কুইজঃ কোনটা কী?
আজকের কুইজ চেনা কুইজ। আপনাদের নিচের জিনিসগুলোর খণ্ডাংশ দেখে চিনতে হবে পুরো জিনিসগুলো কী। কুইজ সোজা কি না জানিনা, তবে জিনিসগুলো সোজা সে কথা দিতে পারি।
উত্তর দেওয়ার সময় রইল চব্বিশ ঘণ্টা। খেলা শুরু হচ্ছে এখন, শেষ হবে বালিগঞ্জ ফাঁড়িতে শুক্রবার সকাল আটটায় আর বাল্টিমোরে বৃহস্পতিবার রাত সাড়ে ন'টায়। ততক্ষণের জন্য আমি কমেন্ট পাহারা দেব।
অল দ্য বেস্ট।
*****
২.
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
*****
খেলা শেষ। উত্তর।
১. বাল্ব
২. হ্যাংগার
৩. সেফটি পিন৪. স্ক্রু
৫. বাঁশি
৬. টেবিল ফ্যান
৭. অ্যাশট্রে
৮. কাঁচি
৯. টুথব্রাশ
১। বাল্বের প্যাঁচ
ReplyDelete২। কাঠের কোট হ্যাঙ্গার
৩। সেফটি পিন
৪। স্ক্রু এর মাথার ফুটো
৫। বাঁশি
৬। ঝুড়ি (ওই যাতে ফল-টল রাখে টেবিলের ওপর)
৭। অ্যাশট্রে কি?
৮। সাঁড়াশি বা প্লায়ার্স জাতীয় কিছুর হ্যান্ডেল
৯। টুথ ব্রাশ
অসাধারণ খেলেছেন সুগত। দুটো একটু গোলমাল হয়ে গেছে, বাকি সব পুরো নম্বর। কনগ্র্যাচুলেশনস।
Deleteছি ছি, টেবিল ফ্যানটা পারা উচিত ছিল। :(
Delete1. torch
ReplyDelete2. :(
3. tala r handle
4. :(
5. Baanshi
6. basketball er basket
7. :(
8. chosma r handle
9. Toothbrush bristles
sobkota uttori guess kore dilam. asha korchhi du charte thik thak hobe.
ReplyDelete1.? duto jinisher modhye gulie phelchhi, sthik uttor dekhle bujhte parbo
2.Hanger
3.Safetypin
4.Screw er top
5.Bnasi
6. Net bole to mone hochhe, jatodur mone hochhe ruti sbekar jali.
7.Ashtray
8. etate guess lagateo bhoi pelam.
9. Brush
দু-একটার থেকে অনেক বেশিই ঠিক হয়েছে ইচ্ছাডানা। অভিনন্দন।
DeleteChhotobelai 'Anandamela'te eirakom prosno thakto, ekhono thake kina janina. khub moja petam. oi Scissor ta ekebare bujhini. ar prothomta Bulb ar Bottle er modhye golachhilam .
Deleteহ্যাঁ, কাঁচিটা একটু অদ্ভুত ধরণের ছিল। সেজন্যই দিয়েছিলাম, না হলে তো সবাই একশোয় একশো পেয়ে যাবে। সেটা কী ভালো হত?
Delete১ ছিপি (মূলতঃ ওষুধের শিশি জাতীয় কিছুর)
ReplyDelete২ কোট-হ্যাঙ্গার
৩ সেফটি-পিন
৪ কল
৫ বাঁশি
৬ পুরোনো দিনের দরজা/জানালার গ্রিল
৭
৮ সন্না
৯ টুথব্রাশ
উঁহু। গ্রিল নয়। সন্নাটা খুব কাছাকাছি হয়েছিল। বাকি সব মোটামুটি ঠিক বলেছ।
Delete1. pnyach dewa bulb-er tola
ReplyDelete2. hangar
3. safety pin
4. screw-er matha
5. bnashi
6. oi to jegulor bhetor dami dami peyara rakhey
7. ashtray
8. :(
9. toothbrush
আহা বড় ভালো হয়েছে। কিন্তু তোমরা টেবিল ফ্যানটা সবাই মিলে ভুল করলে কী বলে? আর দামি সস্তা যেমনই হোক, পেয়ারা আমি মোটে রাখতে পারি না জান, কিনেই খেয়ে ফেলি।
Delete1. bulb
ReplyDelete2. hanger
3. safety pin
4.
5. flute
6. badminton racket
7.
8. scissors
9. toothbrush
Hoyni hoyni ami fail? tai to?
পাসড উইথ ডিস্টিংশন মণিদীপা। এত ভয় পেলে চলবে? কনগ্র্যাচুলেশনস।
Delete