতে জায়গা পেয়েছে দেখে ক্ষমাটমা চেয়েছিলেন। আমি তো কোন ছার।

      Delete
    2. Amar kintu class 7/8 e lekha diary porte byapok lagey! Kirokom aste aste amar chinta bhabna change koreche, kon jinish niye tokhon bhabtam beshi, upset hotam, bhalo lagto, ekhon segulo dekhle moja lagey khubi. Ami sob purono diary/khata rekhe diyechi. Amar purono lekha golpo-o porte byapok lagey. Tar beshir bhag-i incomplete. Pore onekta "Little Women" er Jo er moto mone hoy - "half-wit poems, stories wild, April letters warm and cold. Diaries of a wilful child"..."hints of a woman early old" katha ta amar jonye projojyo noy jodio :D

      Delete
    3. রিয়া, এটা কিন্তু সত্যি ব্যতিক্রম। আমার চেনা মোটামুটি সবাই একসময় ডাইরি লিখেছে এবং পরে পড়ে শিহরিত হয়ে সে ডাইরি ছুঁড়ে ফেলে বেঁচেছে। ইন ফ্যাক্ট রবীন্দ্রনাথের একটা লেখাও আছে এই বিষয়টা নিয়ে। বলাই বাহুল্য ওনারও একই অভিজ্ঞতা। লেখা গল্পের কথা জানিনা আমি কখনো গল্প লিখিনি কিন্তু প্রেম, ঘৃণা, মোহ, ঈর্ষা, ইত্যাদি ইমোশন যা যা আঁতিপাঁতি করে লিখে রেখেছিলাম ডাইরিতে---ঘটনাগুলো থেকে দূরে চলে আসার পর সেগুলো অর্থহীন হয়ে গেছে। অর্থহীন এবং হাস্যকর।

      Delete
  7. পওলো কোয়েলহোর খুব নাম শুনেছিলাম এককালে। "দ্য জাহির" বলে একটা বই ক্রসওয়র্ডে দাঁড়িয়ে বেশ খানিকটা পড়লাম। দেখি গল্পটা এগোয় আর না, এগোয় আর না... তারপর যেটা কখনও করিনা, রেগেমেগে ঝাঁ করে একশোপাতা উলটে দিলাম একসঙ্গে। তাও দেখি গল্পটা একই জায়গায়।

    স্বভাবতই কোয়েলহোসাহেবের প্রতি বিতৃষ্ণা জাগল একটা। কয়েকবছর ভদ্রলোকের সংস্পর্শ এড়িয়ে চললাম। তারপর হঠাৎ একদিন "তোদের দেশের" একটা লাইব্রেরিতে দেখি সেল দিচ্ছে - আর এক ডলারে পাওয়া যাচ্ছে স্বয়ং "দ্য অ্যালকেমিস্ট", নো লেস্‌!!!!

    কিনেই ফেললাম। "দ্য জাহির"এর অভিজ্ঞতায় শিক্ষা হয়নি। এবার হাড়ে হাড়ে হল। কোয়েলহোসাহেব সুখে থাকুন, স্বাচ্ছন্দ্যে থাকুন, ওঁর মসীস্পর্শে চমকিত হোক্‌ পৃথিবী। কিন্তু আমার জীবন থেকে দূরেই থাকুন।

    ***

    আর সেই ক্রসওয়র্ড সেল্‌স্‌বয়কেও ক্ষমা করিনি, যার দুর্দান্ত সেল্‌স্‌ম্যানশিপের জন্য আমি "দ্য মঙ্ক হূ সোল্ড হিজ ফরারি" কিনেছিলাম। আমার তখন বয়স কম, এইসব দুনিয়াদারির জটিলতা বুঝিনা। ভেবেছিলাম সত্যিই ভাল বই বলে রেফর করছে।

    না, যেটা মনে হচ্ছে সেটা লিখলে তোর ব্লগ দূষিত হবে।

    ReplyDelete
    Replies
    1. হ্যাঁ কোয়েলহোর কাছাকাছি যাওয়ার আমারও বিন্দুমাত্র বাসনা নেই। আর তুমি ক্রসওয়ার্ডে যে বইটা কিনে ঠকেছিলে সেটা সম্পর্কে আমার এক বন্ধু বলেছিল, "শুনলাম দ্য মাঙ্কি হু সোল্ড হিজ ফেরারি বলে নাকি একটা বই বেরিয়েছে।" এত বিচক্ষণ বর্ণনা জীবনে কম শুনেছি।

      Delete
  8. Ami Enid Blyton *bhishon* bhalobashi!! Shraman er kathar ektu birodhita korchi, soukhin sofa set er bari'r sange Enid Blyton er samporko ki thik bujhlam na. Amader school library teo jotheshto poriman e Enid Blyton chhilo. English boi porar chorcha jader bari te ache tara onekei Enid Blyton diyei golper boi pora shuru kore. Noddy tar khub bhalo example. Ami ekhono Magic Faraway Tree (er oi series er baki 2to) ar The Naughtiest Girl in School pori majhe majhe. Chhotobelay prothom adventure er experience Enid Blyton ke diyei :D USA te Enid Blyton er boi koto loke pore jani na, tobe India/UK te to bhaloibashe sobai.
    Bhabbar cheshta korchi amar kon boi pore mohobhango hoyeche - recently Arjun er ekta golpo porchilam, jachhetai laglo. Last year khub shokh kore Amazon theke Anandamela'r puja barshiki ta kinlam, seta poreo besh mohobhango holo. Kemon sob change kore geche...bhalo lage ni. Ami emnitei boi/movies er byapare khub choosy tai "hater kache pelei porbo" byapar ta amar nei. Ei 2to case ei ami classics beshi pachhondo kori karon sob boi porbar somoy jokhon hobe na, tokhon bekar boi na pore bhalo boi e time spend korai bhalo.

    ReplyDelete
    Replies
    1. অর্জুন এখন আর পাতে দেওয়া যায় না। কাকাবাবুরও একই অবস্থা। সন্তু আর সন্তুর একগাদা মেয়েবন্ধু আর কাকাবাবুর উদ্ভট ন্যায়বিচার। "ও আমাকে একটা ঘুষি মেরেছে আমিও ওকে একটাই ঘুষি মারব।" জোজো না থাকলে ও বই পড়া অসম্ভব।

      এটা আমাদের আড্ডার একটা ঘুরেফিরে আসা ঝামেলা। চেনা বই না অচেনা বই। আমি তোমার সাথে খানিকটা একমত যে এত বই যখন পড়তে হবে তখন চেনা বই দিয়ে শুরু করাই ভালো। উইকিপিডিয়ার ১০০ বইয়ের লিস্টে যে বইগুলোর নাম থাকে। কিন্তু তাহলে প্রথমেই বাইবেল পড়তে বসতে হয় আর Confederacy of Dunces-এর নামই জানা হয় না। তাই আমি খানিকটা মিক্স অ্যান্ড ম্যাচের পক্ষপাতী।

      আর ভালো বই খারাপ বই লোকে বেছে দেওয়ার থেকে নিজে বাছা ভালো না?

      Delete

Post a Comment