সাপ্তাহিকী



The Most Viewed Photo of All Time bliss1 mini

ছবিটা চেনা চেনা ঠেকছে? সবাই বলছেন এটা নাকি পৃথিবীর মোস্ট ভিউড ফোটোগ্রাফেদের মধ্যে একটা। বাকি ফোটোগুলো দেখতে এখানে ক্লিক করুন।

রেকর্ড ভাঙার দিন কি তবে ফুরোল?

সদাব্যস্ত মানুষেরা পড়ে দেখতে পারেন।

সেদিন সাজা নিয়ে কথা হচ্ছিল, এই দেখুন এরাও কেমন সেজেছে।

আমার মাথায় কিছুতেই ঢোকে না, তবে দেখুন আপনাদের যদি ঢোকে।

শিখে নিন, কাজে দেবে।


এই এক্সপেরিমেন্টটা ভালো, করে দেখতে পারেন।

লা রে লাপ্পা তো অনেক হল, আজ বরং একটা সমোসকৃত গান শুনুন।

ব্যস, এ সপ্তাহের মতো এটুকুই। এসপ্তাহে সিরিয়াল মোনোগ্যামিস্ট ছাপা হল না কারণ মগজে জব্বর কার্ফিউ লেগেছে। পরের সপ্তাহে আবার ওসব হবে'খন। সোমবার পর্যন্ত আপনারা সবাই খুব ভালো হয়ে থাকবেন, মা বাবার কথা শুনে চলবেন আর অবান্তরকে মিস করবেন এই আশা নিয়ে, টা টা।

Comments

  1. টিমসাহেব আমার জীবনদর্শন জানলেন কীভাবে? :O

    ReplyDelete
  2. টিম সাহেবের জীবনদর্শন সত্যিই বড্ড ভালো লাগলো, আর ওই ছবি নিয়ে এক্সপেরিমেন্টটা একবার হুজুক উঠেও বন্ধ হয়ে গেছে ... দেখি যদি আবার হুজুক তোলা যায় :)

    ReplyDelete
    Replies
    1. ওহ তোমাদের মাথায় এই ব্যাপারটা এসেছিল সংহিতা? তাহলে আর দেরি কেন শিগগিরি ক্যামেরা নিয়ে লেগে পড়।

      Delete
  3. টিম সাহেবের লেখাটা বেশ সময়োপযোগী| আর ওই যারা সেজেছে তাদের মধ্যে দেখলাম জলদস্যু সেজেছে প্রথমজন... আবার সেই জাহাজ জাহাজ খেলার কথাই মনে পড়ে গেল|
    অনন্তের পরিমাপ টা আগে পড়েছি, গ্যামোর লেখা "ওয়ান, টু, থ্রি... ইনফিনিটি" বই টায়|
    কবে থেকে আশা করে বসে আছি আমার তোলা একটা ছবি ঐরকম কেউ মোটা দামে কিনে নেবে কিন্তু কোথায় কি? একবার লাক্স গেঞ্জির বিজ্ঞাপন হয়েছিল বটে আমার তোলা ছবি নিয়ে, আর সেটা কলকাতার "মোস্ট ভিউড" ও হয়ে থাকতে পারে, কিন্তু আমার অনুমতিও নেওয়া হয়নি, পয়সাও দেওয়া হয়নি|

    ReplyDelete
    Replies
    1. অ্যাঁ সেকি? লাক্স কম্পানি আপনার ছবি এরকম আত্মসাৎ করে ফেলল? ওইজন্যই ব্যাটাচ্ছেলেদের বিজনেস ডাউন হয়ে গেছে।

      Delete
    2. এটা কি কাটা ঘায়ে নুনের ছিটে হলো? আপনি বলতে চাইছেন আমার তোলা ফটো দিয়ে বিজ্ঞাপন করলে ব্যবসা উঠে যায়?

      Delete
    3. দেখেছেন, দুটো ভালো কথা বলে সান্ত্বনা দিতে গেলাম আর উল্টে আমাকেই ফাঁদে ফেলতে লেগেছে। ভালো লোকের জমানাই নেই, জঘন্য।

      Delete
  4. arre oi Todi'r theke aar ki asha koren? o je shudhu apnar chobi tai topkechey mundu ta rekhe, shei anek...tobe loktar satyi jail hoya uchit!!!

    ReplyDelete
    Replies
    1. সত্যি, আমি যে বেঁচেবর্তে আছি এটাই ঢের| ওকে কে জেলে দেবে শুনি? যে পুলিশ অফিসার ওর বিরুদ্ধে তদন্ত করছিলেন তিনিও তো একই জায়গায় আত্মহত্যা করলেন| তার পর থেকে সব চুপ চাপ|

      Delete
    2. হ্যাঁ, টোডির ল্যাজে পা দিয়ে কাজ নেই বাবা।

      Delete
  5. erakam aro kayekta সমোসকৃত গান sunte chai:)

    ReplyDelete

Post a Comment