Dis or Dat: নামসংকীর্তন
অড্রে হেপবার্ন
অ্যালবার্ট আইনস্টাইন না অ্যালবার্ট কামুঃ
অ্যালবার্ট আইনস্টাইন
টম হ্যাঙ্কস না টম ক্রুজঃ টম হ্যাঙ্কস
রবি ঠাকুর না রবি বর্মাঃ রবি ঠাকুর
শশী কাপুর না শশী থারুরঃ শশী কাপুর
সুচিত্রা সেন না সুচিত্রা মিত্রঃ সুচিত্রা মিত্র
অ্যালফ্রেড নোবেল না অ্যালফ্রেড হিচককঃ অ্যালফ্রেড
নোবেল
জেন মার্পল না জেন অস্টেনঃ জেন মার্পল
অড্রে হেপবার্ন না অড্রে টুটুঃ অড্রে হেপবার্ন
হেলেন কেলার না হেলেন মিরেনঃ হেলেন কেলার
ডেভিড বেকহ্যাম না ডেভিড সুশেঃ ডেভিড সুশে
মাইকেল জ্যাকসন না মাইকেল মুরঃ মাইকেল জ্যাকসন
সঞ্জয় দত্ত না সঞ্জয় গান্ধীঃ সঞ্জয় দত্ত
কপিলদেব নিখাঞ্জ না কপিল সিবালঃ কপিলদেব নিখাঞ্জ
শচীন দেব বর্মণ না শচীন তেন্ডুলকরঃ শচীন দেব বর্মণ
আমির খাঁ না আমির খানঃ আমির খাঁ
হিল্যারি ক্লিন্টন না হিল্যারি সোয়্যাঙ্কঃ হিল্যারি
ক্লিন্টন
জাভেদ আখতার না জাভেদ জাফরিঃ জাভেদ আখতার
আশা পারেখ না আশা ভোঁসলেঃ আশা ভোঁসলে
অমিতাভ বচ্চন না অমিতাভ ঘোষঃ অমিতাভ বচ্চন
অনুরাগ কাশ্যপ না অনুরাগ বাসুঃ অনুরাগ বাসু
জর্জ ওয়াশিংটন না জর্জ অরওয়েলঃ জর্জ অরওয়েল
বব ডিল্যান না বব মার্লিঃ বব ডিল্যান
আশুতোষ মুখোপাধ্যায় (স্যার) না আশুতোষ গোয়ারিকরঃ আশুতোষ
মুখোপাধ্যায়
লিওনার্দো দ্য ভিঞ্চি না লিওনার্দো ডিক্যাপ্রিওঃ লিওনার্দো দ্য ভিঞ্চি
বুদ্ধদেব ভট্টাচার্য না বুদ্ধদেব বসুঃ বুদ্ধদেব বসু
মহম্মদ আজহারউদ্দিন না মহম্মদ রফিঃ মহম্মদ রফি
মিশেল ওবামা না মিশেল প্লাতিনিঃ মিশেল প্লাতিনি
সুমন দে না কবীর সুমনঃ কবীর সুমন
স্টিফেন কিং না স্টিফেন হকিং: স্টিফেন হকিং
উইলিয়াম আর্থার ফিলিপ লুইস না উইলিয়াম হেনরি গেটস (III): উইলিয়াম হেনরি গেটস (III)
অনেকগুলোই ওই "সুভাষ বোস না তক্তপোষ" গোছের হয়ে গেল (দা ভিঞ্চি না ডি ক্যাপ্রিও, হে হে)। তবে তেন্ডুলকর / দেব বর্মণ এর ওখানে আপনি ভুল করে শচীন দেব বর্মণ লিখে ফেলেছেন, ওটা শচীন তেন্ডুলকর হবে। তাই তো? প্রিন্টিং মিসটেক তো? কোন ব্যাপার নয়, মানুষ মাত্রেরই ভুল হয়, ভুলটা শুধরে নিন তাড়াতাড়ি।
ReplyDeleteহাহা দেবাশিস, আমি সিরিয়াসলি ভাবছিলাম বোধহয় 'শচীন দেব বর্মণ না শচীন দেব বর্মণঃ শচীন দেব বর্মণ' টাইপ করে ফেলেছি। তড়িঘড়ি দেখতে গিয়েছিলাম। আপনি তেন্ডুলকরকে রাখুন, আমি গ্ল্যাডলি এস ডি-কে রাখছি। নো হার্ড ফিলিংস।
Deleteআরে সুভাষ বোষ না তক্তপোষটাই তো উদ্দেশ্য ছিল আমার এই ডিস অর ড্যাট-টায়। ইন ফ্যাক্ট আমি সিরিয়াসলি ভেবেছিলাম সুভাষ বোষ না সুভাষ চক্রবর্তী অপশনটা রাখব, অতিকষ্টে নিজেকে নিবৃত্ত করেছি।
aamio sachin karta ke rakhlam....tobe bose versus chakkorti ta netaji-pyanji noy, blasphemy hoye jeto :))
Deleteসেটাই তো শম্পা, তারপর ফরওয়ার্ড ব্লকের লোকজন এসে আমার বাড়িতে ঢিল ছুঁড়ত। তাই ভেবেচিন্তে আর লিখলাম না।
Deleteeta amar khub pachanda hayeche ....tobe kichu loker sange nehati abichar kara hayeche....!!Hitchcock ke nobeler pase basanor mane ki??ar suman dey na kabir suman ta jataa..:))kimba mohammed azharuddin /mohammed rafi!!!sob miliye fatafati....
ReplyDeleteথ্যাঙ্ক ইউ তিন্নি। আরে অ্যালফ্রেড দিয়ে আর নাম পাচ্ছিলাম না তো! নাহলে আমাকে হিচকক-দাদুর সঙ্গে এই অবিচারটা করতে হত না।
Deleteuporer chabita ki sundar..
Deleteভদ্রমহিলাকে ঠিক এই পৃথিবীর মনে হয় না, তাই না?
Deleteএই তক্তপোষে কেবল একটি প্রিন্ট মেলেনি- আমি অনুরাগ কাশ্যপ বাছবো।
ReplyDeleteতা, এই random ধাঁচের সাথে মিলিয়ে একটা গপ্পো- আজ সকালে খবরে পড়লাম, মীরা নায়ার মিরান্ডা হাউসে থাকাকালীন থেটার করার সময় ক্লিওপেট্রা সেজে শশী থারুরকে চুমু খাওয়ার আগে পেঁয়াজ খেয়ে যেতেন। কারণ হিসেবে বলছেন- লোকটা pompous ছিলো... কি অদ্ভুত, আশ্চর্য আর অপ্রাসঙ্গিক একটা তথ্য!! :P
যেমন শশী থারুর তেমনি মীরা নায়ার। ইন্টারভিউ দেওয়ার সময় লোকে যে কী বলবে আর কী বলবে না সে নিয়ে সেলিব্রিটিদের সেমিনার শোনানো উচিত। \
Deleteবাকি সব তক্তপোষ মিলেছে দেখে প্রীত হলাম সুনন্দ।
Eta kirokom ghete gelo. Karur karur jor competition holo (Alfred der moto) ar karur kono manei holo na (Leonardo ra). Na na, er theke emni dis or dat gulo beshi bhalo hoy :(
ReplyDeleteওকে।
Deleteঅ্যালবার্ট আইনস্টাইন না অ্যালবার্ট কামুঃ অ্যালবার্ট আইনস্টাইন (যদিও কামুর নামে সাইলেন্ট এস্ আছে)
ReplyDeleteশশী কাপুর না শশী থারুরঃ বলা শক্ত, কারণ দ্য গ্রেট ইন্ডিয়ন নভেল মারাত্মক বই
অ্যালফ্রেড নোবেল না অ্যালফ্রেড হিচককঃ হিচকক (নোবেল সম্বন্ধে ঐ ডায়নামাইট ছাড়া আর কিছু জানিনা)
অড্রে হেপবার্ন না অড্রে টুটুঃ অড্রে হেপবার্ন (কিন্তু ওটা ওদ্রে তোতু)
শচীন দেব বর্মণ না শচীন তেন্ডুলকরঃ এটা একেবারে রাজায়-রাজায়। তেন্ডুলকর।
আমির খাঁ না আমির খানঃ আমির খান
হিল্যারি ক্লিন্টন না হিল্যারি সোয়্যাঙ্কঃ পরেরজন কে? :O
অনুরাগ কাশ্যপ না অনুরাগ বাসুঃ অনুরাগ কাশ্যপ (কেন বাসু????????????)
মহম্মদ আজহারউদ্দিন না মহম্মদ রফিঃ মহম্মদ আজহারউদ্দিন
অ্যালবার্ট আইনস্টাইন না অ্যালবার্ট কামুঃ অ্যালবার্ট আইনস্টাইন (যদিও কামুর নামে সাইলেন্ট এস্ আছে)
Deleteভাগ্যিস বললে।
হিল্যারি ক্লিন্টন না হিল্যারি সোয়্যাঙ্কঃ পরেরজন কে? :O
Boys Don't Cry (1999), Million Dollar Baby (2004) দেখতে পারো। যদিও মেনস্ট্রিম হলিউড, ভালো লাগতে পারে।
অড্রে হেপবার্ন না অড্রে টুটুঃ অড্রে হেপবার্ন (কিন্তু ওটা ওদ্রে তোতু)
ওহ তাহলে তো এই পেয়ারিং-টা ভুল হয়েছে। যাই হোক ভুল ঠিক করে দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ, এবার থেকে ঠিক উচ্চারণটা বলব।
না না, কামুর ব্যাপারটা বুঝলিনা। আমার সাইলেন্ট অক্ষরওয়ালা নামের লোকেদের প্রতি পক্ষপাতিত্ব আছে।
Deleteআমি দিব্যি মেনস্ট্রীম সিনেমা দেখি, হ্যাটা করছিস্ কেন?
ওহ, তোমার পক্ষপাতিত্বটা আনকমন তাই বুঝিনি। হ্যাটার পার্টটার জন্য ক্ষমা চাইছি। সরি।
Deleteপ্রিয়াঙ্কা, আপনার কমেন্টটা ভুলবশত ডিলিট হয়ে গেছে। সরি। তবে সঞ্জয় দত্ত আর সঞ্জয় গান্ধী দুজনেই যে খারাপ সে বিষয়ে আমি আপনার সঙ্গে একমত
ReplyDeleteekta suggestion: ei segment-tar naam "troirashik, na bhognangsho" korey diley hoy na?
ReplyDeleteকেন? আমি "troirashik, na bhognangsho" নামটার তাৎপর্য বুঝতে পারিনি, বুঝিয়ে দাও প্লিজ।
Deletesheki? bojhoni? ota "ha ja ba ra la"-r reference. udho aar budho jhogra korchhilo, konta nebe tai niye.
Deleteওহ।
DeleteAmi jantam emon tai hobe.... naam dutoi je opoya(abar jodi urejaay tai r naam nilam na)
Deleteহাহা প্রিয়াঙ্কা, না না এটায় ওনাদের কোনো অবদান নেই, একেবারেই আমার ক্যাবলামো।
DeleteBokamita kora valo.... seta pet r moner pokkhe bes upadeyo,ontoto ami tai mone kori.... vagghis seta mondea koren na hole ki r porer post(গেম থিওরি) ta porte petam.... aasa rakhi jogot pita apnar opor ei aashis bojay rekhe cholben....
ReplyDeleteআমিও অবশ্য বিশ্বাস করি বোকামোকে লোকে যতটা খারাপ মনে করে ব্যাপারটা আসলে অতটাও খারাপ নয়। ওপরচালাকির থেকে অন্তত ভালো। কিন্তু আপনার শুভেচ্ছা পেয়ে খুব ভালো লাগল। অবান্তরের নতুন পাঠক হওয়ার জন্য অনেক ধন্যবাদ।
Deleteporchi bes kichu din dhorei kintu kono montobbo korar aage baki lekha gulo gogrash e gilchilam.... dhonnobad dea lojja deben na ami emnitei ektu besi matray lajuk..
Deleteei post ta te choose kora khub difficult:
ReplyDelete1. netaji-piyaji combination
2. combination er dujon ke equally chini na
tao ekta omiil oboshyoi aamir khan