ছবি দেখে ছায়াছবি, দেখুন তো চিনতে পারেন নাকি
আজ চলুন একটু অন্যরকম খেলা করা যাক। নিচে যে দশটা ছবি দেখতে পাচ্ছেন সেগুলো আসলে ছবি নয়, সিনেমার ক্লু। সবকটি ক্লু-ই সোজা, তার মধ্যে কয়েকটি তো আবার বাড়াবাড়ি রকমের সোজা। আপনাদের কাজ হচ্ছে ক্লু গুলো থেকে সিনেমা চেনা।
ছোটবেলার শিক্ষা মনে আছে নিশ্চয়? উত্তর লেখার
সময় স্পষ্ট করে কত নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছেন সেটা লিখতে ভুলবেন না। ভুললেই
ঘ্যাচাং করে নম্বর কাটব।
খেলায় টোকাটুকি এড়ানোর জন্য আমি আপাতত কমেন্ট
অদৃশ্য রাখছি। যিনি সবার আগে জবাব দেবেন তাঁকে এক্সট্রা নম্বর দেওয়া হবে। অতএব
আলসেমি না করে লেগে পড়ুন।
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
রেডি, স্টেডি (আমি যদিও অনেকদিন পর্যন্ত সেডি বলতাম), গো।
******
টিং টিং টিং খেলা
শেষ!!!
আপনাদের অংশগ্রহণ দেখে
আমি মুগ্ধ, শিহরিত, বিগলিত। ঠিক উত্তরগুলো জানাতে আর দেরি করব না কারণ আমি জানি আপনারা
আর ধৈর্য ধরতে পারছেন না। কিন্তু যে কথাটা ফলাফল ঘোষণার আগে বলতেই হয় সেটা একবার
বলে নিই?
মনে রাখবেন হার-জিতটা কথা
নয়, পার্টিসিপেশনটাই আসল। আপনারা যে সেটা করেছেন সেই জন্য আমি গর্বিত।
1. মিলিয়ন ডলার বেবি
2. সিক্সথ সেন্স
3. র্যাম + বো = র্যাম্বো
4. রিজারভয়ার ডগস
5. নো কান্ট্রি ফর ওল্ড মেন
6. দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্বস
7. ওয়াল ই
8. টুয়েলভ অ্যাংরি মেন
9. স্কার্ফ + এস = স্কারফেস
10. গ্রেপস অফ র্যাথ
এইবার নম্বরের পালা
অভিষেক, অপু---১০/১০
সুগত---৯+০.৫(প্রথম
উত্তর)=৯.৫/১০
বিম্ববতী, পরমা, দীপ্তকীর্তি---৯/১০
দেবাশিস, সুনন্দ---৮/১০
তিন্নি, কুহেলি, সায়ক, SG---৭/১০
ঋতুপর্ণা---৬/১০
স্বাগতা---৫/১০
শম্পা, রিয়া---৪/১০
শ্রমণ---পার্টিসিপেশন, পার্টিসিপেশন, পার্টিসিপেশন।
1. Million dollar Baby
ReplyDelete2. Sixth Sense
3. Rambo
6. Silence of the Lambs
7. Wall-E
8. 12 Angry Men
9. Scarface
Baakigulo bhabchhi...
5. No country for Old Men
ReplyDelete4. Reservoir Dogs
ReplyDeleteঅভিনন্দন। খুব ভালো খেলেছেন।
DeleteGrapes of Wrath ta ami naam-i shunini :(
Delete2. sense and sensibility
ReplyDelete3. tin murti
5. cross-connection
7. ET.....................mone hoy shob kotai bhul holo :P
আরে নো প্রবলেম শ্রমণ। নেক্সট টাইম।
Deleteparticipationer jonyo kichhu nombor chai ....puro World Cup-e Bangladesher moto performance amaar :(
Deleteআরে দুঃখের কী আছে শ্রমণ। আজ যে বাংলাদেশ, খেলতে খেলতে সেই তো কাল অস্ট্রেলিয়া হবে। দিল ছোটা মত করো।
Delete1. Million-Dollar Baby
ReplyDelete2. The Sixth Sense
3. The Great Buck Howard (পুরুষ ছাগলকে buck-goatও বলে, আধ নম্বর না দিলে ফাটাফাটি করব)
4. Reservoir Dogs
5. No Country for Old Men
6. Silence of the Lambs
7. Wall-E
8. 12 Angry Men
9. Scarface (Scarf+Ace)
10. The Grapes of Wrath
এই ফার্স্ট বয়েদের আধ নম্বর নিয়ে কাড়াকাড়ি আমি দুচক্ষে দেখতে পারি না।
Deleteঅভিনন্দন। একেবারে অন্তর থেকে।
1 Million Dollar Baby
ReplyDelete2 The Sixth Sense
3 Forrest Gump
4 Dog Day Afternoon
5 No Country for Old Men
6 The Silence of the Lambs
7 WALL·E
8 12 Angry Men
9 21
10 The Grapes of Wrath
3,9,10ta andaje mara .amar dharna ogulu hoyni,kintu ar bhabte parchina,ar fanka rakhbo...tai likhei dilum,ja thake kopale..
ভালো খেলেছিস তিন্নি! কনগ্র্যাচুলেশনস। আর প্রশ্ন ছেড়ে না আসার স্ট্র্যাটেজিটাও খুব ভালো।
Delete1. million dollar baby
ReplyDelete2. the sixth sense
5. no country for old men
6. silence of the lambs
7. wall.E
8. 12 angry men
10. the grapes of wrath
গুড পারফরম্যান্স কুহেলি। নেক্সট টাইম আরো ভালো হবে।
Deleteyay! first division with distinction! aha porasunateo jodi atota valo hotam :|
Delete1. Million Dollar Baby
ReplyDelete2. The Sixth Sense
3. Ram Bow = Rambo
5. No Country for Old Men
6. Silence of the Lambs
8. 12 Angry Men
9. Scarf Ace = Scarface
10. The Grapes of Wrath
বাকিগুলো গুগল করে বের করে নিয়েছি, কিন্তু সেগুলো উত্তরপত্রে জমা দিলে ধর্মপাপ হবে, তাই লিখছি না।
তবে? কে বলে সৎ লোকের অভাব পৃথিবীতে? খুব ভালো খেলেছেন দেবাশিস। আমার অভিনন্দন জানবেন।
Deletehmmm...besh kohin eta...dekho to kota holo..
ReplyDelete1) Million Dollar Baby
2) Sixth Sense
3) Rambo
5) No Country for Old Men
7) Wall-E
orebaba ar to parchi na....oi kukur r bherar question ta chena uttor chena uttor lagche kintu mukhe aschena :(
next exam e sohoj proshno chai noile hall bhangchur...
উত্তরগুলো তো ভালোই হয়েছে, কিন্তু উত্তরপত্রের শেষে হুমকিটা আরো ভালো হয়েছে স্বাগতা।
Delete১. বেবি'স ডে আউট???
ReplyDelete২. সিক্সথ সেন্স
৩.?????
৪.রিসার্ভার ডগস
৫.নো কান্ট্রি ফর ওল্ড মেন
৬. সাইলেন্স অব দ্য ল্যাম্বস
৭.ওয়াল ই
৮. ১২ অ্যাংরি মেন
৯.স্কারফেস
১০. সাওয়ার গ্রেপস??
সাওয়ার গ্রেপস টা আবার কী বস্তু?
DeleteSour Grapes boleo ekta cinema achhe... amio otai bhebechhilam, just ota Google kore pawa bole diyini. Sour mane kintu birokto ba irritated o hoy, kajei Sunandor number pawa uchit.
Deleteকী সাঙ্ঘাতিক। নিজে নম্বর পেয়ে আবার অন্যের নম্বরের জন্য তদ্বির করা হচ্ছে। আপনার স্পিরিট দেখে আমি খুশি, কিন্তু সুনন্দকে আমি আর নম্বর দিচ্ছিনা। ও অলরেডি অনেক নম্বর পেয়ে গেছে।
Deleteগ্রেপস অফ র্যাথ আমার খুব প্রিয় একটা সিনেমা... আর সেটাই মনে করতে পারলাম না :(
Deleteতবে Sour Grapes টা আমি ওই লজিকেই লিখেছিলাম। তবে ওটার জন্যে নম্বর পাওয়া যায় না... :D
এর থেকে বোঝা গেলো, সিনেমা যতই দেখি না কেন, নাম মনে করার খেলায় আমি দুধ-ভাত (প্রায় সব খেলাতেই তাই)
ভ্যাঁ, ভ্যাঁ,ভ্যাঁ...
হাহাহা সুনন্দ তোমার কান্নাটা ভয়ানক কিউট, বলতেই হচ্ছে।
Delete1. Million Dollar Baby
ReplyDelete2. The Sixth Sense
3. The Deer Hunter
4.Reservoir Dogs
5. No Country For Old Men
6. Silence of the Lambs.
7. Wall E
8. 12 Angry Men
bakigulo hachhena!!
আরে এতেই খুব ভালো হয়েছে তো। অভিনন্দন অভিনন্দন।
Delete1.Million Dollar Baby
ReplyDelete2.Sixth Sense
3.Rambo
4.Reservoir Dogs
5.No Country for Old Men (?)
6.Silence of the Lambs
7.Wall-E
8.Twelve Angry Men
9.Parlam na. :(
10.Grapes of Wrath
একঘর খেলেছ বিম্ববতী! আমার তরফ থেকে অনেক পিঠ চাপড়ানি রইল।
DeleteOh. Oh. 9 ta ki 'The Red and the Black'? :/
ReplyDeleteএই রে, না।
Delete1)Million Dollas Baby
ReplyDelete2)Sixth Sense
3)Rambo
4)jaani na =(
5)No country for Old men
6)Silence of the Lambs
7)Wall-E
8)Jaani na kintu Mad Men/ the Many Faces of Madness track-e bhabchhilam..
9)=(
10)Grapes of Wrath
খুব ভালো SG. দারুণ খেলেছেন।
DeleteScarf+Ace ta darun laaglo..anyo gulo-o..emni aaro chai please..
Deleteআচ্ছা দেখছি কী করা যায়।
Deleteআমি উত্তর বদলাবো!!! ১০ নং টা হঠাৎ মনে পড়েছে... গ্রেপস অব র্যাথ... ছি ছি, এইটা মনে পড়লো না!! :'( :'(
ReplyDeleteএই তো!!! খুব ভালো সুনন্দ। অনেক অনেক অভিনন্দন।
Delete1. million dollar baby
ReplyDelete2. 6th sense
3. Rambo!(byapok clue)
4. parlam na :( lake house?
5. no country for old men
6. silence of the lambs
7. wall e
8. 12 angry men
9. scarface???!!!!
10.grapes of wrath
1 ta parini, tai bole ki ipad debena?
অসাধারণ পরমা। আরে ipad কেন, ভারচুয়ালি আমি তোমাদের আকাশের চাঁদ পর্যন্ত এনে দিতে পারি। খুব খুব ভালো পারফরম্যান্স। কনগ্র্যাচুলেশনস।
Delete1. Million dollar baby
ReplyDelete2. Sense and sensibility
3. Goats
4. Dog day afternoon
5. The Bucket list
6. Silence of the lambs
7. Exorcist
8. 12 angry men
9. Queen of Spades
10. Grapes of Wrath
অ্যাঁ শম্পা? গোটস!! ইয়ার্কি হচ্ছে?
Deleteনেক্সট বার। খেলেছ যে তাতে আমি খুব খুব খুশি হয়েছি।
"kanchkolay achey iron aar pathay achey protein" mone porlo kina....aar chokher samne sposhto rogroge pathar jhol bheshe elo tow tai.... :)))
Deleteআহা আমারো মনটা কেমন কেমন করছে তোমার কমেন্টটা পড়ে।
Delete3 RAMBO!!
ReplyDelete3 RAMBO কিন্তু জালি। ওটা ছাগল, ভেড়া নয়। র্যাম কিন্তু পুরুষ ভেড়া।
ReplyDeleteআবার সেই ফার্স্টবয়োচিত ব্যবহার?
Delete3 and 4 stumped me until Abhishek helped me see the light... but the others were very nice :) -
ReplyDelete1. East of the woods is a free man. A million dollars should make him very swank!
2. I don't see dead people.
3. Aries and Gandiva
4. I should really have asked myself - what movie ends with "dogs"?
5. I didn't really think those were "old" men! PErhaps a second answer to this would be: "The Terminal" :).
6. If only Dr. Lecter liked to eat lamb.
7. Sounds very much like "BarfI!", but much longer drawn out. One of the best silent movies I have ever seen... until people started speaking.
8. Ami age bhablam "Anger management", but then I counted and saw the gender.
9. Let me introduce you. (Perhaps similar to "Nomoshkar. Ek minute.")
10. Mice? Men? Or Eden?
অপু, আপনার জন্য একটা লম্বা বক্তৃতা তোলা আছে। প্রথমত, গার্ড বিশ্বাস করে চোখ বুজে বিশ্রাম নিচ্ছেন বলেই কি নিজেদের মধ্যে কথা বলতে হবে? ভেরি ব্যাড। আর আপনার হেঁয়ালিমার্কা উত্তরের জন্য আমি সত্যি সত্যি ভাবছিলাম আধ নম্বর কেটে দেব। কিন্তু কাটলাম না। এইবার ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলাম, পরের বার গার্জেন কল হবে।
Deleteফার্স্ট হওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন।
Amar cinema'r gyan otyonto kom... tao try korchi:
ReplyDelete1. Million dollar baby
2. Sixth sense
6. Silence of the lambs
8. 12 angry men
9. Scarf ar spade/card jure kichu
7. E ar brick wall?
4. Lakedogs bole kono movie hoy?
5. Ei duto dadu ke sob desh theke bhagiye dichhe?
আরে ভালো খেলেছ তো রিয়া। তবে তোমার ৫ নম্বরের উত্তরটা দেখে হেসে খুন হচ্ছি। ওটার জন্য সিরিয়াসলি তোমার নম্বর পাওয়া উচিত ছিল। দিদিমণি খারাপ তাই পেলে না।
DeleteDekho #5 ta ami kintu thik line ei gechilam. Nehat cinema tar naam jantam na tai bolte parini. Amar thought process ta dekho...
DeleteRambo ta ami life eo partam na! Ramchhagol ta keno khamoka mathay fitey bedhe boshe ache seta bhabchilam :)
7 ta khali "firewall" mone hochhilo dekhe :D
রামছাগলের মাথায় বো। বো-এর অপমান না রামছাগলের তাই ভাবছি।
Delete1.Million Dollar Baby
ReplyDelete2.Sixth sense
3.Rambo
6.Silence of the Lamp
7.Wall E
8.Anger Management
9.Scar face
Bakigulo parlamna..uttorer opkkhaye roilam.
বাঃ ভালো খেলেছেন ঋতুপর্ণা। অভিনন্দন।
Delete1. Million dollar baby
ReplyDelete2. The sixth sense
3.
4. Reservoir dogs
5. No country for old men
6. Silence of the lambs
7. Wall E
8. 12 angry men
9. Scarface
10. Grapes of wrath
আমার সত্যি সত্যি বুক ধড়াস ধড়াস করছিল। অন গড ফাদার মাদার। দীপ্তকীর্তি চৌধুরী আমার ব্লগে!
Deleteখুব খুশি হয়েছি। খুব খুব খুশি। আপনি যে ভালো খেলবেন তাতে আশ্চর্য হচ্ছি না। তবুও অভিনন্দন রইল।
Rambow ta asadharan...akebare naker daga die berie gelo :) scarface er chaturi ta interesting...iss arektu bhable partam...tinni ta bhabte dilona!! :P
ReplyDeleteএই তো? যত দোষ বুঝি তিন্নি ঘোষের? অন্য সম্ভাবনাটা হতে পারে যে তিন্নি বুঝে ফেলেছিল যে আরেকটা পারলেই তুমি তিন্নির থেকে বেশি নম্বর পেয়ে যাবে। তাই সাবোট্যাজ করে দিয়েছে।
Deleteগুড জব তিন্নি। এরকম কিলার ইনস্টিংক্ট থাকা ভালো।
eta ki holo Kuntala? ek din shomoy paini offic-er chaap-e, aar omni emon ekta jinish miss koriye diley? :(
ReplyDeleteআরে আরে সোমনাথ সরি সরি। কান ধরছি। আরে আমি কী করব সবাই এত ভালো ভালো উত্তর দিয়ে ফেলেছিল যে আমার সেগুলো ছাপিয়ে দেওয়ার জন্য হাত নিশপিশ করছিল। শেষের দুঘণ্টা যে কী অপরিসীম মনের জোর খরচ করতে হয়েছে যদি জানতে।
Deleteকিন্তু আমি কান ধরছি। নেক্সট বার তোমার জন্য অপেক্ষা করব প্রমিস।
ইস, এটা মিস করে গেলাম? :( এমন খেলা আবার দিলে আগে থেকে একটা 'আসিতেছে' ঘোষণা করে দিলে কিছুতেই আর মিস করব না!
ReplyDeleteএই রে শিরি, খেলাটা এত ভালোলাগবে জানলে তো আগে থেকে নোটিশ দেওয়াই যেত। আচ্ছা পরের বার থেকে মনে রাখব।
Deleteamio baje miss korlam ... jodio 4 petam 10 e.... tao... oi participation !! :(
ReplyDeleteপরের বার পরের বার সোহিনী।
Delete