Dis or Dat: Bollywood Calling
অমিতাভ বচ্চন না রাজেশ খান্নাঃ অমিতাভ বচ্চন
হেমা মালিনী না শর্মিলা ঠাকুরঃ শর্মিলা ঠাকুর
প্রাণ না প্রেম চোপড়াঃ প্রাণ
রাখী না রেখাঃ রেখা
জিনাত আমন না মন্দাকিনীঃ জিনাত
আমন
শ্রীদেবী না জুহি চাওলাঃ জুহি
চাওলা
অনিল কাপুর না গোবিন্দাঃ গোবিন্দা
করিশমা কাপুর না রবিনা
ট্যান্ডনঃ করিশমা
কাপুর
ধর্মেন্দ্র না শশী কাপুরঃ শশী
কাপুর
কাজল না রাণী মুখার্জিঃ কাজল
জ্যাকি শ্রফ না চাঙ্কি
পাণ্ডেঃ জ্যাকি
শ্রফ
দেব আনন্দ না দিলীপ
কুমারঃ দিলীপ
কুমার
শাবানা আজমি না স্মিতা
পাতিলঃ স্মিতা
পাতিল
ওম পুরী না নাসিরুদ্দিন
শাহঃ ওম
পুরী
সইফ আলি খান না অজয়
দেবগণঃ সইফ
আলি খান
সানি দেওল না ববি দেওলঃ সানি
দেওল
অমল পালেকর না ফারুক শেখঃ অমল
পালেকর
অনুপম খের না বোমান
ইরানিঃ অনুপম
খের
অভিষেক বচ্চন না হৃতিক
রোশনঃ হৃতিক
রোশন
প্রীতি জিন্টা না শিল্পা
শেঠিঃ শিল্পা
শেঠি
শাহরুখ খান না আমির খানঃ আমির
খান
সলমান খান না
অক্ষয়কুমারঃ অক্ষয়কুমার
ডিনো মোরিয়া না জন
অ্যাব্রাহামঃ জন
অ্যাব্রাহাম
তুষার কাপুর না উদয়
চোপড়াঃ তুষার
কাপুর
মাধুরী দীক্ষিত না
ঐশ্বর্য রাইঃ মাধুরী
দীক্ষিত
ফারদিন খান না অর্জুন
রামপালঃ অর্জুন
রামপাল
মল্লিকা শেরাওয়াত না
নেহা ধুপিয়াঃ মল্লিকা
শেরাওয়াত
আর্শাদ ওয়ারসি না রীতেশ
দেশমুখঃ আর্শাদ
ওয়ারসি
ইমরান খান না রণবীর
কাপুরঃ রণবীর
কাপুর
বিদ্যা বালান না কঙ্কনা
সেনশর্মাঃ কঙ্কনা
সেনশর্মা
সোনম কাপুর না দীপিকা
পাডুকোনঃ দীপিকা
পাডুকোন
করিনা কাপুর না
প্রিয়াঙ্কা চোপড়াঃ প্রিয়াঙ্কা চোপড়া
নানা পাটেকর না মনোজ
বাজপাইঃ মনোজ
বাজপাই
ইমরান হাশমি না সুনীল
শেঠিঃ ইমরান
হাশমি
ইরফান খান না পঙ্কজ
কাপুরঃ পঙ্কজ
কাপুর
eta puro amar praner post...
ReplyDelete90% mile gechhe... kajol na rani mukherjee, khub tough call.. tao kajol i jitbe. similar tough call hochhe anupam kher/boman irani, pankaj kapoor/irfan khan..
uday chopra r tushar kapoor o tough call but ke kar theke okhadyo tai niye.
mele ni nasiruddin, ajay devgan ar preeti zinta.
khub khushi hoechhi tomar juhi, konkona ar aamir khan ke choose korar jonyo. all of them have tough competitors.
মিলেছে সোহিনী? গুড গুড।
DeleteEi comparison gulo perfect hoyechhe. Ducharter uttor Keu na bolbo but Baki prai sab mile jachhe!
ReplyDeleteএই তো চাই।
Deleteবেশ পপকর্ন পোস্ট; যেগুলো মেলেনি...
ReplyDeleteকরিশমা কাপুর না রবিনা ট্যান্ডনঃ রবিনা ট্যান্ডন(এর দিকে তাও 'তাকানো' যায়)
ওম পুরী না নাসিরুদ্দিন শাহঃ নাসিরুদ্দিন শাহ
অনুপম খের না বোমান ইরানিঃ বোমান ইরানি
প্রীতি জিন্টা না শিল্পা শেঠিঃ প্রীতি জিন্টা (দীর্ঘশ্বাস) :P
মাধুরী দীক্ষিত না ঐশ্বর্য রাইঃ ঐশ্বর্য রাই (আবার দীর্ঘশ্বাস)
শিল্পা শেঠিকে শুধু চেহারার জন্য জিতিয়ে দিতে রাজি আছি আমি। তার ওপর ফির মিলেঙ্গে-ও আছে।
DeleteJackie Shroff ta millo na. r amar motey Ritesh Deshmukh, Imraan Khan r Preity Zinta.
ReplyDeleteসেকি আত্রেয়ী তোমার চাঙ্কি-দাকে পছন্দ?
DeletePrai sob e milechhe..... tobe koyek ta option dekhe khub haslam.... jemon Emran Hashmi or Sunil Shetty r Jacky Shroff or Chunky Panday..... khub tough... kake chhere kaker bad deoa jai... tao koyek din age Shanghai dekhlam.. tai Emran Hashmi ke vote dichhi... kintu Jacky r Chunky r modheye bnachte parlam na..
ReplyDeleteআরে গোবেচারা ইমরান হাশমিকে তো আমি গ্যাংস্টার-এ দেখেই ইম্প্রেসড হয়ে গিয়েছিলাম, সেই কথা মনে করে মার্ডার-2 দেখতে বসে অবশ্য কেঁদে কূল পাইনি।
Deleteরাখী না রেখাঃ রাখী। মেরে করণ অর্জুন আয়েঙ্গে।
ReplyDeleteঅনিল কাপুর না গোবিন্দাঃ দুজনেরই সমান ভক্ত। তাই এখানে বাছতে পারলামনা।
কাজল না রাণী মুখার্জিঃ রানী মুখার্জি।
জ্যাকি শ্রফ না চাঙ্কি পাণ্ডেঃ খুব, খুব শক্ত।
ওম পুরী না নাসিরুদ্দিন শাহঃ নাসিরুদ্দিন শাহ। ওম পুরীকে "ওয়ে ওয়ে" তে ভাবতে পারছিনা।
অনুপম খের না বোমান ইরানিঃ বোমান ইরানি।
প্রীতি জিন্টা না শিল্পা শেঠিঃ প্রীতি জিন্টা।
ফারদিন খান না অর্জুন রামপালঃ (গলা খাঁকরালাম শুধু)
বিদ্যা বালান না কঙ্কনা সেনশর্মাঃ বিদ্যা বালন। ঐ দাপট কঙ্কণার নেই।
ইমরান হাশমি না সুনীল শেঠিঃ সুনীল শেঠি। মাআআআআ - শক্তি!
ইরফান খান না পঙ্কজ কাপুরঃ দুজনেরই সমান ভক্ত। তাই এখানে বাছতে পারলামনা।
ওম পুরী-টা কারোর সঙ্গেই মেলেনি দেখছি। আমিও আসলে নাসিরুদ্দিন-কে চাচি ৪২০-এ কল্পনা করতে পারছিলাম না। তাই আমার কাছে ওম জিতবেন, সবসময়।
Deleteওহ, আর ওমের গলার আওয়াজ। সেটার কথাও তো ভুললে চলবে না।
Deleteoh! e to harir loot dekhchi :))) daroon bhalo laglo post ta. aami as usual ardhek comparison e dona mona kore kichui sthir korte parlam na. tobe raj kapoor aar ashok kumar baad gelen eta ki thik holo :)))
ReplyDeleteওকে শম্পা।
Deleteরাজকাপুর না বলরাজ সাহনিঃ বলরাজ সাহনি
অশোককুমার না এ কে হাঙ্গলঃ অশোককুমার
মিলল?
Rani Mukherjee, Preity Zinta, Anil Kapoor, Sonam Kapoor ar Naseeruddin...baki gulo mileche :)
ReplyDeleteOh sorry, Vidya Balan. Bhadromohila looks, acting, smartness, versatility sober dik diye Konkona'r theke better. "Kahani" dekhbar pore ar kono sandeho nei :)
ReplyDeleteওকে।
Deleteমোটামুটি এটা বুঝতে পারলাম| মানে আমি সিনেমা এতই কম দেখি যে ওই পরিচালকদের নিয়ে আগের দিস অর দ্যাট টা বুঝতেই পারিনি| অনেকগুলোই মিলবে, তবে আমার আপত্তি আছে বিদ্যা বালান আর কঙ্কনাকে তুলনা করায় - আমি হয়ত বিদ্যাকেই বেছে নেব, এবং সেটা কঙ্কনার প্রতি ভয়ানক অন্যায় হবে| এ ছাড়া প্রিটি জিন্টাকে আমার পছন্দ... আর ইয়ে, দীপিকাকে আমার কারুর থেকেই ভাল মনে হয়না, যদিও উল্টোদিকে সোনম কে রাখলে বেশ টাফ ফাইট হয়| একবার প্লেনে আমায় "আইশা" দেখতে হয়েছিল, তাই হয়ত দীপিকা বেনিফিট অফ ডাউট পেয়ে যাবেন| ওম পুরি আর নাসিরুদ্দিন ও খুব খুব শক্ত... তবে আমিও হয়ত শেষে ওম পুরিকেই বাছতাম|
ReplyDeleteএমা আপনারা সবাই কঙ্কনাকে ত্যাজ্য করলেন? আমার মন খারাপ হয়ে গেল। সোনম আর দীপিকাকে পাশাপাশি আপনি দেখতে পাবেন কফি উইথ করণ-এর একটা এপিসোডে। ওটা দেখার পর আমার আর কোনো সন্দেহ নেই, আমার কাকে ভালোলাগে।
Deleteওম পুরী! অবশেষে! হাই ফাইভ হাই ফাইভ।
Amar kintu "Aisha" cinema ta besh bhalo legeche :) "Clueless" er theke better legeche in fact! Tobe ha, bhishon beshi rokomeri chick-flick ota...!
Deletekonkona'r acting er madhe "flashes of brilliance" jeta dekha jay seta ek matro smita chara aar keu dekhate perechey bole tow mone hoy na.
Deletetwo scenes stand out....
one, mr and mrs iyer e jakhon o rahul bose ke tamizh accent e bole "santhanam is his name...another name for the god kartikeya".....tarpor "my father in law is orthodox, you know". thik shei samay rahul water bottle er jol ta mukh diye khachhe dekhe ektu disapproving look.
two, omkaray ekta scene achey jekhane o dekhlo je "band party" for devgan/kareena wedding anya barir samne baajna bajachhey....tokhon UP dehati style e oder dike giye jemon jhajhiye utlo aar at the same time ekta gheo kukur er dike pathar mere gaaligali korlo....kon ta band party'r konta kukur er uddeshe bojha mushkil!
ei rokom natural both as a tamilh women and uttar pradeshi dehati eta kintu ekta bishaal krititto!
শম্পা, তোমার এই মন্তব্যটার প্রত্যেকটি শব্দের সাথে আমি একমত। আমার মতে কঙ্কনার মতো শক্তিশালী অভিনেত্রী ভারতীয় সিনেমায় হয় আসেনি, নয় একটা দুটোই এসেছে।
Deleteআমিও একমত। তবে কিনা ঐ একটা-দুটোর মধ্যে একজন হল ঐ মাদ্রাজি মেয়েটা। মেনস্ট্রিম সিনেমার সংজ্ঞাই বদলে দিয়েছে।
Deleteবিদ্যা বালন নিঃশব্দে বলিউড সিনেমায় নতুন ট্রেন্ড সৃষ্টি করেছে। ইশকিয়াঁ, দ্য ডর্টি পিকচর, কহানি - একবছরের মধ্যে তিনটে এইর'ম femme fatale ভারতীয় সিনেমায় দেখিনি। স্মিতার আমলে হত হয়ত। এখন আর হয়না।
আবার বলছি, কঙ্কণা দুর্দান্ত অভিনেত্রী। কিন্তু ঐ দাপট নেই।
asholey konkona'e chehara ta glam like balan be smouldering like smita noy....setar janne mainstream ba arty scene e ektu short shrift peye thake. kintu acting e eto powerful smita chara aar kauke tow mone hoy. shabana in ankur, maybe! tao konkona'r moto natural under the skin of the character acting khub rare.
Deleteoops! ota shabana in nishaant hobe (slip of keyboard)!!!
Deleteআর ওটা বোধহয় কঙ্কণা, কঙ্কনা নয়। কথাটা কঙ্কণ (যদিও কাঁকন)। এক্ষুনি চলন্তিকা দেখলাম।
ReplyDeletese ki!!! rakhi sawant kothay gelo??
ReplyDeleteamar kintu om puri favourite..kichu din age ardhya satya dekhe abar natun kore bhakto hayechi.....ar abashyo i kankona
ReplyDeleteউফ তিন্নি মন ভালো করে দিলি।
Deleteআরে মল্লিকা শেরাওয়াতকে আমার পছন্দ, কিন্তু ওর উল্টোদিকে রাখী-কে রাখলে চক্ষুলজ্জার খাতিরেই রাখীকে জেতাতে হত, তাই কায়দা করে বাদ দিয়ে দিয়েছি।