The Guernsey Literary and Potato Peel Pie Society
হয় আমার গল্পের বইয়ের বৃহস্পতি আপাতত তুঙ্গে যাচ্ছে, নয় আমি বুদ্ধি খাটিয়ে এমন সব বুদ্ধিমান লোকেদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে রেখেছি যারা আমাকে একের পর এক অসাধারণ সব বইয়ের সন্ধান দিয়ে চলেছেন।
যেমন ধরুন The Guernsey Literary and Potato Peel Pie Society.
The Guernsey Literary and
Potato Peel Pie Society আমার স্মরণযোগ্য অতীতের একমাত্র বই যেটা আমি এ’মলাট থেকে ও’মলাট পর্যন্ত
একবারও মাথা না তুলে শেষ করেছি। নাওয়া, খাওয়া, ইন্টারনেট বিস্মৃত হয়ে। বং মম, এমন
একখানা বই পড়ানোর জন্য আপনাকে মনের একেবারে ভেতর থেকে ধন্যবাদ। সত্যি।
আচ্ছা এবার বইটার
কথায় আসা যাক। বইটায় কী কী আছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধবিধ্বস্ত লন্ডন আছে, সেই
লন্ডনের অলিতেগলিতে ঘোরা আমাদের সুন্দরী বুদ্ধিমতী নায়িকা আছেন যিনি নিউজপেপারে মজারু
কলাম লিখে সদ্য খ্যাতির শীর্ষে উঠেছেন, নায়িকার পিছু ধাওয়া করা রহস্যময়
অ্যামেরিকান কোটিপতি আছে, ‘কিট’ নামের একটা
ভীষণ গম্ভীর চার বছরের মেয়ে আছে, দীর্ঘ পাঁচ বছর পরে জার্মানদের হাত থেকে মুক্তি
পাওয়া ইংলিশ চ্যানেলের বুকে একটা ছোট্ট দ্বীপ আছে, যে দ্বীপে আবার একটা
সাহিত্যসমিতিও আছে।
ভালো বই নিয়ে কথা
বলতে শুরু করার বিপদ হচ্ছে থামা যায়না। এই যেমন আমার এখন আপনাদের হড়হড়িয়ে বলে দিতে
ইচ্ছে করছে সেই সাহিত্যসমিতির রোমহর্ষক শুরুটা কী করে হয়েছিল, তার সদস্যরা কে
কীরকম, তাঁদের মধ্যে কেউ ব্ল্যাক ম্যাজিকের চর্চা করেন কিনা।
আর আছে যুদ্ধের
বিভীষিকা। হিটলারের “ডেথ বাই এক্সসশন”-এর ব্রিলিয়ান্ট ফন্দি। দিনের পর দিন খেতে না
পাওয়া মানুষ, রোদে পুড়ে, ঠাণ্ডায় জমে, জার্মান সৈন্যদের জন্য বাঙ্কার বানানোর পাথর
বইতে বইতে, মাইলের পর মাইল খালি পায়ে হাঁটতে হাঁটতে মরে যাবে। নিজে নিজেই। তারপর
তাদের দেহগুলো একজায়গায় ঢিবি করে আগুন জ্বালিয়ে দিলেই ব্যস। নিশ্চিহ্ন।
আর এই সর্বগ্রাসী
নারকীয়তার মধ্যে জেগে আছে এলিজাবেথ, ক্রিশ্চিয়ান হেলম্যানের মতো ক’জন মানুষ। চারপাশের পশু
হয়ে যাওয়া মানুষের সমুদ্রে খড়কুটোর মতো ভেসে আছে। শত চেষ্টাতেও যাদের মুছে ফেলা যায়নি। বইটা বন্ধ করার পর হৃৎপিণ্ড
দোমড়ানো যুদ্ধের বর্ণনা ছাপিয়ে যাদের কথা আপনার মনে থেকে যাবে।
সেটাই জিত।
এলিজাবেথের, পটেটো পিল পাই সোসাইটির আর এই বইয়ের লেখকের।
আপনারা সবাই যত
তাড়াতাড়ি পারেন, আইনি বেআইনি পথে বইটা জোগাড় করে পড়ে ফেলুন। তারপর আপনারা যদি
বলতে চান তখন বইটা নিয়ে কথা বলা যাবেখন। ততক্ষণ আমি যত কষ্টই হোক না কেন, মুখে লিউকোপ্লাস্টার
সেঁটে বসে থাকব কথা দিচ্ছি।
Order kore diyechhi. :D
ReplyDeletep.s. Ebar 'Em and the Big Hoom' poro. Othoba 'Kartography'.
ওকে বিম্ববতী।
DeletePosto diye potato peel khete ja daarun laage, potato peeler bishoye post-o je bhaloi hobe e ar ashchorjyo ki? Amar "To Read" list e arekta boi jog holo.
ReplyDeleteHa, ha, Ha...good one Sudipto :-D Post-o na bhaalo hoy jaay
Deletepotato peel posto bhaja tow daroon botei, kintu otake shukno lonka, shorsher tel and ek chimti shorshe sange mishiye bete, ektu light fry korleo daroon....shunechi eta bardhaman special....
DeleteShampa, potato peel ta ke bat te hobe ?
Deletehyan, potato peel ta ke jol e bhijiye rakhle ota besh norom hoye jay. eta choto notun alur peel holey aaro bhalo....tate shukno lonka, ektu shorsher tel (ba anya kono tel) aar ektu shorshe diye ektu mota kore bat-te hobe...ei makha byapar take gorom tel e 1 minute fry kore bhat e sange khay. durdarsho bhalo khete!
Deleteবাঃ পোস্ট লিখে ফাউ রেসিপি! অনবদ্য।
DeleteBaba baancha gelo boi ta bhalo legeche bole, ami ekta review te porlam je "love angle" ta ektu kaancha legeche tai bhabchilam tomar ki rokom laage (laabh taavbh niye tomar onek motamot ache to tai ;-)
ReplyDeleteAmar ekhon "The Help" o shesh. Eibar ami ki pori ? BTW tumi Ruth Reichl er boi porecho ? "Guernsey..." 'r dhare kache noy tobe mon bhalo kora boi ar khaoa ache. http://www.amazon.com/Tender-Bone-Growing-Random-Readers/dp/0812981111/ref=pd_sim_b_1/179-3170064-7242826
বং মম, বিম্ববতীর সাজেসশনস গুলো দেখুন না। রুথ রেচেলের কথা আপনি আগেও বলেছেন, দেখি এবার পড়েই ফেলব।
DeleteEi boi ta airport theke chehara dekhe kinechilam - tarpor gograshe gile abar abar porechi. darun, darun boi. ar apnar lekha o darun.
ReplyDeleteযাক, যত বেশি লোকের এই বইটা ভালোলাগে ততই ভালো। আমার লেখা ভালো লেগেছে জেনে খুশি হলাম শকুন্তলা।
DeletePorte hobe to!!!
ReplyDeleteSayan
সায়ন, এই লইটার একটা নেতিবাচক সমালোচনা পড়লাম কিছুদিন আগেই। ভালো না লাগলে আমার দোষ নোয় কিন্তু!
DeleteBoita hate peye gechhi :) Ebar porar opekkha...
ReplyDeleteEi gotrer arekta boier kotha jenechhilam, bandhuur kachhe "84, Charing Cross Road". Etao porte paren. Amar alsemir jonyo ekhoni niye otha hoy ni.
-Sayan
Arekta boi, amar khub bhalolegechhilo. Non-fiction. Porte paren. Apnar bhalo lagbei :)
Delete"Ex Libris: Confessions of a Common Reader", Anne Fadiman-er lekha...
-Sayan