Ishhhhhhhhhhh amader tumi gur er roshogolla dekhacho...cholbe na, khelbo na. Oi soup jatiyo jinish ta ki ? Recipe dao to kota soup er. January ke soup mash korbo bhabchi
যাক, আপনি ডায়েটিং করেননি দেখে ভালো লাগলো। আমি ডায়েটিং করছিলাম, কিন্তু কাল এক কেলো হয়েছে। এক বন্ধু আর তার স্ত্রীকে খেতে বলেছিলাম। ফ্রাইড রাইস, তন্দুরি চিকেন আর সর্ষেবাটা দিয়ে স্যামন ভাপা - এই ছিল মেনু। তন্দুরি টা সবে ওভেনে ঢুকিয়েছি, মাছটা মাখা, চাল টা ভিজোনো, গাজর, ব্রকলি, বিন্স কুঁচিয়েছি, এমন সময়ে সে ফোন করে জানালো, শরীর খুব খারাপ, আসতে পারছেনা। তাই কাল থেকে একা একা বাড়িতে ভুরিভোজ চলছে!
সে গুড়ে বালি। আত্রেয়ী এখন কলকাতায় বসে দুবেলা কচুর লতি, ইলিশ মাছ, কচি পাঁঠা, ধোঁকার ডালনা, কড়াইশুঁটির কচুরি, আরো কি কি সব খাচ্ছে আর আমাকে ফোন করে করে শোনাচ্ছে। :-(
কিছু না মনে করলে একটা প্রশ্ন করব? এই পার্কটা কোথায়? আমরা দিল্লি গিয়ে গ্রেটার কৈলাশ -২ তে ছিলাম ( ইসরো-র গেস্ট হাউস) তার সামনে ঠিক এর'ম একটা পার্ক ছিল :)
tritio chabitar ki nam? prathamtai sabcheye bhalo...2 piece begun bhaja thakle aro jamto :D
ReplyDeleteo hyan sweater tao besh sundar :)
তৃতীয় ছবিটা হচ্ছে চিলি চিকেন রামেন-এর। সোয়েটারটা আমারও খুব প্রিয় সায়্ক।
Deletebah bah , besh besh . chinese na thai? khabartir namtao sunte chai. :-)
ReplyDeleteচিলি চিকেন রামেন ইচ্ছাডানা, থাই না চাইনিজ তো জানি না। তবে দোকানটা ইয়ো চায়না ক্যাফে।
DeleteLuchi! LUCHI!
ReplyDeleteTumi luchi bhajte paro! (Songe abar knachagollao achhe dekhchhi!)
Tomar proti amar shroddha ek laafey onekta bere galo!
Parcel kore pathao dekhi edike!
ওগুলো কাঁচাগোল্লা নয় বিম্ববতী। গুড়ের রসগোল্লা।
Deleteabodharito bhabe aapnar petkharap hobe ... eaibhabe ekla ekla khaben rr chhabi lagaben ... eTa kintu bhari onyay!
ReplyDeleteJokes apart, luchi gulo kintu khasa hoyechhe ...
আরে অনলাইনের তো এটাই অসুবিধা রাজীব, না হলে আমার আপনাদের সবাইকে লুচি ভেজে খাওয়াতে কোনই আপত্তি ছিল না।
Deleteissh oi luchi gulo'r sange ektu kosha mangsho...niden pokkhe begun bhaja thakle...kya baat :) tobe gurer roshogolla'r chobi ta deya ki bhalo holo...jara doughnut kheye thake tader proti (gabbar er bhashay) bahut na-insafi...bahut na-insafi holo na ki!!!
ReplyDeleteআহা শম্পা, এসব না-ইনসাফি তো জীবনের অঙ্গ।
DeleteIshhhhhhhhhhh amader tumi gur er roshogolla dekhacho...cholbe na, khelbo na.
ReplyDeleteOi soup jatiyo jinish ta ki ? Recipe dao to kota soup er. January ke soup mash korbo bhabchi
ওটা চিলি চিকেন রামেন বলে মেনুতে লেখা ছিল বং মম। বেশ ভালো খেতে।
Deleteযাক, আপনি ডায়েটিং করেননি দেখে ভালো লাগলো। আমি ডায়েটিং করছিলাম, কিন্তু কাল এক কেলো হয়েছে। এক বন্ধু আর তার স্ত্রীকে খেতে বলেছিলাম। ফ্রাইড রাইস, তন্দুরি চিকেন আর সর্ষেবাটা দিয়ে স্যামন ভাপা - এই ছিল মেনু। তন্দুরি টা সবে ওভেনে ঢুকিয়েছি, মাছটা মাখা, চাল টা ভিজোনো, গাজর, ব্রকলি, বিন্স কুঁচিয়েছি, এমন সময়ে সে ফোন করে জানালো, শরীর খুব খারাপ, আসতে পারছেনা। তাই কাল থেকে একা একা বাড়িতে ভুরিভোজ চলছে!
ReplyDeleteদেখেছেন, ভগবান আপনার ভালো চান। আত্রেয়ীকে নেমন্তন্ন করুন আর দুজ্জনে মিলে খুবসে খান।
Deleteসে গুড়ে বালি। আত্রেয়ী এখন কলকাতায় বসে দুবেলা কচুর লতি, ইলিশ মাছ, কচি পাঁঠা, ধোঁকার ডালনা, কড়াইশুঁটির কচুরি, আরো কি কি সব খাচ্ছে আর আমাকে ফোন করে করে শোনাচ্ছে। :-(
Deleteকী সাংঘাতিক। একেই বলে না-ইনসাফি।
Delete:D :D :D
DeleteYo Kuntala di! Darun weekend katiyechho dekhchhi. Amio khub bhalo katalaam weekend. Aboshyo week day gulo o amar mondo jache na :-D.
ReplyDeleteহিংসে হিংসে। না গো, ইয়ার্কি করছি। তুমি যত পার আরাম করে নাও আত্রেয়ী।
Deletebaro bhalo khawa dawa.:) ei prosonge na bole parchi na kal amra jhal jhal kankra khelam..:)
ReplyDeleteওরে বাবা, কাঁকড়া! সে তো এক্সোটিক ব্যাপার।
DeleteTumi eto shundor gol gol fulko luchi bhejecho.........tumi to chupa Rustum go........
ReplyDeleteআরে রণিতা, মোটামুটি গোলগুলোর ছবিই তুলেছি, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডগুলো সব লুকিয়ে ফেলেছি।
Deleteকিছু না মনে করলে একটা প্রশ্ন করব? এই পার্কটা কোথায়? আমরা দিল্লি গিয়ে গ্রেটার কৈলাশ -২ তে ছিলাম ( ইসরো-র গেস্ট হাউস) তার সামনে ঠিক এর'ম একটা পার্ক ছিল :)
ReplyDeleteএটা সি আর পার্কের আই ব্লকের পার্ক, অন্বেষা।
Delete