সাপ্তাহিকী



আলোকচিত্রীঃ Jennifer Causey, Simply Breakfast

If at first, the idea is not absurd, then there is no hope for it. 
                                                                                  ---Albert Einstein

বড় হয়ে পকেটমার হতে চান? তাহলে পড়তেই হবে।

আপনি যখন ফরফরিয়ে ইংরিজি বলেন, তখন ইংরিজি না জানা মানুষদের কাছে সেটা কী রকম শুনতে লাগে ভেবে দেখেছেন কখনও? ঠিক এই রকম।

মোটে বাইশ ডলার, কিনে ফেলুন।

ভালো জুতো কীসে হয়? চার বছরের একটি বাচ্চার মুখ থেকে শুনে নিন।

বছরের শুরুতে একটা আশার গান শোনা যাক, কী বলেন?

ভালো হয়ে থাকবেন, এই ক'দিন ডায়েটিং-এর কথা না ভেবে গুছিয়ে নলেন গুড়ের সন্দেশ রসগোল্লা খাবেন। সোমবার আবার নিশ্চয় দেখা হবে। টা টা বাই বাই।

Comments

  1. তোর বাইশ ডলারের জিনিসটার মত একটা তো আমি ডলার স্টোর থেকে কিনেছিলাম! :O

    ReplyDelete
  2. breakfast er chobi ta kintu daroon...orokom "runny" dim on bread khete ki bhalo na :)

    ReplyDelete
    Replies
    1. আমারও খুব ভালো লাগে শম্পা।।

      Delete
  3. Replies
    1. থ্যাংক ইউ ইচ্ছাডানা।

      Delete
  4. ওই পকেটমারের গল্পটা পড়তে গিয়ে অনেক সময় লেগে গেল, তাই কমেন্ট করতে দেরী হলো। ওই ভদ্রলোকের খেলা আমি ইন্টারনেট-এ দেখেছি। অন্য প্রতিটি লিংকও খুব ভালো। খাবারের ছবিগুলো অসাধারণ, সিনেমাটাও তাই, শুধু গানটায় আশা ভোঁসলে'র গলা আশা করেছিলাম বলে একটু হতাশ হলাম। ওই ২২ ডলারের জিনিসটার বদলে আমি বেলন ব্যবহার করি।

    জুতোর ব্যাপারে বলতে পারি, আমার যা চেহারা হয়েছে, ফাস্ট জুতো পরেও কোনো লাভ নেই। তবে ৬ আর ৯ নম্বর পয়েন্ট দুটো সবথেকে ভালো লাগলো।

    ReplyDelete
    Replies
    1. ওরে বাবা, বেলন! এটা তো দারুণ আইডিয়া! আমার মাথাতেই আসেনি। ভাগ্যিস বাইশ ডলার দিয়ে কিনে ফেলিনি, এবার থেকে বেলনই ব্যবহার করব।

      আশা ভোঁসলের ব্যাপারটা নিয়ে বেশ কিছুক্ষণ একা একাই হাসলাম। ভালো বলেছেন।

      Delete
    2. টুথব্রাশ দিয়ে সজোরে চেপে চেপে ঘষলেও একই ফল হবে। তারপর একদম শেষে মাঝে নানান্‌ জায়গায় ব্লেড দিয়ে টিউবটাকে কাটলে।

      Delete
    3. সাংঘাতিক। তুমি তো এ বিষয়ে রিসার্চ পেপার লিখে ফেলতে পার মনে হচ্ছে।

      Delete

Post a Comment