নাক কার?






Comments

  1. Replies
    1. ইয়েস! নাক দিয়ে চিনে ফেলেছেন দেখছি। ফার্স্ট প্রাইজ। অনেক অনেক অভিনন্দন।

      Delete
    2. গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা|

      Delete
    3. হাহাহাহা ট্রু ট্রু।

      Delete
  2. Han e naak Dadur na hoye jay na... naker nicher onsho tai sahajyo korlo beshi...

    ReplyDelete
    Replies
    1. আহা আমি তো ওটা একটু সাহায্য করব বলেই রাখলাম। যখন কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয় তখন প্রথম বছরে প্রশ্নপত্র একটু সোজা করাই উচিত।

      আচ্ছা আবির তোমাকে যেটা বলার ছিল, তোমার প্রোফাইলে তোমার নিজের ব্লগটার লিঙ্ক নেই কেন? শিগগিরি দাও, নয়তো লোকে খুঁজে পাবে কী করে?

      Delete
    2. এই রে তার মানে কোশ্চেন কঠিন হতে চলেছে? এমনিই পারি না, তাতে আবার এই রকম প্যটার্ন চেঞ্জ। ফেলের পর ফেল করব :)
      হ্যাঁ, এবার আমার ব্লগটা নিয়ে একটু একটু কনফিডেন্স পাচ্ছি। এবার থেকে ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট দিয়ে কমেন্ট করব। এটাতে আশা করি লিঙ্কটা থাকবে।

      Delete
  3. oi naak bangalir akbari hoyeche.ar hoyni:)

    ReplyDelete
  4. ei nak ta to khub chini..
    kintu ebar tumi nak, kan esob debe bujhi... puro chehara dileo ghol khetam!! amar r chance nei...

    ReplyDelete
    Replies
    1. আরে এই তো পেরে গেলে গোবেচারা। আছে আছে চান্স আছে, ঘাবড়াও মত।

      Delete
  5. New Question pattern, LIKE it.Eta besh jombe ebar!

    ReplyDelete
    Replies
    1. আইডিয়াটাতো তোমারই সুমন।

      Delete
  6. jabbaba ebar theke naak kaan haat paa dekhe chenen naki debe naki? ami puro mukh hajar pixel e dileo parina r esob to akkere out of syllabus :( tobe hya, eite soja chilo

    ReplyDelete
    Replies
    1. তবে? বাকিগুলোও পারবে দেখো।

      Delete

Post a Comment