Dis or Dat: Tollywood Tollywood
উত্তম না সৌমিত্রঃ
সৌমিত্র
সুচিত্রা না
সুপ্রিয়াঃ সুপ্রিয়া
সাবিত্রী চ্যাটার্জি
না মাধবী মুখার্জিঃ সাবিত্রী চ্যাটার্জি
অপর্ণা সেন না মিঠু
মুখার্জিঃ অপর্ণা সেন
ছায়া দেবী না মলিনা
দেবীঃ মলিনা দেবী
সন্তোষ দত্ত না
তুলসী চক্রবর্তীঃ তুলসী চক্রবর্তী
শুভেন্দু চট্টোপাধ্যায়
না শমিত ভঞ্জঃ শুভেন্দু চট্টোপাধ্যায়
হারাধন
বন্দ্যোপাধ্যায় না হরিধন মুখোপাধ্যায়ঃ হারাধন বন্দ্যোপাধ্যায়
তরুণকুমার না অনিল
চ্যাটার্জিঃ তরুণকুমার
ভানু বন্দ্যোপাধ্যায়
না জহর রায়ঃ ভানু বন্দ্যোপাধ্যায়
চিন্ময় রায় না নৃপতি
চট্টোপাধ্যায়ঃ নৃপতি চট্টোপাধ্যায়
ছবি বিশ্বাস না কমল
মিত্রঃ ছবি বিশ্বাস
পাহাড়ী সান্যাল না
বিকাশ রায়ঃ বিকাশ রায়
রবি ঘোষ না
অনুপকুমারঃ রবি ঘোষ
পোসেনজিত না তাপস
পালঃ পোসেনজিত
চিরঞ্জিৎ না অভিষেক চ্যাটার্জিঃ
চিরঞ্জিৎ
ঋতুপর্ণা সেনগুপ্ত
না রূপা গাঙ্গুলিঃ রূপা গাঙ্গুলি
কোয়েল না স্বস্তিকাঃ
কোয়েল
রাইমা সেন না নন্দনা
সেনঃ রাইমা সেন
ইন্দ্রাণী হালদার না
ইন্দ্রাণী দত্তঃ ইন্দ্রাণী হালদার
ভিক্টর ব্যানার্জি
না রঞ্জিত মল্লিকঃ রঞ্জিত মল্লিক
সব্যসাচী চক্রবর্তী
না দীপঙ্কর দেঃ সব্যসাচী চক্রবর্তী
কাঞ্চন মল্লিক না
শুভাশিস গঙ্গোপাধ্যায়ঃ শুভাশিস গঙ্গোপাধ্যায়
জিৎ না দেবঃ দেব
শাশ্বত না পরমব্রতঃ
শাশ্বত
টোটা রায়চৌধুরী না
যীশু সেনগুপ্তঃ টোটা রায়চৌধুরী
রুদ্রনীল ঘোষ না
রজতাভ দত্তঃ রজতাভ দত্ত
বিক্রম ঘোষ না সুখেন
দাসঃ সুখেন দাস
পরান বন্দ্যোপাধ্যায়
না খরাজ মুখোপাধ্যায়ঃ খরাজ মুখোপাধ্যায়
শ্রীলেখা মিত্র না জুন
মালিয়াঃ শ্রীলেখা মিত্র
শ্রীলা মজুমদার না
পাপিয়া অধিকারীঃ শ্রীলা মজুমদার
উত্তম না সৌমিত্রঃ বলব না, কারণ নিজেই জানিনা
ReplyDeleteসুচিত্রা না সুপ্রিয়াঃ সমান খারাপ
তরুণকুমার না অনিল চ্যাটার্জিঃ অনিল চ্যাটার্জি
চিরঞ্জিৎ না অভিষেক চ্যাটার্জিঃ খ্যাঁক খ্যাঁক
ঋতুপর্ণা সেনগুপ্ত না রূপা গাঙ্গুলিঃ ঋতুপর্ণা সেনগুপ্ত - মেয়েটা যথাসাধ্য করেও কল্কে পেল না
কোয়েল না স্বস্তিকাঃ স্বস্তিকা; যতই হোক্, ও য়্যাঁকাঁকিঁনীঁ শোঁকাঁকুঁলাঁ
ভিক্টর ব্যানার্জি না রঞ্জিত মল্লিকঃ ভিক্টর ব্যানার্জি
ঋতুপর্ণাকে আমার পছন্দ নয় কিন্তু একটা কথা সত্যি। একটা বড় সময় ধরে মহিলা একা ইন্ডাস্ট্রিটাকে টেনেছেন। ওঁর উল্টোদিকে বসানোর মতো নায়িকা পাওয়া গেল না বলে অগত্যা রূপা গাঙ্গুলিকে বসাতে হল। এটা খুব ছোট কৃতিত্ব নয়।
Deleteস্বস্তিকাকে ঠিক ওই য়্যাঁকাঁকিঁনীঁ শোঁকাঁকুঁলাঁর কারণে জিতিয়ে দিতে ভীষণ ভীষণ লোভ হচ্ছিল, অনেক কষ্টে সেটা সংবরণ করেছি।
Abhishek-da, ek Mukujje-ke hariye dewa hoyechhey kintu. eta mene nitey parle?
Deletein fact, ekjon noy, dujon :(
Deleteঅ্যাকচুয়ালি চার।
Deleteছি ছি, এখানে পদবীতুতো দলবাজি হচ্ছে বুঝি?
mithu mukujje-ke jitiye dewar aar kono karon pachhi na je :)
Deleteএমা নানা সোমনাথ তা কেন? আমাদের শুক্রবারের আড্ডাতেই দুজন আছে মিঠু যাদের ফেভারিট। মিঠুর মধ্যে যে একটা "ব্যাপার" আছে সেটা তো অনস্বীকার্য তাই না? নেহাত বেশিদিন কাজ করেননি। তুমি আলবাত মিঠুকে জেতাতে পার।
Deleteবাংলা ছবি বড় একটা দেখা হয়ে ওঠে না, তবে মোটামুটি মিলেছে, ওই রূপা গাঙ্গুলি টুকু ছাড়া। তবে বাংলা সিনেমা নিয়ে যখন কথা উঠলই, তখন মিঠুন চক্রবর্তী কোথায়? কাননদেবী , প্রমথেশ বড়ুয়া, উৎপল দত্ত, দেবশ্রী রায়, এরাই বা কই? এরা কি ভুলবশত বাদ পড়েছেন? যদি ভুলবশত বাদ পড়ে থাকেন, কুনো কথা নাই... কিন্তু যদি এঁদের ইচ্ছাকৃত ভাবে বাদ দেয়া হয়ে থাকে, তাইলে দুইখান কথা আসে।
ReplyDeleteহাহা, ভালো বলেছেন দেবাশিস। না ভুলবশত নয়। এমনিই আরকি।
Deleteলে হালুয়া
Deleteuttam na soumitra: both!!
ReplyDeletesuchitra na supriya: uff dutoi osojyo!
madhabi na sabitri: both!
chiranjit na abhishek: sotti hasi pelo :D
ritu na roopa: ritu
jeet na dev: jeet! amar dev ke dekhlei dhore ke**te icche kore x-(
koel na swastika: swastika. hemlock society te koel ja nekamo koreche :/
paran na kharaj: amar to 2jonkei darun lage :(
ar bakigulote motmuti akmot.
বেশিরভাগই মিলেছে কুহেলি। গুড গুড।
Deleteআমি বাংলা সিনেমা খুব কম দেখেছি| এটা প্রবাসে বড় হওয়ার ফল, যে রবিবারের বিকেলের রেগুলার সিনেমাটাও জুটতনা| তবে অনেকগুলো ব্যাপারেই পছন্দ অপছন্দ আছে| যেমন সৌমিত্র কে উত্তমের থেকে এগিয়ে রাখব| সন্তোষ দত্তকে আমি পরশপাথরে কল্পনা করতে পারি, কিন্তু তুলসী চক্রবর্তীকে সোনার কেল্লায় ভাবতে পারছিনা| কাজেই জটায়ুর জয়| সেরকমই আমি অনিল চ্যাটার্জি আর জহর রায়কে হয়ত এগিয়ে রাখব| পাহাড়ি সান্যাল না বিকাশ রায়, সাবিত্রী না মাধবী, পরান না খরাজ... দুজনে দুরকম| বলা মুশকিল| তবে ওই দেবাশীষবাবুর কমেন্টের রেশ টেনে বলি, মিঠুন এবং উৎপল দত্ত এই দুজনের কিন্তু বলিউড বা টলিউড দুটোর কোনো একটায় থাকা উচিত ছিলই (দুটোতেও থাকতে পারতেন)|
ReplyDeleteআচ্ছা, আপনাকেই দিই কাজটা। আমি পারিনি। উৎপল দত্ত আর মিঠুনের উল্টোদিকে দুজনকে (আশা করছি 'উৎপল দত্ত না মিঠুন চক্রবর্তী' বানাবেন না) বসিয়ে ডিস ওর ড্যাট বানিয়ে দিন প্লিজ। ইয়ার্কি মারছি না, চেপেও ধরছি না। সত্যি সত্যি মন থেকে বলছি।
Deleteবাকি সবাইকেও বলা রইল, আপনারাও চাইলে করতে পারেন।
মিঠুনের সঙ্গে কমল হাসানকে তুলনা করা যায় কি? উৎপল দত্তর ব্যাপারটা অবশ্য আরো শক্ত| হিন্দী সিনেমার ভিলেন হিসেবে হয়ত প্রানের সঙ্গে তুলনা করা চলে, কিন্তু সিরিয়াস রোলে? কমেডিয়ান হিসেবে? আমি কাজটা বাকিদের হাতেই ছাড়লাম|
Deleteএটা আনফেয়ার হচ্ছে সুগত। টলিউডের লিস্ট, আপনি কমল হাসান পেলেন কোথায়? একটা দুটো সিনেমায় অভিনয় করেছেন, খুব ভালোই করেছেন নিশ্চয়, কিন্তু তাই বলে তাকে বাংলা সিনেমার অভিনেতা বলাটা...
Deleteমনে করে দেখুন, আপনাদের অভিযোগ সেটাই ছিল কিন্তু "বাংলা সিনেমার লিস্টে মিঠুন নেই কেন?"
উৎপল দত্তের সঙ্গে প্রাণের তুলনাটাও একই দোষে দুষ্ট।
এ হে হে না না, আমার লেখাতে একটু ভুল হয়ে গিয়েছে| আমি আপনার বলিউড কলিং এ মিঠুনের নাম না দেখে ভারী অবাক হয়েছিলাম| তাও ভেবেছিলাম বাংলায় দেখব হয়ত, কারণ উনি বাংলায় সিরিয়াস রোল বেশি করেছেন| বাংলাতেও নেই দেখে "পোবোল পোতিবাদ" জানালাম, যে বাংলা হিন্দী দু জায়গা থেকেই মিঠুন আর উৎপল দত্তের নাম বাদ যায় কিকরে? সেই সুত্রে দুটো তুলনাই সেই বলিউডেরই দিয়ে ফেলেছি| তবে ওভারল অভিনেতা হিসেবে কিন্তু মিঠুনের সঙ্গে দাঁড়াবার মতন একমাত্র কামাল হাসান - দুজনেই হিন্দী ছবি আর নিজের ভাষার ছবিতে- দু জায়গাতেই প্রচুর সিনেমা করেছেন, আবার দুজনেই সিরিয়াস এবং কোডোপাইরিন মার্কা দুরকমের ছবিতেই অভিনয় করেছেন| বাংলায় বললে ওই ধৃতিমান কিম্বা ভিক্টর ব্যানার্জির সঙ্গেই দিতে হবে| উৎপল দত্তের সঙ্গে পাল্লা দিতে পারতেন হয়ত ছবি বিশ্বাস বা বিকাশ রায়, কিন্তু আপনি ঠিকই বলেছেন, উৎপল দত্তের উল্টোদিকে দাঁড়াবার মতন কেউ নেই| কিন্তু কেউ অদ্বিতীয় হলে সে লিস্টি থেকে বাদ এটা কি ঠিক বিচার হলো? তাই একটু ঘ্যান ঘ্যান করছিলাম আর কি!
Deleteসুচিত্রা, ছায়া দেবী, চিন্ময় রায়, আর পরমব্রত! :-)
ReplyDeleteরবি ঘোষ টায় হাইফাইভ :D
ইয়ো আত্রেয়ী, হাই ফাইভ।
DeleteKono mane hoy???? Darao bhalo kore dekhe boli -
ReplyDelete1. Uttam (kintu khub baje korecho eta, Jhinder Bondi holey Soumitra)
2. Suchitra. Supriya'r opor amra bari shuddhu sobai khub khappa.
3. Sabitri (Madhabi o bhalo, tobe Sabitri'r sange no comparison)
4. Aparna. Eto sundori o accomplished mohila chot kore chokhe pore na.
5. Chhaya Debi. Saptapadi ar Saat paake bandha'r jonye.
6. Jatayu..Jatayu..
7. Subhendu ke bhari sundor bangali bhadrolok type dekhte. Tarun Kumar, Bhanu, Nripoti, Robi Ghosh sob millo
8. Chhabi Biswas, Pahari Sanyal, Bikas Ray ar Kamal Mitra - e ki kando korecho?? Ora sobai amar bhishon priyo! Chhabi Biswas er moto jomidar, Kamal Mitra'r moto rashbhari baba (ektu sahebi baba), Bikas Ray'r moto barrister ar Pahari Sanyal er moto mama ba kaka amar chai.
9. Notun der modhye Kharaj, Rajatabha ar Sabyasachi khubi bhalo. Raima o moter opor 2-1 ta movie kharap kore ni.
Baki gulo ar dhortobyer modhye noy. Oi Koyel, Deb etc der je chini na tatei khushi hoyi. Ki sob cinema'r naam - Le chhakka, Le halua, Tontro montro... baba re! Shunlei okka paoyar jogar hoy amar!!
Victor ar Saswata ke bolte bhule gechi. Saswata ke ami Kahaani ar Bhuter Bhabishyot dekhar agey underestimate korechilam. Kintu ekhon dekhchi bhadralok er sundor versatility ache. Victor ke besh sundor dekhte ar Ghare Baire te koreochilo bhalo ekta role :)
ReplyDeleteদেখলে রিয়া, কালকেই তোমার সাথে কিচ্ছু মিলছিল না, আজ কতগুলো মিলে গেল। শাশ্বত নিয়ে আমি তোমার সাথে সম্পূর্ণ একমত। ওই দুটো সিনেমা আমার চোখ খুলে দিয়েছে।
Deleteবোম্বাই মার্কা ফিল্মঃ
ReplyDeleteউৎপল দত্ত না অশোক কুমারঃ উৎপল দত্ত
উৎপল দত্ত না ওম প্রকাশঃ উৎপল দত্ত
উৎপল দত্ত না অনুপম খেরঃ উৎপল দত্ত
উৎপল দত্ত না প্রাণঃ উৎপল দত্ত
মিঠুন চক্রবর্তী না সানি দেওলঃ মিঠুন চক্রবর্তী
মিঠুন চক্রবর্তী না সলমন খানঃ মিঠুন চক্রবর্তী
ভালো বাংলা সিনেমাঃ
মিঠুন না ধৃতিমানঃ মিঠুন
মিঠুন না ভিক্টরঃ মিঠুন
উৎপল দত্ত না - নাহ, সমালোচনা করাটা ভুল হয়েছে দেখছি। উৎপল দত্তর উল্টোদিকে দাঁড় করাবার মতো লোক নেই।
আমি সরি দেবাশিস, কিন্তু একটা কথা না বলে পারছি না। সানি দেওল, সলমান খান, প্রাণ, ওমপ্রকাশ, অনুপম খের এবং হ্যাঁ অশোককুমারকেও টলিউডের লিস্টে রাখাটা একটু বাড়াবাড়ি।
Deleteআর আপনার মিঠুন ধৃতিমান পেয়ারিংটা নিয়ে বলিঃ আপনি ওটায় এমন দুজনকে তুলনা করেছেন, যাঁদের তুলনা আলাদা আলাদা খুঁজে পাইনি বলে দুজনকেই গোড়ার লিস্টটা থেকে বাদ দিয়েছিলাম। ধৃতিমানের ও একই কেস। তুলনা খুঁজে পাইনি। আর 'মিঠুন না ধৃতিমান' ব্যাপারটায় আমার মত নেই, কারণ ধৃতিমান আজীবন দাঁতের ফাঁক দিয়ে ইমপেক্যাবল ইংরিজি বলে এসেছেন, আর মিঠুনের পিতৃদত্ত নাম কী ছিল জানেন নিশ্চয়? গৌরাঙ্গ।
Mithun e no comments kintu Utpal Dutt-er pashe daranor amio kauke pachhi na. Shey Michael Madhusudan i bolo, Sriman Prithwiraj er Rai Bahadur bolo ar Gol-Maal er oi sanghatik baba i bolo. Hands down jitbe!!
ReplyDeleteএই রে, "বোম্বাই মার্কা ফিল্ম" কথাটা বড় font এ দেওয়া উচিত ছিল। ভুলটা আমার, আরেকটু প্রাঞ্জল করে বোঝানো উচিত ছিল যে ওই কমপ্যারিজন টা বলিউডের জন্য (হয়ত ভুল জায়গায় চলে এসেছে)
ReplyDeleteami onek late.. tao bolchi:
ReplyDeleteuttam-soumitra, bikash-pahari, chobi-komol - tough call to say who's better.
srila-papiya, bikram-sukhen, jeet-deb, chironjeet-abishekh - tough call to say who's worse.
supriya r ulto dike tumi jakei boshabe ami takei vote debo...jodio suchitra amar khub pochhonder byakti non, in terms of acting, not looks..
baki omiil gulo holo - chhaya debi, santosh datta, swastika.
বুঝলাম। তোমার একটা পছন্দ (বা অপছন্দ) দেখে খুব খুশি হয়েছি। শ্রীলা মজুমদার। আমারও খুব খারাপ লাগে।
Delete