Dis or Dat: চলচ্চিত্রচঞ্চরি
গুগল ইমেজেস থেকে
পথের পাঁচালী না
অপরাজিতঃ অপরাজিত
উনিশে এপ্রিল না
পারমিতার একদিনঃ উনিশে এপ্রিল
ভূতের ভবিষ্যৎ না
বাইশে শ্রাবণঃ ভূতের ভবিষ্যৎ
হীরের আংটি না
কাবুলিওয়ালাঃ কাবুলিওয়ালা
সপ্তপদী না
উত্তরফাল্গুনীঃ উত্তরফাল্গুনী
বাওর্চি (বাবুর্চি)
না গল্প হলেও সত্যিঃ গল্প হলেও সত্যি
কুছ কুছ হোতা হ্যায়
না দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গেঃ দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে
থ্রি ইডিয়েটস না রংগ
দে বসন্তিঃ রংগ দে বসন্তি
লগান না চক দে
ইন্ডিয়াঃ লগান
ব্ল্যাক না বরফিঃ
বরফি
গ্যাংস অফ ওয়াসিপুর
(এক এবং দুই) না গুলালঃ গুলাল
গোলমাল না যানে ভি
দো ইয়ারোঃ যানে ভি দো ইয়ারো
সত্যা না কম্পানিঃ
সত্যা
গুন্ডা না শোলেঃ
শোলে
বর্ডার না গদরঃ
বর্ডার
ফায়ার না 1947 আর্থঃ
1947 আর্থ
সিলসিলা না কভি কভিঃ
সিলসিলা
আনন্দ না অভিমানঃ
অভিমান
খামোশি না হাম দিল
দে চুকে সনমঃ খামোশি
দ্য বিগ লেবোস্কি না
নো কান্ট্রি ফর ওল্ড মেনঃ দ্য বিগ লেবোস্কি
ফিলাডেলফিয়া না
ফরেস্ট গাম্পঃ ফরেস্ট গাম্প
ফাইন্ডিং নিমো না
কুংফু পাণ্ডাঃ ফাইন্ডিং নিমো
টাইটানিক না জুরাসিক
পার্কঃ জুরাসিক পার্ক
দ্য শিন্ডলার্স লিস্ট
না শশাঙ্ক রিডেম্পশনঃ দ্য শশাঙ্ক রিডেম্পশন
গ্ল্যাডিয়েটর না আ
বিউটিফুল মাইন্ডঃ আ বিউটিফুল মাইন্ড
ফার্গো না
ফাইটক্লাবঃ ফার্গো
দ্য ম্যাট্রিক্স না
ইনসেপশনঃ দ্য ম্যাট্রিক্স
টুয়েলভ অ্যাংরি মেন
না পাল্প ফিকশনঃ টুয়েলভ অ্যাংরি মেন
সাইলেন্স অফ দ্য
ল্যাম্বস না সাইকোঃ সাইকো
দ্য শাইনিং না দ্য
রিং: দ্য রিং
ei to arekjon gulaal bhokto pelam :-)
ReplyDeleteহ্যাঁ আমি গুলালের বড় ভক্ত স্বাগতা।
Deleteof course galpo holeo satyi.....bawarchi'r sange tulona korte holey abar shei netaji-pyanji-babaji situation hoye jabe :))
ReplyDeleteGHS amar all time fave movie...."for your information sejka, amerika chaal deyna, america dey gom...PL-480 aar sheta na dileo kono khoti chilo na"
আরে আবার ডায়লগ মুখস্থ বলে দেখি। গল্প হলেও সত্যি, সত্যিই ভালো।
Deleteপথের পাঁচালী না অপরাজিতঃ পথের পাঁচালী
ReplyDeleteভূতের ভবিষ্যৎ না বাইশে শ্রাবণঃ ভূতের ভবিষ্যৎ
সপ্তপদী না উত্তরফাল্গুনীঃ সপ্তপদী
থ্রি ইডিয়েটস না রংগ দে বসন্তিঃ থ্রী ইডিয়টস
গোলমাল না যানে ভি দো ইয়ারোঃ গোলমাল
গুন্ডা না শোলেঃ গুন্ডা (এটা এক বনাম দুই ছিল)
আনন্দ না অভিমানঃ আনন্দ
ফার্গো না ফাইটক্লাবঃ ফাইটক্লাব
দ্য শাইনিং না দ্য রিং: দ্য শাইনিং
অনেকগুলোই মিলেছে। তোমার একটা পছন্দ সম্পর্কে আমি বাজি ধরার মতো নিশ্চিত ছিলাম,বুঝতেই পারছ নিশ্চয় সেটা কোনটা।
DeleteAmar baba bole Aparajito naki Pather Panchali'r theke better, aro mature. Amar kintu Pather Panchali beshi bhalo lage. Ar Saptapadi o Uttar Phalguni'r theke oneeeeeeek better. Kabuliwala nihsondehe Heerer angti's theke bhalo, tobe Heerer angti bodhoy Rituparno'r banano sob theke sundor normal cinema :)
ReplyDeleteBaki onek gulo i ami dekhini, bhoutik gulo to noyei. Tobe Rang de Basanti, Lagaan, A Beautiful Mind, Forrest Gump egulo mileche :)
আমার অপরাজিত খুব প্রিয় সিনেমা রিয়া।
Deleteসপ্তপদী না উত্তরফাল্গুনীঃসপ্তপদী... :)
ReplyDeleteগোলমাল না যানে ভি দো ইয়ারোঃ dutoi
দ্য বিগ লেবোস্কি না নো কান্ট্রি ফর ওল্ড মেনঃ নো কান্ট্রি ফর ওল্ড মেন-Javier Bardem jekhane ache seta nie kono kathai hobena
দ্য ম্যাট্রিক্স না ইনসেপশনঃ eta besh shakto... inception amar besh bhalo legeche..ar matrixke harate icche nei
দ্য শাইনিং না দ্য রিং: দ্য শাইনিং-Jack Nicholson !ar kubrick amar pachando..
bakigulo almost mile geche!
পথের পাঁচালী না অপরাজিতঃ পথের পাঁচালী dekhe bodhhay ami sabcheye
Deletebeshibar kendechi!
কান্নার দিক থেকে দেখলে আমার ক্ষেত্রে অপরাজিত পথের পাঁচালীকে বলে বলে হারাবে। কী কষ্ট কী কষ্ট মাগো। আমার আসলে জ্যাক নিকলসন আর কিউব্রিক, দুজনকেই বেশ অপছন্দ, তাই শাইনিং বাদ।
Deletethik thik...aparajito'r madhe duto jinis achey...one, ekta melancholic byapar throughout unlike PPanchali....and two, univerally sabai identify korte pare unlike PP....jemon shei festival e nicaragua'r punk marka cheletao hau hau kore kandchilo!
Deleteপথের পাঁচালী না অপরাজিতঃ Pather Panchali
ReplyDeleteউনিশে এপ্রিল না পারমিতার একদিনঃ উনিশে এপ্রিল
ভূতের ভবিষ্যৎ না বাইশে শ্রাবণঃ Baishe Srabon
হীরের আংটি না কাবুলিওয়ালাঃ Sahity-chochhori hole Hirer Angti
সপ্তপদী না উত্তরফাল্গুনীঃ উত্তরফাল্গুনী
বাওর্চি (বাবুর্চি) না গল্প হলেও সত্যিঃ গল্প হলেও সত্যি
কুছ কুছ হোতা হ্যায় না দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গেঃ দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে
থ্রি ইডিয়েটস না রংগ দে বসন্তিঃ রংগ দে বসন্তি
লগান না চক দে ইন্ডিয়াঃ লগান
ব্ল্যাক না বরফিঃ বরফি
গ্যাংস অফ ওয়াসিপুর (এক এবং দুই) না গুলালঃ গুলাল
গোলমাল না যানে ভি দো ইয়ারোঃ dutoi
সত্যা না কম্পানিঃ Company
গুন্ডা না শোলেঃ Gunda
বর্ডার না গদরঃ ektao na
ফায়ার না 1947 আর্থঃ 1947 আর্থ
সিলসিলা না কভি কভিঃ সিলসিলা
আনন্দ না অভিমানঃ Anand
খামোশি না হাম দিল দে চুকে সনমঃ Songit-chochhorite Hum Dil De Chuke Sanam
দ্য বিগ লেবোস্কি না নো কান্ট্রি ফর ওল্ড মেনঃ No Country for Old Men
ফিলাডেলফিয়া না ফরেস্ট গাম্পঃ ফরেস্ট গাম্প
ফাইন্ডিং নিমো না কুংফু পাণ্ডাঃ Je kono ekta
টাইটানিক না জুরাসিক পার্কঃ জুরাসিক পার্ক
দ্য শিন্ডলার্স লিস্ট না শশাঙ্ক রিডেম্পশনঃ দ্য শশাঙ্ক রিডেম্পশন
গ্ল্যাডিয়েটর না আ বিউটিফুল মাইন্ডঃ আ বিউটিফুল মাইন্ড
ফার্গো না ফাইটক্লাবঃ ফার্গো
দ্য ম্যাট্রিক্স না ইনসেপশনঃ দ্য ম্যাট্রিক্স
টুয়েলভ অ্যাংরি মেন না পাল্প ফিকশনঃ Pulp Fiction
সাইলেন্স অফ দ্য ল্যাম্বস না সাইকোঃ সাইকো
দ্য শাইনিং না দ্য রিং: The Shining
রাজর্ষি, আপনার সঙ্গে বেশিরভাগটাই মিলেছে দেখছি। গুড গুড। আর একটাও না বললে "ডিসকোলিফাই" করে দেওয়া হবে। মাথায় বন্দুক ধরলে কোন সিনেমাটাকে ভালো বলতেন, বর্ডার না গদর?
DeleteOi je, Golmaal.
DeleteBorder ba gadar konotai dekhini. dekhaar ichheo nei.
amaar prothom post chhilo. besh koekdin dhorei follow korchhilam (thanks Ovshake).Bangla haraf ki bhabe use koro/koris/koren jaante paari ki? tahole ekhaneo bangla-te uttor deoa jaaye.
Cholochhitro-chonchori-te inspired movie r inspiration nie proshno korle kemon hoy (porer kistite)?
For example, Sholay na seven samurai, anand na ikiru ityadi ityadi.
অভ্র কি-বোর্ড বলে একটা ব্যাপার আছে। (লিঙ্ক http://www.omicronlab.com/avro-keyboard.html) সেটা ডাউনলোড করে নিলে বাংলায় টাইপ করা সোজা হবে। তবে কি বোর্ড না ব্যবহার করে ফোনেটিক্যালি টাইপ করার অপশনটা বেটার, সেটার জন্যও ডাউনলোডটা দরকার অবশ্য।
Deleteপ্রস্তাবটা সাধু, কিন্তু বিপদ হচ্ছে আমি আবার ওয়ার্ল্ড সিনেমায় বড্ড কাঁচা। আমার দৌড় ওই টলি বলি আর হলি। এরা কে কোথা থেকে টোকে সেটা ধরা আমার পক্ষে অসম্ভব। তবে মাথায় রাখব। যদি যথেষ্ট পরিমাণে তথ্যসংগ্রহ করতে পারি নিশ্চয় এরকম একটা এডিশন ছাপা যাবে।
অবান্তরের পাঠক হওয়ার জন্য অনেক ধন্যবাদ।
আমি যে সবার থেকে কম সিনেমা দেখি সেটা বোঝা যাচ্ছে - এর অর্ধেকেরও বেশি আমি দেখিনি| তবে শোলে আমার গুন্ডার থেকে বেশি পছন্দ| পথের পাঁচালি অনেক বেশিবার দেখেছি, অনেক বেশি ঘটনাবহুল সিনেমা, মনে রাখার মতন অনেক বেশি দৃশ্য আছে, তবু আমি সিনেমা হিসেবে হয়ত অপরাজিতকে এগিয়ে রাখব| এ ছাড়া জুরাসিক পার্ক, থ্রি ইডিয়েটস, লগান, ভূতের ভবিষ্যত, ম্যাট্রিক্স, সাইকো, গল্প হলেও সত্যি, উনিশে এপ্রিল, দিলওয়ালে দুল্হনিয়া লে জায়েঙ্গে, এগুলো আমার পছন্দ| ও হ্যাঁ , কাবুলিওয়ালা| যদিও হীরের আংটি আমার মতে ঋতুপর্নর অন্যতম সেরা সিনেমা, শীর্ষেন্দুর গল্পটা পড়বার পরে সিনেমাটা আর জমেনা|
ReplyDeleteক্যুব্রিক আমার সিলেবাসের বাইরে| যে কটা দেখেছি বেশিরভাগই ওভারহেড ট্রান্সমিশন হয়ে গেছে|
আপনার এই কমেন্টটা পড়ে আবার সেই কুম্ভমেলা অনুভূতিটা হল। "...শোলে আমার গুন্ডার থেকে বেশি পছন্দ|" এটা বোধহয় শতাব্দীর সেরা সংযত মন্তব্যের শিরোপা পাবে।
Delete"ক্যুব্রিক আমার সিলেবাসের বাইরে| যে কটা দেখেছি বেশিরভাগই ওভারহেড ট্রান্সমিশন হয়ে গেছে|" হাই ফাইভ, হায়ার ফাইভ, হায়েস্ট ফাইভ।
অনেকেই শোলে আর গুন্ডার তুলনা করেছেন, তার মধ্যে কেউ কেউ আবার শোলের ওপরে গুন্ডাকে বেছেছেন।
Deleteতাহলে কি মা ছোটবেলায় পড়াতে বসে যা বলতেন, তা সত্যি? আমার মাথায় কি সত্যিই গোবর পোরা?
মানে কুন্তলার এবং অন্যদের কয়েকটা চয়েসের সাথে আমার মিলে নেই, যেমন পথের পাঁচালি, চক দে ইন্ডিয়া, গ্যাংস অফ ওয়াসিপুর, আনন্দ, শিন্ডলার্স লিস্ট... তা বিভিন্ন লোকের আলাদা আলাদা পছন্দ থাকতেই পারে। কিন্তু শোলে ছেড়ে গুন্ডা? এত বিজ্ঞজনেরা তো একইসাথে একই ভুল করতে পারেন না!
নাহ মা, তুমি ঠিকই বলতে...
আরে দেবাশিস হাত মেলান। গুণ্ডার মহিমা আমিও বুঝিনা কিন্তু শুনেছি কাল্ট ফলোয়িং আছে। শোলের সঙ্গে পাল্লা দেওয়ার মতো। এমনকি শোলেকে হারিয়ে দেওয়ার মতো যে আছে সেটাতো স্বচক্ষেই দেখলেন।
Deleteআপনার মা মোটেই ঠিক কথা বলেননি। চিন্তা করবেন না।
একটা প্রশ্নে আমি একটাকেও বেছে নেবনা - কুছ কুছ হোতা হ্যায় না দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে। অবশ্য, তার বদলি হিসেবে একটাতে আমি একটাকেও ছাড়তে পারব না - গোলমাল না যানে ভি দো ইয়ারো। :)
ReplyDeleteএই তো মুশকিল আবির। এরকম দু-নৌকোয় পা দিয়ে চললে হবে?
Deletepray sab guloi mile gachhe...sudhu pratham ar seshta alada :/ the shining besi bhalo, jadio kubrik amar khuub prio nay!!
ReplyDeleteবাঃ এই তো আরেকজন 'কিউব্রিক-অতও-কিছু-নয়' বিশ্বাসী লোককে পাওয়া গেছে। গুড গুড।
Deleteami er modhye ordhek cinemao dekhini..nijeke mohamurkho mone hocche :(
ReplyDeleteআরে ধুর, সিনেমা আবার একটা দেখার বিষয় হল কুহেলি? তার থেকে রাতে ছাদে শুয়ে শুয়ে তারা দেখা অনেক ভালো।
DeleteAparajito-r byapare ami tomar sathey ekdom ekmot. Shei oneeek oneek din agey shesh dekhechhilam, aar tokhon-i thik korechhilam, aar kokhono dekhbo na. ei ekta cinema niye amar shikaar korte lojja nei, dekhar pordin-o mon kharap kore knede felechhi :(
ReplyDeletebakigulo niye aar ki bolbo? Gunda-r sathey kono kichhuke tulona koratai ekta blasphemy. nehaat tumi bole maap korey dilam. Gunda-lovers-der deshey kintu er jonyo "saat diner fnashi" hoye thakey.
DDLJ ami ekhono purota dekhe uthtey parini -eto ashojhyo boring.
aar Bawarchi-ke shamanyo egiye rakhbo, gaan-er jonyo.
গুন্ডা না মেলার আফসোসের থেকে অপরাজিত মেলার স্বস্তি অনেক বেশি সোমনাথ। খুশি হয়ে গেলাম।
Delete