সাপ্তাহিকী
ছেলের সঙ্গে পাবলো পিক্যাসো ছবিঃ রবার্ট কাপা I think everybody should like everybody. এমন কথা আর কেই বা বলতে পারেন? অ্যান্ডি ওয়ারহল ছাড়া? ক্যানভাস যখন মুখ। শাহরুখ খান বা প্রীতি জিন্টার মতো গালে টোল চাই? তবে এই যন্ত্রটা জোগাড় করুন। ১৯৭৫ সালের একটি বিয়েবাড়ি। আহা এরকম একটা ঘুড্ডির সঙ্গে আমিও যদি উড়ে যেতে পারতাম। ফোটোগ্রাফির ভালোমন্দ। যে চাকরিগুলো আপনি চাইলেও আর পাবেন না। অরিজিনাল বরফি! এসপ্তাহে আপনাদের জন্য রইল এই মধুর গানটি। কানুকে দিয়ে যেতে পারছি না, কিন্তু অবান্তরকে আপনাদের হাতে ছেড়ে দিয়ে ক'দিনের জন্য ভাগলবা হচ্ছি। দেখা হবে সোম নয়, মঙ্গল নয়, বুধ নয়, সেই এক্কেবারে বৃহস্পতিবার। ততদিন ভালো হয়ে থাকবেন, বরফি এখনো না দেখে থাকলে দেখে ফেলবেন, আর অবান্তরকে মনে রাখবেন। টা টা।