সাপ্তাহিকী
Beyond a certain point there is no return. This point has to be reached.
---Kafka
How to live an unremarkably average life. যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে এ রকম লাইফ লিড করার অসুবিধেটা কোথায়?
জিরাফ আমার অন্যতম প্রিয় প্রাণী আর কাপ আমার অন্যতম প্রিয় বাসন। কাজেই জিরাফ কাপ যে আমার প্রিয় হবে তাতে আর সন্দেহের কী আছে।
আমারও এটাই অনুরোধ।
এ জন্মে আমার আর রুফার হওয়া হল না। অলরেডি মাথা ঘুরছে।
এই বর্ষার বাজারে মল্লার না শুনে কি থাকা যায়? আর শুনতে হলে এঁর গান শোনাই উচিত।
এ সপ্তাহের মত এখানেই। আজ আমরা পায়ে হেঁটে শহর ঘুরতে বেরোচ্ছি। আশা করি
ক্যামেরাটা কাজে লাগবে। সে সব ছবি আপনাদের দেখাব কাল। ভালো হয়ে থাকবেন। বর্ষাকে,
সে নামুক আর নাই নামুক, উপভোগ করবেন। দেখা হবে। টা টা।
gantar janyo anek anek dhanyabad,....:-) ekhane ja barsha hocche,tate saradin i gaan suni mone hocche ...
ReplyDeleteamio roofer hote chai na ! abar pa die oi soru jayga theke baraf saracche ,ki bhoyer re bapu,esab youtube-e dekhai nirapod
giraffe cupta amakeo keu dile pare :-(
হাহা, সিরিয়াসলি। এত অ্যাডভেঞ্চার যে কোথা থেকে আসে, ভেবে আমি থ হয়ে থাকি। জিরাফ কাপটা আমারও ভীষণ পছন্দ হয়েছে।
Deleteপ্রথমটার জন্য কোনো অসুবিধা নেই। পোকা তো কতই জন্মায় আর মরে যায়। কেউ কি খোঁজ রাখে?
ReplyDeleteকিন্তু পোকাও তো ভগবানের জীব, তাই না? তাকে হেলাছেদ্দা করার তো কিছু নেই। আর পোকা না থাকলে আমাদের ইকোসিস্টেমের একেবারে সত্যনাশ হয়ে যেত, এ ব্যাপারে আমি নিশ্চিত মালবিকা।
Deleteganntar jonye onek dhonyobad, kolkatateo mon bhalo kora borsha... :-)
ReplyDeleteদারুণ তো। জানালা দিয়ে বৃষ্টি দেখুন আর চা খান ইচ্ছাডানা।
Delete"unremarkably average life" er barnona pore/shune sabai mukh benkay....kintu eitai tow prithibir 99.9% loker jiboni.
ReplyDeletegaan ta darrooon......just fatafati :)
btw cafe gӦttlich e brunch khawa holo ki!!!
লিখে নিই, লিখে নিই দাঁড়াও শম্পা। ওকে, ডান।
Deleteহ্যাঁ আর সেই জীবনী পাল্টানোর জন্য হাঁকপাঁক করে সারাজীবন মরমে মরার থেকে মেনে নেওয়া বেটার না বল? যে আমি পোকা হয়ে জন্মেছি, পোকা হয়েই মরব। রোজ রোজ মরব না।
average life e asubidhe kichhu nei...sabai remarkable haotai bhayankar-average!!
ReplyDeletetomar anurodh ta khuub bhalo :) ar oi 2 to site besh interesting.
roofer ra nijerai bhalo photography er subject hate pare...
anek chabi chai...
একেবারে ঠিক কথা সায়ক। অনুরোধ তো ভালোই, কিন্তু সে অনুরোধ রাখছে কে? ছবি আসছে, দাঁড়াও।
Deleteকুন্তলা, এই মেঘমল্লারের কথা আমি তোমায় বৃষ্টির শুরুতেই বলতে চেয়েছিলাম। কিন্তু জানোতো, আমার কথায় কথায় গান বেরোয় বলে সবার কাছে বকুনি খাই। তাই বলতে ভয় পেয়েছিলাম। তোমার গানটা আমায় নাচিয়ে দিল(অবশ্যই মনে মনে)
ReplyDeleteকথায় কথায় গান বেরোয়? তার মানে আপনি সুস্থ মানুষ মালবিকা। যারা বকে তারাই পাগল। কোনও চিন্তা করবেন না।
Deleteঅসুবিধা? বলেন কি? ঐরকম লাইফ না হলেই বরং ভয়ানক দুশ্চিন্তার ব্যাপার হবে। আমি "stand out" বা "draw attention to myself" করছি কল্পনা করলেই তো আমার আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাওয়ার যোগাড় হয়!
ReplyDeleteকাপটা মজার। তবে আমি কিনা নিজেকে ফটোগ্রাফার মনে করি, তাই আমার ওটাকে ট্রাইপড কাপ মনে হলো।
হাই ফাইভ সুগত। আমারও স্ট্যান্ড আউট হওয়া ভীষণ অপছন্দের।
Deleteওটাকে ট্রাইপডের মতই দেখতে বটে, ঠিকই বলেছেন।