দুঃখের কথা আর কী বলব বং মম। একটা কথাই শুধু বুকে হাত দিয়ে বলতে পারি, ও পেঁপের সিকিখানা টুকরোও, ভুলক্রমেও, আমার পেটে যায়নি। আমি কমলালেবু খেয়ে হাত ঝেড়ে উঠে পড়েছি।
আমি অনলাইন অর্ডার করে নিমের ছানা আনিয়েছি, এক্কেবারে টাটকা তাজা। তারপর মাসির বাড়ি থেকে শিউলি এনেছি গাড়ি করে ১২০০ মাইল, আর এখানে তুলসী পেয়ে গেলাম। দিল পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে।
আমি অনলাইন অর্ডার করে নিমের ছানা আনিয়েছি, এক্কেবারে টাটকা তাজা। তারপর মাসির বাড়ি থেকে শিউলি এনেছি গাড়ি করে ১২০০ মাইল, আর এখানে তুলসী পেয়ে গেলাম। দিল পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে।
Ei khawa dawa ke eto gurutwo dao bolei tomay amar bishesh pochhondo. :D
ReplyDeleteKomolalebur pashe ogulo ki? Pnepe?
ঠিক ধরেছ বিম্ববতী, পেঁপে।
DeletePankhi Panka Penpe khay..:P
ReplyDeleteএকি, এত চন্দ্রবিন্দু কেন? :O
Deleteসৌমেশ, আস্তে করে একবার বলে থেমে গেলে চলবে না। দম না নিয়ে অত্যন্ত দ্রুত টানা পঁচিশবার বলতে হবে। তবে বুঝব।
DeleteAha...aaj purnima na...tai charidike chondrer bindu bindu abirbhab...tai Penpe te o chand nemeche.. ;)
Deletebah...besh sukher jibon chalche mone hocche...:p..4 no disher ki naam?
ReplyDeleteহ্যাঁ তা আর বলতে। ওই ডিশটার নাম হচ্ছে, Chicken Skewers with Teppanyaki Udon Noodle.
Deletebojho!
DeleteShob bhalo kintu why that penpe ?
ReplyDeleteদুঃখের কথা আর কী বলব বং মম। একটা কথাই শুধু বুকে হাত দিয়ে বলতে পারি, ও পেঁপের সিকিখানা টুকরোও, ভুলক্রমেও, আমার পেটে যায়নি। আমি কমলালেবু খেয়ে হাত ঝেড়ে উঠে পড়েছি।
DeleteJak, Projatantro Dibas besh bhaloi katlo dekhchhi! Amio dupure neem begun ar raate koraishutir kochuri baniyechhilam. Dukkher bishoy segulo eto photogenic hoyni.
ReplyDeleteখেতে ভালো হয়েছিল তো, তাতেই হবে। আর ফোটোজেনিক নিমবেগুনের কথা কেউ কখনও শুনেছে নাকি?
Deleteবাই দ্য ওয়ে, নিমপাতা পেলেন কোথায়?
Deleteহেঃ হেঃ হেঃ ... এবারে ইন্ডিয়ান মার্কেটে গিয়ে দেখি নিমপাতার পাউডার বিক্রি হচ্ছে প্যাকেট করে। কিনে এনেছি একখানা।
Deleteবাঃ, এইবার বাকি নিমপাতা পাউডারটা জলে কাদাকাদা করে গুলে নাকেমুখে মেখে নিন। ত্বক একেবারে ঝকঝক করবে।
Deleteআমি অনলাইন অর্ডার করে নিমের ছানা আনিয়েছি, এক্কেবারে টাটকা তাজা। তারপর মাসির বাড়ি থেকে শিউলি এনেছি গাড়ি করে ১২০০ মাইল, আর এখানে তুলসী পেয়ে গেলাম। দিল পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে।
Deleteআমি অনলাইন অর্ডার করে নিমের ছানা আনিয়েছি, এক্কেবারে টাটকা তাজা। তারপর মাসির বাড়ি থেকে শিউলি এনেছি গাড়ি করে ১২০০ মাইল, আর এখানে তুলসী পেয়ে গেলাম। দিল পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে।
Delete