আমার মধ্যে বিশেষ অভাব হল - অর্ডার, রেজলিউশন, ইন্ডাস্ট্রি। এছাড়া খাওয়ার ব্যাপারে টেম্পারেন্স-এর অভাব আছে, কিন্তু ওটা নিয়ে আমি চিন্তিত নই। মানে মাটন রেজালা বা ভাপা ইলিশ বা কাজুর বরফি কি মেপে মেপে খেতে হবে নাকি?
বালাই ষাট দেবাশিস। মেপে খাক আপনার শত্তুরেরা। কিন্তু ইন্ডাস্ট্রির অভাবটা বেশ অনেকেরই আছে দেখা যাচ্ছে। এর সঙ্গে বাঙালি হয়ে জন্মানোর কোনও সম্পর্ক আছে বলেই সন্দেহ হচ্ছে আমার।
নাঃ , গাদা গাদা গুনের অভাব, সেসবের লিস্ট বানিয়ে আর নিজেকে লজ্জা দেবনা। আর বেঞ্জামিন সাহেব এসব বড় বড় কথা বলেছেন, ওদিকে ইলেকট্রিসিটি আবিষ্কার করে আমাদের বাঁশ দিয়ে গেছেন। ইউটিউব না থাকলেই তো আমরা কত "virtuous" হয়ে পড়তাম।
Silence ta nei..baki gulo on-track :)
ReplyDeleteবাঃ ভালো তো।
DeleteAmar bishes obhab achhe Silence, Industry , Tranquility r.
ReplyDeleteবদগুণ অনেকগুলোই মিলেছে দেখছি ইচ্ছাডানা।
Delete:-D,
Deleteআমার মধ্যে বিশেষ অভাব হল - অর্ডার, রেজলিউশন, ইন্ডাস্ট্রি।
ReplyDeleteএছাড়া খাওয়ার ব্যাপারে টেম্পারেন্স-এর অভাব আছে, কিন্তু ওটা নিয়ে আমি চিন্তিত নই। মানে মাটন রেজালা বা ভাপা ইলিশ বা কাজুর বরফি কি মেপে মেপে খেতে হবে নাকি?
বালাই ষাট দেবাশিস। মেপে খাক আপনার শত্তুরেরা। কিন্তু ইন্ডাস্ট্রির অভাবটা বেশ অনেকেরই আছে দেখা যাচ্ছে। এর সঙ্গে বাঙালি হয়ে জন্মানোর কোনও সম্পর্ক আছে বলেই সন্দেহ হচ্ছে আমার।
Deleteবাঙ্গালির ইন্ডাস্ট্রির অভাব তো থাকবেই। দুর্গাপুর আর হলদিয়া ছাড়া ইন্ডাস্ট্রি কোথায়? পরিবর্তনের ঠেলায় এমনিতেই প্রাণ ওষ্ঠাগত।
Deleteহা হা।
Deleteovab e ovab ...huhuhu..
ReplyDeleteআরে এগুলো যাদের থাকবে তারা নির্ঘাত অপদেবতা। নেই যে ভালোই হয়েছে রাখী।
Deleteনাঃ , গাদা গাদা গুনের অভাব, সেসবের লিস্ট বানিয়ে আর নিজেকে লজ্জা দেবনা। আর বেঞ্জামিন সাহেব এসব বড় বড় কথা বলেছেন, ওদিকে ইলেকট্রিসিটি আবিষ্কার করে আমাদের বাঁশ দিয়ে গেছেন। ইউটিউব না থাকলেই তো আমরা কত "virtuous" হয়ে পড়তাম।
ReplyDeleteঠিক বলেছেন। নিজে খাল কেটে কুমীর এনে আবার বড় বড় কথা। জঘন্য।
Deleteকিচ্ছু নেই- কিচ্ছু না। আমায় ওই 'রাখাল' হয়েই থাকতে হবে। গোপাল হওয়া আর এ জম্মে হল না-
ReplyDeleteএ মা সুনন্দ, সাধ করে কেউ গোপাল হতে চায় নাকি? বোওওওরিং। রাখালই ভালো।
Delete