মনে পড়ে?



austinkleon:

thenearsightedmonkey:

Writing by hand… does it ring a bell? Does it ring and ring? (Image by Lynda Barry)
How soft the music of those village bells, Falling at interval upon the ear In cadence sweet; now dying all away, Now pealing loud again, and louder still, Clear and sonorous, as the gale comes on! With easy force it opens all the cells Where Memory slept. 
— William Cowper- Task (bk. VI, l. 6)
Source … and other source

Filed under: handwriting

সেই লাল নীল লাইন টানা কাগজ আর কাগজের ওপর তিন আঙুলে বাগিয়ে ধরা পেন নয়তো পেনসিল? কিংবা তারও আগে, চারদিকে কাঠের বর্ডার দেওয়া গ্রানাইটের টুকরো, সরস্বতী পুজোর দিন সেজকাকুর কোলে গ্যাঁট হয়ে বসে গম্ভীর মুখে যেটায় চকখড়ি দিয়ে প্রথম আঁচড় টেনেছিলেন? সে আঁচড়কে বাগে আনার জন্য কত কাঠখড় পুড়িয়েছিলেন, কত কানমলা খেয়েছিলেন? ক্লাসে দিদিমণি না আসলে একে অপরের হাতের লেখা দেখে কত চরিত্রবিশ্লেষণ করেছিলেন? সেলো না রেনল্ড না রাইটার, কোনটা দিয়ে উত্তর লিখলে পরীক্ষকের দেখতে সুবিধে হবে আর আপনি ছপ্পর ফুঁড়ে নম্বর পাবেন, সেই ভেবে ভেবে মাধ্যমিক পরীক্ষার আগে কত বিনিদ্ররজনী কাটিয়েছিলেন?

সে সব যদি গোল্লায় না দিতে চান তাহলে এক্ষুনি, বছরটা টাটকা থাকতে থাকতেই একতাড়া কাগজ আর একটা পেন জোগাড় করে বসে পড়ুন। রোজ এক কি দু'লাইন লিখুন। যা প্রাণে চায়, বাজারের ফর্দ, বিরহের কবিতা, কিছু একটা। দেখবেন কী ভালো লাগছে। আর ভালো যদি না লাগে, তবে আঙুলের এক্সারসাইজ হিসেবেই ধরে নেবেন না হয়।

বিঃদ্রঃ কুইজ চলছে কিন্তু। অলরেডি অনেকেই বাজি মেরে দিয়েছেন, বাকিরা আলসেমি করে বসে থাকবেন না।

Comments

  1. sotti ekhon type kore kore lekhar obhyestai chole gachhe. dekha jak lekha joka kora jai kina.

    ReplyDelete
    Replies
    1. হ্যাঁ হ্যাঁ লিখুন লিখুন ইচ্ছাডানা।

      Delete
  2. aami chithi byapar ta khub miss kori. aamra jakhon choto chilam tokhon post card, inland letter ei shob e koto chithi, bijoyar/nababarsho pronam likhechi. aneker haater lekha eto shundor chilo...aamra shei mukt-akshar nakol korbar chesta kortam. shei jagat tai lopat hoye gelo :(

    ReplyDelete

Post a Comment