কুইজ! কুইজ!



হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো হ্যালো, ওয়ান টু থ্রি ফোর ফাইভ...

এই যে, আপনাদেরই বলছি। অনেকদিন পড়া ধরিনি বলে কী ভেবেছেন কী, কুন্তলা কুইজের কথা ভুলে মেরে বসে আছে? খালি পিৎজা সাঁটাচ্ছে আর মাংকি ক্যাপ পরে অটো চড়ে দিল্লির রাস্তায় রাস্তায় ঘুরছে? সে গুড়ে বালি। নিচে দশটা প্রশ্ন দিলাম। প্রশ্ন ঠিক নয়, ওই যাকে কি-ওয়ার্ডস বলে। এগুলো পড়ে আপনাদের বুঝতে হবে আমি কার কথা বলছি। বুঝলে পিঠ চাপড়ানি, না বুঝলে কাঁচকলা।

নিয়ম একই। এই এখন খেলা শুরু হচ্ছে, শেষ হবে সি. আর. পার্কে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় আর সেন্ট্রাল পার্কে বৃহস্পতিবার রাত একটায়। ততক্ষণ আপনারা কেউ কারও কমেন্ট দেখতে পাবেন না।

চলুন শুরু করুন। অল দ্য বেস্ট। 

*****

১. কেমিস্ট্রি, খুলনা, এডিনবরা, গিলক্রিস্ট প্রাইজ স্কলারশিপ, দাড়ি, অকৃতদার, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন।

২. সাম্যবাদী, নাস্তিক, দাড়ি, আয়ারল্যান্ড, অস্কার, নোবেল (আজ্ঞে হ্যাঁ, দুটোই)।

৩. দ্বারভাঙ্গা, পদ্মভূষণ, লেক্সিকোগ্রাফি, ডি. লিট., বঙ্গীয় সাহিত্য পরিষদ, দাড়ি নেই।

৪. যোগমায়া দেবী কলেজ, সাধারণ সম্পাদক (মহিলা কংগ্রেস), হাওয়াই চটি। এঁরও দাড়ি নেই।

৫. ডিসলেক্সিক, বোস্টন ইউনিভার্সিটি, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর শ্রেষ্ঠ নবাগত অভিনেতার মনোনয়ন, কেয়া আইডিয়া হ্যায় সারজি, দাড়ি কখনও আছে কখনও নেই।

৬. আসল নাম বিজয়সিংহ, নকল নাম বাদল, সাহিল, বিরজু, ভিকি, রাজবীর, রাজু, চন্দর, ইত্যাদি প্রভৃতি। ইনি শুধু মনোনয়ন না, শ্রেষ্ঠ নবাগতর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটাই পেয়েছিলেন। আর কিছু বলতে বলবেন না, ধরা পড়ে যাব। যদি নেহাত বাধ্য করেন তাহলে বলব এঁর থেকে ইন্টারেস্টিং হেয়ারস্টাইল আমি কম লোকেরই দেখেছি। দাড়ি...হুমমম...এই রে শিওর নই।  সরি।

৭. র‍্যাভেনশ কলেজ, আই.সি.এস. (প্রথম স্থানাধিকারী), পদ্মভূষণ, দেশিকোত্তম, বাংলা এবং উড়িয়া দুই ভাষাতেই দক্ষ রচনাকার। অ্যাঁ? কী বললেন? দাড়ি? ও, না না নেই নেই।

৮. ডিসলেক্সিক, ডেভন, অত্যাশ্চর্য অন্তর্ধান, বিখ্যাত মন্তব্য--- “It is ridiculous to set a detective story in New York City. New York City is itself is a detective story.” দাড়ি? উফ নেই রে বাবা।

৯. ডাক্তার, ভিয়েনা জেনারেল হাসপাতাল, লিবিডো। দাড়ি নিয়ে আর একটি কথাও আমি শুনতে চাই না।

১০. প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলে, নিউহ্যাম কলেজ (কেম্ব্রিজ ইউনিভার্সিটি)। গৌরীদেবী মেমোরিয়াল অ্যাওয়ার্ড, ভারতীয় ভাষা পরিষদ অ্যাওয়ার্ড, পদ্মশ্রী, সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার। আবার দাড়ির কথা জিজ্ঞাসা করছেন? যান আপনাদের সঙ্গে খেলব না।

*****

আপনারা সবাই খুব ভালো খেলেছেন। থ্যাংক ইউ অ্যান্ড অভিনন্দন। এই দেখুন উত্তর।

১. আচার্য প্রফুল্লচন্দ্র রায়
২. জর্জ বার্নার্ড শ
৩. রাজশেখর বসু
৪. মমতা বন্দ্যোপাধ্যায়
৫. অভিষেক বচ্চন
৬. ববি দেওল
৭. অন্নদাশংকর রায়
৮. আগাথা ক্রিস্টি
৯. সিগমুন্ড ফ্রয়েড
১০. নবনীতা দেবসেন

Comments

  1. 1. Acharya Prafulla Chandra Roy (Chemistry ar dari diye guess korchhi)
    2. George Bernard Shaw (Oscar ar Nobel)
    3. ??
    4. Mamata Bandyopadhyay (Hawai choti)
    5. Abhishek Bachchan (Idea)
    6. Bobby Deol (etao guess - from Baadal and hairstyle)
    7. ??
    8. Agatha Christie (antordhan)
    9. Sigmund Freud (libido)
    10. Nabanita Deb Sen (etao guess - unio ek gada university ghurechhen bole jani)

    ReplyDelete
    Replies
    1. গেসগুলো তো দুর্দান্ত হয়েছে। তার ওপর সবার আগে। অভিনন্দন সুগত।

      Delete
    2. গেস করা খুব শক্ত ছিলনা। যেমন ধরুন হাওয়াই চটি - দুজন বিখ্যাত লোককে পরতে দেখেছি। দাড়ি নেই বললেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় বললাম, দাড়ি থাকলে মকবুল ফিদা হুসেন বলতাম।

      Delete
  2. Snigdhaneel:

    1. Acharya Prafulla Chandra Ray.
    2. George Bernard Shaw.
    3. Rajshekhar Basu (Parashuram. Proud of this one :)).
    4. Mamata Banerjee.
    5. Abhishek Bachchan.
    6. Bobby Deol ?? (Not sure... Badal is a good hint I am guessing).
    7. Annada Shankar Ray?? (again not sure.)
    8. Agatha M. Christie.
    9. Sigmond Freud.
    10. Nabanita Deb Sen.

    ReplyDelete
    Replies
    1. স্নিগ্ধনীল, অবান্তরে স্বাগত। খুব ভালো খেলেছেন। একশোয় একশো। কনগ্র্যাচুলেশনস।

      Delete
    2. Thank you Kuntaladi. Tobe Abantore aami besh kichudin holo aaschi..

      Never commented though :). Quiz dekhe lobh shamlate parlaam naa!!

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  3. 1. Acharya Prafulla Chandra Ray
    2. George Bernard Shaw
    3. Rajsekhar Basu
    4. Mamata Banerjee
    5. Eta "idea" theke dhil: Abhishek Bacchan
    6. Aapni jokhon asal nam Vijay Singh bolei dilen, tokhon kono nokol naam keno bolte jai? Soja banglay: Jana nei
    7. Annadashankar Ray
    8. Agatha Christie
    9. Freud
    10. Nabaneeta Deb Sen.

    ReplyDelete
    Replies
    1. বাঃ, দারুণ পারফরম্যান্স আরজিবি। কনগ্র্যাচুলেশনস।

      Delete
  4. 1. Prafulla Chandra Roy
    2. Bernard Shaw
    3. Sarat Chandara (Dwarbhanga na Vagalpur vule gechi!)
    4. Mamata Banerjee
    5. Abhishek Bachhan
    6. Parlam na
    7. Subhas Chandra Bose
    8. Agatha Chtistie
    9. Parlam na.
    10. Nabanita Deb Sen

    ReplyDelete
    Replies
    1. এই রে, দ্বারভাঙ্গা আর নেতাজি একটু গোলমাল করে দিল যে। তবে দশের মধ্যে আটটা ঠিক, আমি হলে পারতাম না। অভিনন্দন।

      Delete
  5. ১) প্রফুল্লচন্দ্র রায়
    ২) জর্জ বার্নার্ড শ
    ৩) পরশুরাম
    ৪) মমতা বন্দ্যোপাধ্যায়
    ৫) অভিষেক বচ্চন
    ৬) ববি দেওল (ছিঃ, কুন্তলা!)
    ৭) অন্নদাশঙ্কর রায়
    ৮) আগাথা ক্রিস্টি
    ৯) সিগমুন্ড ফ্রয়েড
    ১০) নবনীতা দেবসেন

    ReplyDelete
    Replies
    1. তুমি সবগুলো ঠিক উত্তর দিয়েছ বলে ব্র্যাকেটটা অগ্রাহ্য করছি। অভিনন্দন।

      Delete
  6. ১ আচার্য প্রফুল্লচন্দ্র রায়
    ২ জর্জ বার্নারড শ
    ৩ বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    ৪ মমতা বন্দ্যোপাধ্যায়
    ৫ অভিষেক বচ্চন
    ৬ ববি দেওল
    ৭ নেতাজি সুভাষচন্দ্র বসু
    ৮ আগাথা ক্রিস্টি
    ৯ সিগমান্ড ফ্রয়েড
    ১০ অমর্ত্য সেন

    ReplyDelete
    Replies
    1. একেই বলে তীরে এসে তরী ডোবানো, এক বাড়িতে ঢুকেও ভুল লোকটাকে চিনলেন দেবাশিস? এনিওয়ে, খেলার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এত ভালো খেলার জন্য অনেক অনেক অভিনন্দন।

      Delete
  7. 1. Acharjya Prafulla Chandra
    2. Bernard Shaw
    3. eta mone hochhe Bibhuti Bhushan...darbhanga'r aar keu famous achey boley tow mone porchey na.
    4. Mamata (hawaii ta bhalo clue)
    5. janina
    6. Amitabh
    7. Annada Shankar
    8. Agatha (eta na parle khub kharap lagto)
    9. Sigmund Freud mone hochhe
    10. Nabanita Deb Sen

    ReplyDelete
    Replies
    1. কেন, পরশুরাম আছেন তো শম্পা? আর আগাথাটা না পারলে তোমার সঙ্গে আমি কথা বন্ধ করতাম। খুব ভালো খেলেছ, অভিনন্দন।

      Delete
  8. ei ektimatro byapare abantor-e aste boro bhoi pai. tao lobh samlate parina.

    1. Prafulla Chandra Ray.
    2. George Bernard Shaw .
    ‎3. Kazi Nazrul Islam.
    4. Mamata Banerjee .
    5. Abhishek Bachchan .
    6. Bobby Deol .
    7. Annada Shankar Ray.
    8. Agatha Christie.
    9. ?
    ‎10. Nabaneeta Dev Sen .

    Nabaneeta DEv sen er lekha bhari bhalo lage amar, nijeke nie eto koutuk korte paren ini.

    ReplyDelete
    Replies
    1. আহা ভয়ের কী আছে। ভুল হলেও কেউ বকবে মারবে না। তবে আপনার তো ভুল প্রায় হয়নি বললেই চলে। খুব ভালো খেলেছেন, সত্যি।

      Delete
  9. 4 mamata banerjee
    5 abhishek bachchan
    6 bobby deol
    7 annadashankar roy
    8 agatha christie
    9 Sigmund Freud
    10 Nabaneeta Dev Sen
    1 acharya prafulla chandra ray
    2 george bernard shaw
    3 akhono parini ;ekhane ekta jinish swiker korte chai churi na kore 4,5,9,10 perechi.....amra cinemar quiz e kobe firbo????

    ReplyDelete
    Replies
    1. ফিরব ফিরব। তোকে খেলার, আর সত্যি কথা বলার, দুটো প্রাইজ দেওয়া হল তিন্নি।

      Delete
  10. Hi Kuntala

    Ami tomar sob lekha pori aaj prothom comment korchhi.
    1. Prafulla Chandra Ray
    2. George Bernard Shaw
    3. Parashuram
    4. Mamata Banerjee
    5. Abhishek Bachchan
    6. Bobby Deol (eta google korte hoyechhe)
    7. Annada Shankar Ray
    8. Agatha Christie
    9. Freud
    10. Nabanita Deb Sen

    ReplyDelete
    Replies
    1. হ্যালো মণিদীপা! কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। অসাধারণ খেলেছ। হাততালি হাততালি। আমি তো ভেবেছিলাম হেয়ারস্টাইলের ব্যাপারটা মেনশন করাতেই সবাই ববি-বাবুকে চিনে ফেলবে, সেটা হয়নি দেখে বেশ আশ্চর্য হচ্ছি।

      Delete
  11. 1. eta nirghat A PC Ray
    2. GB Shaw. just jantam.
    3. Parashuram, highly. lexicography... ke ar hobey?
    4. Didi?
    5. AB Jr Sirjee
    6. Badal...Sahil... Gupt? Bobby Deol?
    7. ei re! eta-y fail :( google kori?
    8. Agatha Christie. eta jiggesh korar maane hoy?
    9. Freud dadu
    10. "boka hnada"?!! eto kichhu korey dari kamanor shomoy na howatai shabhabik chhilo. bhaggish gojay na :)

    ReplyDelete
    Replies
    1. কনগ্র্যাচুলেশনস সোমনাথ, শেষবেলায় এসে আসর জমিয়ে দিয়েছ।

      Delete
  12. 1)Prafulla C Ray
    2)George B Shaw
    3)Rajshekhar Basu
    4)Mamata Banerjee?
    5)Abhishek Bachchan
    6)Bobby Deol
    7):-(
    8)Agatha Christie
    9)Freud
    10):-(

    ReplyDelete
    Replies
    1. আহা দুঃখের মুখ কীসের এসজি? বাকিগুলো তো লক্ষ্যভেদ করেছে। অভিনন্দন।

      Delete
  13. Uff etao durdanto chilo... amar baje miss hoyeche. Jakge..pore abar khelbo. Dari'r byapar ta darun :)

    ReplyDelete
    Replies
    1. নিশ্চয় রিয়া, কুইজও পালাচ্ছে না, আমি তুমিও না, পরেরগুলো খেলো আর সবাইকে হারিয়ে ভূত করে দিয়ো।

      Delete

Post a Comment