Dis or Dat
অর্জুন না কিকিরাঃ কিকিরা
ডেনিম না কর্ডঃ ডেনিম
লেপ না কম্বলঃ লেপ
সোয়েটার না চাদরঃ সোয়েটার
কলসী না কুঁজোঃ কুঁজো
ল্যাপটপ না ট্যাবলেটঃ ল্যাপটপ
পর্দা না ব্লাইন্ডসঃ পর্দা
ট্র্যাডিশনাল না ওপেন-বুকঃ ট্র্যাডিশনাল
স্পষ্টবাদী না মিষ্টভাষীঃ মিষ্টভাষী
উপমা (নোনতা সুজি) না চিঁড়ের পোলাওঃ চিঁড়ের পোলাও
হার্ডকভার না পেপারব্যাকঃ পেপারব্যাক
দক্ষিণেশ্বর না বেলুড়মঠঃ দক্ষিণেশ্বর
ভিক্টোরিয়া মেমোরিয়াল না মিলেনিয়াম পার্কঃ ভিক্টোরিয়া মেমোরিয়াল
কমেন্টস না পেজভিউসঃ কমেন্টস
সুমন না মহীনের ঘোড়াগুলিঃ সুমন
কৃষ্ণচূড়া না রাধাচূড়াঃ কৃষ্ণচূড়া
গদ্য না পদ্যঃ গদ্য
ভাবসম্প্রসারণ না সংক্ষিপ্তসারঃ সংক্ষিপ্তসার
দীঘা না পুরীঃ পুরী
কার্ডিও না ওয়েটসঃ কার্ডিও
ওয়ে ওয়ে না তু চিজ বড়ি হ্যায়ঃ তু চিজ বড়ি হ্যায়
শনি না রবিঃ শনি
বলা না শোনাঃ শোনা
ইন্টারনেট না টিভিঃ ইন্টারনেট
কড়া না কলিং বেলঃ কড়া
নুডলস না ফ্রায়েড রাইসঃ নুডলস
রুমাল না টিস্যুঃ রুমাল
শ্যামা না চিত্রাঙ্গদাঃ চিত্রাঙ্গদা
বুড়ো না কড়েঃ বুড়ো
উদিতনারায়ণ না কুমার শানুঃ কুমার শানু
Eta darun mileche kintu!! Jegulo millo na:
ReplyDelete1. Arjun der ta no comments
2. Kombol - lep ta manage kora boddo mushkil.
3. Sposhtobadi - ami nijeo ta, ar eder niye cholte subidhe. Ja bhabe tai bole, oto chapachapi nei.
4. Bola - Ami 90% boli ar 10% shuni....tai bujhtei parcho.
Baki SOB gulo mile geche :D
আরে গুড গুড।
Delete"sposhtobadi" na? ki chaap! shamle kotha bolte hobey je!
ReplyDeleteaar sweater-e kaan chapa debo ki korey? :)
ISI Kolkata-y thakte jei bikel-gulo ekdom eka thakte ichhey korto, tuk korey Dunlop More theke ekta auto niye chole jetam Dakkhineshwar. ghaat-e boshey opekkha kortam, kokhon shondher chayya namte shuru korbe. shurjo dobar thik 30-40 min agey ekta nouko dhortam, chole jetam Belur. tarpor puro ondhokaar holey Belur theke train dhorey back. erokom ekgada shondhey katanor por aar oi duto jaigar modhdhey bachha shombhob na :)
না এখানে আমার একটু খুলে বলতে হবে সোমনাথ। আমার "মিষ্টি করে স্পষ্টভাষী" পছন্দ। যদি মিষ্টত্বটা ম্যানেজ করা না যায়, তাহলে আমি সত্যি কথা বলার চাইতে চুপ করে থাকার পক্ষপাতী।
Deleteআহা আহা তুমি ওই নৌকোভ্রমণটা করেছে, হিংসে হচ্ছে এইবার। আমি শুধু ঘাটে বসে লোকজনকে করতে দেখেছি। স্যাড।
of course mishtobhashi! sposhto katha bolbar dher dher lok achey, kichu lok mishto katha na koile, prithibir equilibrium ta noshto hoye jabe :)))
Deleteএকদম একদম একমত শম্পা। একদম একদম একমত।
DeleteKintu mishti kore mithye katha bolle to khub mushkil. Ami to sposhtobadi-i kom dekhte payi char dhare. Sobai to er or mon rakhbar jonye mishti katha bole chole. Tate ashol boktobyo kichui jana jaye na!
Deletearre na na...mithye bolbe keno. ekhane dutoi choice achey....either satyi katha ta "sugar coat" (mishti) kore bolo athoba chepe jao. mithye bolbar dorkar nei.
Deletetobe aamr experience e (byatikrom nischoi achey) "satyo katha bolchi"r arale lokjon rude ba hurtful hobar ekta license peye jay :)))
prai sob e milechhe ebar... ek duto chhara... ek to rumal amar hate tekena.... jhup kor mati te pore jai... tai tissue paper peye ami bechechhi.. r 2nd ta holo.. Arjun r Kikira er bepare comments korbo na. oder gulo ami Anandamela te sob sheshe portam. r ha... cardio te high five!!
ReplyDeleteহাই ফাইভ হাই ফাইভ গোবেচারা।
Deleteঅর্জুন না কিকিরাঃ অর্জুন। শুধু লাইটারের জন্য।
ReplyDeleteলেপ না কম্বলঃ কম্বল। কলকাতায় লেপ লাগেনা।
পর্দা না ব্লাইন্ডসঃ ব্লাইন্ডস। আমার স্টাইল স্টেটমেন্ট।
ট্র্যাডিশনাল না ওপেন-বুকঃ ওপেন-বূক।
স্পষ্টবাদী না মিষ্টভাষীঃ দুটোই
কার্ডিও না ওয়েটসঃ ওয়েটস। ভুঁড়িতে কম লাগে।
ওয়ে ওয়ে না তু চিজ বড়ি হ্যায়ঃ ওয়ে ওয়ে। নাসিরুদ্দিন।
কড়া না কলিং বেলঃ কলিংবেল।
নুডলস না ফ্রায়েড রাইসঃ ফ্রায়েড রাইস।
উদিতনারায়ণ না কুমার শানুঃ উদিতনারায়ণ।
কম্বল আমার একটা কারণেই জঘন্য লাগে, সেটা হচ্ছে কুটকুটুনি।
Deleteওরে বাবা তোমার ওপেন-বুক পছন্দ?! আমি জীবনে একবারই ওভাবে পরীক্ষা দিয়েছিলাম, তাও আবার সবাই মিলে প্রফেসরের হাতে পায়ে ধরে। তিনি এককথায় রাজি হয়ে গেলেন দেখেই আমাদের সন্দেহ করা উচিত ছিল কিন্তু মোটা মাথা, সূক্ষ্ম হিন্ট বোঝেনা। তারপর থেকে নাকে কানে খত দিয়েছি। টাকা দিলেও ও ফাঁদে আর পড়ছিনা।
কম্বলে ওয়াড় পরালেই কুটকুট করেনা। আর আজকাল ভাল ভাল কম্বল পাওয়া যায়। আর কলকাতার শীতে বালাপোষই যথেষ্ট।
Deleteওপেন বূক ভাল ব্যাপার। পরীক্ষা হলে ঢোকার সময় সবাই সমান। যে যার বুদ্ধি অনুযায়ী লড়ে নাও।
Amio Computer Graphics e open-book exam diye naake kaane khot diyechi. Bhagyish final marks ta project er theke 35% niyechilo, na holey oboshoyi F petam oi paper tay!
DeleteUdit ar Sposhtobadi [sudhu mishti kore bollei hobe]..
ReplyDeletebelur-dakshineswar bachte parbo na
arjun-kikira no comments.
স্পষ্টবাদীটা অ্যাকচুয়ালি আমার তোমার সঙ্গে মিলেছে সোহিনী।
Deleteamaro Kinkar Kishore Ray ke pachanda....!besh akta byaper chilo bhadroloker modhye... amonki chandankeo besh pachanda chilo... rumal jatoi harak natun rumaler lov amar akhono jaini bishekore tate jodi sutor kaj kora thake......ar mishtobhashi bole amar jatheshto bodnaam ache :p
ReplyDeleteযাক একজন কিকিরা-কে বেছেছে। অর্জুন বড় ঘুমপাড়ানি।
Deleteরুমালে হাই ফাইভ তিন্নি। বেশ রুমালের (আমি নৈ, অন্য কেউ করেছে) কোণে এমব্রয়ডারি করে (আমি নই, অন্য কেউ করেছে) বাহারি ক লেখা থাকবে, আমি সেটা দিয়ে মুখটুখ মুছব, ভাবলেই মন খুশি হয়ে যায়।
যেগুলো মেলেনিঃ
ReplyDeleteসুমন না মহীনের ঘোড়াগুলিঃ মহীনের ঘোড়াগুলি। ভেবে দেখেছো কি?
গদ্য না পদ্যঃ পদ্য, উইথ ছন্দমিল
দীঘা না পুরীঃ গোয়া... দীঘা পুরী কে যায় মশায়?
ওয়ে ওয়ে না তু চিজ বড়ি হ্যায়ঃ ওয়ে ওয়ে, পরের গানটাতে মাধুরী ছিল না?
নুডলস না ফ্রায়েড রাইসঃ ফ্রায়েড রাইস। বিরিয়ানি হলে বেস্ট
শ্যামা না চিত্রাঙ্গদাঃ শ্যামা। চিত্রাঙ্গদা টা বড় বেশি যশ চোপড়া টাইপ, মেয়েটাকে দিয়ে কি না করিয়েছে, বাপরে।
বুড়ো না কড়েঃ এইটা কি করে বলি? দুটোর কোনটাই ভদ্রসমাজে দেখানো যায় না
যেগুলো দারুণ মিলেছেঃ
কড়া না কলিং বেলঃ ডেফিনিটলি কড়া নাড়া... রাত্রির কড়া নাড়া
রুমাল না টিস্যুঃ ডেফিনিটলি রুমাল... যদি আচমকা বেড়াল হয়ে যায়, তাহলে তো কথাই নেই
বাকিগুলো চলেবল। পষ্ট কথা বললাম, মাইন্ড করলেন না তো?
নাহ। মিষ্টি করে স্পষ্ট কথায় আমার কোনো আপত্তি নেই দেবাশিস। কিন্তু আপনার সঙ্গে আমার মিল খুবই কম এটা বোঝা যাচ্ছে।
Deleteআপনি চিত্রাঙ্গদাকে নিয়ে বিচলিত হচ্ছেন? শ্যামাকে দিয়ে কী করানো হয়েছে সেটা ভাবলেন না? মানুষ খুন, তাও আবার কোল্ড ব্লাডেড।