মিনি কুইজঃ জায়গাটা কী?



 
শিল্পীঃ রথীন মিত্র 
উৎসঃ গুগল ইমেজেস

আজ থেকে অনেক বছর আগে, জোব চার্নক আসারও আগে, পশ্চিমবঙ্গের এখানেসেখানে ইউরোপিয়ানরা এসে ঘাঁটি গেড়েছিল। পর্তুগিজ, ডাচ, ফরাসিরা। সাদা চামড়ার লোক দেখলেই কালো চামড়ার লোকেদের হাত পাততে ইচ্ছে করে, বা ভাইসি ভার্সা, কালো চামড়ার লোক দেখলেই সাদা চামড়ার লোকেদের দাতাকর্ণ সিনড্রোম দেখা দেয়। এখনও দেয়, তখনও দিত। তাই আমাদের স্বদেশী ভাইয়েরা সেই সব ইউরোপিয়ান সাহেবদের, বিশেষ করে বললে ডাচ সাহেবদের দরজায় দরজায় ঘুরে ভিক্ষা চাইত। ব্যাপারটাকে আরও করুণ করার জন্য কেঁদেকেঁদে বলত, “সার, আই অ্যাম পুওর। সার, আই অ্যাম পুওর...”

ভাবছেন কুইজটা কোথায়? ওপরের প্যারাগ্রাফটার মধ্যেই আছে। আজকের মিনি কুইজের প্রশ্নটা হচ্ছে যে ওপরের কথাক’টার মধ্যে আমার আপনার সবার চেনা একটার জায়গার নাম লুকিয়ে আছে।

জায়গাটা কী বলতে পারেন?

কুইজ মিনি, কাজেই কুইজের জন্য বরাদ্দ সময়ও কম। চব্বিশ ঘণ্টার বদলে ষোল ঘণ্টা সময় রইল। দেশে উত্তর বেরোবে বৃহস্পতিবার সকাল সাড়ে ছ’টায় আর অ্যামেরিকায় উত্তর বেরোবে বুধবার রাত আটটায়। আশা করা যায় আপনারা তার মধ্যে উত্তরটা বার করে ফেলতে পারবেন। ততক্ষণের জন্য কমেন্ট বন্ধ করে রাখছি।

অল দ্য বেস্ট।

উত্তর

সার আই অ্যাম পুওর = সারাইঅ্যামপুওর = সেরামপুর = শ্রীরামপুর 

Comments

  1. Eksomoi amar boimelai gie Rathin Mitra mohasoi-er sketches kena chhilo must. Onar onek chhobi tai khub chena. tobe memory katota sath dichhe janina, tai bhoi bhoi uttor dilam.

    1. Mussoorie (?).

    ReplyDelete
    Replies
    1. এই রে, ক্লু-তো ছবিতে ছিল না ইচ্ছাডানা, লেখায় ছিল। আমারই দোষ, ছবিটা দেওয়া উচিত হয়নি। এনিওয়ে, খেলার জন্য অনেক ধন্যবাদ। পরের বার নিশ্চয় ঠিক উত্তর হবে।

      Delete
    2. ja ta bhul to. puro lekhata na porei, chhobir kotha bhablam. puro prosno na pore uttor dile ei hoi, daha fail.

      Delete
    3. কী কাণ্ড! এ রকম কেউ করে? ছোটবেলা থেকে দিদিমণিরা যে কানের কাছে জপেছেন "পুরো প্রশ্নপত্র পড় রে, পুরো প্রশ্নপত্র পড় রে" সে সব আপনি অগ্রাহ্য করলেন কী বলে ইচ্ছাডানা? যাই হোক, বেটার লেট দ্যান নেভার। এবার শিক্ষা হয়ে গেল আশা করি, পরের বার থেকে আপনার জয় কেউ রুখতে পারবে না।

      Delete
  2. Cheating korechhi, kajei uttorta ar likhlam na. Kintu janar ichha roilo je oporer clue ta theke oi jaigatar id-ta ki kore derive kora jaabe!

    ReplyDelete
    Replies
    1. সুতীর্থ, উত্তরে লিখে দিয়েছি ট্র্যান্সফর্মেশনটা। দেখুন তো, মনে ধরে কি না।

      Delete
  3. golpota thik biswasjoggo na ...rege giyechhi to...aamar hometown..Serampore

    ReplyDelete
    Replies
    1. আহা, গল্প আবার কবেই বা বিশ্বাসযোগ্য হল? যে গল্পের গরু যত উঁচু গাছে উঠবে, গল্প হিসেবে তার স্থান তত উঁচুতে। আপনি তো আমার পাড়ার লোকই হলেন একরকম। কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ

      Delete
  4. For Kuntala:
    My answer is Musoorie (sketch by Rathin Mitra). Jehetu comment gulo pore post hobe kajei amar lekhata kauke effect korbe na, so I can write. Eta ei jonyo likhlam jate loke na bhabe je emni-i barfottai korchhi. Jodi bhul hoy to obaak hobo. If you so wish, feel free to delete.

    ReplyDelete
    Replies
    1. স্কেচটা অনেককেই ভুল পথে চালিত করেছে দেখতে পাচ্ছি। কিন্তু ক্লু-টা তো প্যারাগ্রাফে ছিল, ছবিতে নয়। তাছাড়া জায়গাটা পশ্চিমবঙ্গেও বলা ছিল। যদিও ভুলে কিচ্ছু যায় আসে না। খেলেছেন যে সেটার জন্যই আমার তরফ থেকে অনেক ধন্যবাদ প্রাপ্য আপনার।

      Delete
  5. Replies
    1. ইস, হাওড়ার দিকে আরেকটু আসতে হত যে।

      Delete
    2. Hmm . . . Sokal-er dike ekbar mone holo j answar ta vul diye felechi . . . :(

      Delete
    3. আহা ওরকম হয়েই থাকে। নো চিন্তা, ডু ফুর্তি।

      Delete
  6. Serampore or Srirampur - Gautam Banerji

    ReplyDelete
    Replies
    1. একদম ঠিক বলেছেন গৌতমবাবু।

      Delete
  7. Replies
    1. ইয়েচ ইয়েচ বং মম।

      Delete
  8. শ্রীরামপুর?

    ReplyDelete
  9. Dutch ra to chuchro (mane Chinsurah) te settle korechilo. Tahole eta sekhanei hobe :)

    ReplyDelete
    Replies
    1. কাছাকাছি গেছিলে রিয়া।

      Delete
    2. Aah dekhecho to!! My bad! Serampore-i to hobe!!!

      Delete
    3. aami kintu jantam je "poor" shune je khunchro ta saheb diyechilen shei diyei chuchro'r nirman hoy...kaajei!

      Delete
    4. তোমার গল্প ভুল শম্পা, আমার গল্প ঠিক। কাজেই।

      Delete
  10. Ei sketch ta kintu internet-e Musoorie bole ullikhito.

    Source:
    http://1.bp.blogspot.com/_xzJaQM_p2OU/TJqaE-S9I_I/AAAAAAAAAFY/Ki-n2UMWkqc/s640/india2.jpg

    Oboshyo net er information bhul hotei paare kintu sketch tar perspective dekhe eta kintu pahadi jaiga bolei mone hochhe. Oboshyo onek loke abar etake Srirampore bole identify-o korechhen. Kyamon jyano ektu kintu-kintu theke jachhe.

    Kuntala, jodi kichhu mone na koren, source ta ektu ullekh korben please?

    Thanks
    Shuteertho

    ReplyDelete
    Replies
    1. সুতীর্থ, আমি ছবিটা কোথাকার জানতে চাইনি। ছবিটা যে মুসৌরির সেটা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। ওটা আমি একটা জায়গার ছবি, সুন্দর ছবি, এই ভেবে পোস্টের সঙ্গে দিয়েছিলাম।

      প্রশ্নটা ছিল প্যারাগ্রাফে। আমি একটা গল্প বলেছিলাম, গল্পটা বলে জানতে চেয়েছিলাম, এই গল্পের মধ্যে একটা জায়গার নাম উল্লেখ করা আছে। "সার আই অ্যাম পুওর" কথাটা তাড়াতাড়ি বললে শ্রীরামপুরের মতো শুনতে লাগে, সেটাই ট্রিক।

      যাঁরা জায়গাটাকে শ্রীরামপুর বলে আইডেন্টিফাই করেছেন, তাঁরা ছবিটা দেখে করেননি। প্যারাগ্রাফটা পড়ে করেছেন।

      আর মনে করার কিছু নেই, গল্পের সোর্স শ্রীপান্থ-র লেখা 'কলকাতা' বই, আর ছবির সোর্স গুগল ইমেজে গিয়ে টাইপ করা "রথীন মিত্র স্কেচেস"।

      আশা করি পরিষ্কার হয়েছে?

      Delete
  11. Ha, ha, ha! My mistake. Proshno ta dhortei pari ni, ebong pholoto bisri bhabe chhodiye felechhi. IQ test e daha fail bolei shu-promanito! Ki ar kora.

    Thanks for the clarification.

    Best
    Shuteertho

    ReplyDelete
    Replies
    1. আরে ও রকম হয়েই থাকে সুতীর্থ। ঘাবড়ানোর কিছু হয়নি।

      Delete

Post a Comment