বিশ্বের প্রথম ব্লগার?




Sei Shonagon ছিলেন একাদশ শতাব্দীর একেবারে শুরুর দিকের জাপানের তেইশি সম্রাজ্ঞীর দরবারের সভাসদ। অতদিন আগের কথা, তাই তাঁর আসল নাম কি, তাঁর প্রথম বিয়ে ভেঙে গিয়েছিল কিনা, তারপর তিনি আবার দ্বিতীয় বিয়ে করেছিলেন কিনা, নাকি সব ছেড়েছুড়ে বৌদ্ধ সাধিকা হয়ে গিয়েছিলেন, এসব নিয়ে প্রচুর ধোঁয়াশা আছে।

থাকলে কিছু এসে যায় না, কারণ আমাদের কাছে Sei-এর এসব পরিচয় গুরুত্বপূর্ণ নয়। আমরা উৎসাহী এটা জানতে যে তিনি সত্যিই পৃথিবীর প্রথম ব্লগার ছিলেন কিনা।  সভাসদ থাকাকালীন  Sei তাঁর অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, বিরক্তি, মতামত, পরচর্চা সব একটা ছোট্ট বইয়ে লিখে রেখেছিলেন। দ্য পিলো বুক। হালকা চালে, সহজ ভাষায়। ব্লগাররা ঠিক যা করে থাকেন। 

আধুনিক ব্লগের সাথে পিলো বুক-এর একটা মস্ত বড় মিল হচ্ছে, লিস্ট। গুচ্ছ গুচ্ছ তালিকা বানিয়ে গিয়েছেন Sei। তাঁর কী ভালোলাগে, কী ভালোলাগেনা, কী কী দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়, কী কী দেখলে গা জ্বালা করে সেইসব নিয়ে। সেগুলোর মধ্য থেকে আমার ভালোলাগা কয়েকটা লিস্টের কিছু অংশ এখানে তুলে দিলাম।

Things That Arouse a Fond Memory of the Past-

Dried hollyhock. The objects used during the Disply of Dolls. To find a piece of deep violet or grape-colored material that has been pressed between the pages of a notebook.

It is a rainy day and one is feeling bored. To pass the time, one starts looking through some old papers. And then one comes across the letters of a man one used to love.

Last year's paper  fan. A night with a clear moon.


Elegant Things-

A white coat worn over a violet waistcoat.

Duck eggs.

Shaved ice mixed with liana syrup and put in a new silver bowl.

A rosary or rock crystal.

Wisteria blossoms. Plum blossoms covered with snow.

A pretty child eating strawberries.


Things That Give a Clean Feeling-

An earthen cup.

A new metal bowl.

A rush mat.

The play of the light on water as one pours it into a vessel.

A new wooden chest.


Rare Things-

A son-in-law who is praised by his adoptive father; a young bride who is loved by her mother-in-law.

A silver tweezer that is good at plucking out the hair.

A servant who does not speak badly about his master.

A person who is in no way eccentric or imperfect, who is superior in both mind and body, and who remains flawless all his life.

Two women, let alone a man and a woman, who vow themselves to each other forever, and actually manage to remain on good terms to the end.


Comments

  1. bah durdanto to...eituku porei puro boita porte icche korche:)

    ReplyDelete
    Replies
    1. আমারও। কিন্তু পুরোটা পড়লে আবার মোহভঙ্গ হতে পারে। হাজারখানেক বছরের পুরোনো ব্যাপার। সামান্য হলেও ব্যাকডেটেড তো।

      Delete
  2. বাহ্‌, ব্যাপারখানা বেশ লাগল...

    ReplyDelete
  3. duck egg elegant hote pare....kintu daalna y aaro bhalo
    lage :)))

    ReplyDelete
  4. Ajke sokalei amra "A son-in-law who is praised by his adoptive father; a young bride who is loved by her mother-in-law." niye katha bolchilam. Mota'r jodi biye hoy, tahole sei Meni-bouma ke ki amar pachhondo hobe? Na ami amar sob goyna-toyna Meni-bouma ke na diye May ke debo setai holo katha!
    Amar ekta clean feeling hoy fresh from the dryer sada towels dekhle. Ar sada cotton er crisp bed clothes. Boddo bhalo!

    ReplyDelete
    Replies
    1. সাদা কটনের ক্রিস্প বিছানার চাদর আমারও প্রিয় জিনিস রিয়া।

      Delete

Post a Comment