কুইজঃ কোন সিনেমার সংলাপ?


আজকের খেলা, সংলাপ দেখে সিনেমা চেনা। নিচে দশটা বাংলা সিনেমা থেকে সংলাপ তুলে দেওয়া হল, আপনাদের সিনেমার নামটা বলতে হবে। আমাকে এ কথাটা বলতে বারণ করা হয়েছে তাই বলছি না, না বারণ করলে বলতাম যে এর থেকে বেশি সোজা কুইজ আমি কেন, আমার চোদ্দপুরুষ চোখে দেখেনি।

উত্তর বেরোবে কনট প্লেসে শুক্রবার সকাল এগারোটায় আর নিউ জার্সিতে বৃহস্পতিবার রাত সাড়ে বারোটায়। ততক্ষণ ন্যাচারেলি কমেন্টস অফ করা থাকবে।

অল দ্য বেস্ট।

*****


১. “হেই সামহাল্‌কে সামহাল্‌কে!...জাপানি সুটকেস হ্যায়, ইমপোর্টেড...”

২. “তুমি দেশে ফিরে যাবে?
-দুর।
-কেন গো?
-আমার কেউ নাই।
-বাপ মা নাই?
-বাপ মা ভাই বোন বেয়াই বোনাই জগাই মাধাই কেউ নাই।”

৩. “তুমি পারবে ভাত করতে?
-চেষ্টা করব। প্রেশার কুকারে তো? সিটি মারলেই নামিয়ে নেব।
-তুমি জান এত সব? কোথায় শিখলে?
-তুমি চেঞ্জ করবে তো করে নাও।
-সবজি কী কী আছে...তা এগুলো কেটে ভাতের মধ্যে দিয়ে দিলেই তো হয়। বেশ পোলাও পোলাও লাগবে।
-বললে দেব।
-দাঁড়াও......এই তো। ঘি, গরম মশলা, তেজপাতা, জাফরান, নুন মিষ্টি।
-এটা কী?
-আমার রেসিপির খাতা। বিয়ের পর নানা জায়গা থেকে টুকে রেখেছিলাম।
-তুমি রান্না করতে? দেখি...”

৪. “বা! তা শুনি কী রকম...যদি আপত্তি না থাকে।
-না, আপত্তি কীসের। ওই, বেসিক গল্পটা একটা ছেলেকে নিয়ে। ছেলেটি ব্যান্ডে বাজায়। তো...
-ব্যান্ড? কী, ব্যান্ড পার্টি?
-না, ব্যান্ড...গানের দল?
-মানে বিটল্‌স যেমন?
-হ্যাঁ। হ্যাঁ, তবে বাংলায়।
-বাংলা ব্যান্ড? বিট অফ অ্যান অক্সিমোরন। ইন্টারেস্টিং...ক্যারি অন...”

৫. “দাড়িটা কামাচ্ছিস কেন? এখানে কে দেখছে তোকে?
-তুই কামাবি না?
-(লুঙ্গি দাঁতে চাপা অবস্থায় কী উত্তর এল, আমি বুঝতে পারিনি)
-তুই, সঞ্জয়?
-না কামানোটাই সেন্‌সিবল। অন্তত খানিকটা এনার্জি তো কনসার্ভড হবে।
-হরি, এ হরি, এ হরি, হরি? তুই দাড়ি কামাবি?
-উঁ?
-অ্যাই, তুই শেভ করবি?
-উঁ।
-করবি না? গুড। যাক ভালো হল, অল হিপিস।”

৬. “কোত্থেকে?
-আজ্ঞে, আমরা আসছি বেনারস থেকে।
-কাশী?
-আজ্ঞে হ্যাঁ।
-যাওয়া হয়নি অনেককাল।
-ওহো, আপনি বুঝি কাশীতেই...?
-বড় দলাদলি, বড্ড ভিড়।
-আজ্ঞে হ্যাঁ...তবু...
-হুঃ। গোড়াতেই বলেছিলুম, শহর তো গড়লে, কিন্তু এ শহর কি আর এমনটি থাকবে? এর ওপর দিয়ে কত ঝড় বইবে, কত আসবে, কত যাবে। হেঃ হেঃ হেঃ...”

৭. “আঃ বাবা, আপনি একটু থামুন দিকিনি, যত সব বাজে কথা। রান্নার কাজ কিছু জান বাবা?
-আজ্ঞে হ্যাঁ। বাংলা ইংরিজি চাইনিজ, পাঞ্জাবী সিন্ধি গুজরাটি মারাঠি...”
-অত সবের দরকার নেই বাবা, বাঙালি রান্না কী জান তাই বল।
-আ-আজ্ঞে হ্যাঁ, ঝাল ঝোল ডালনা কালিয়া, মুগের ডাল নারকোল দিয়ে, অড়হর ডাল হিং দিয়ে, মটরডাল চালতে দিয়ে...
-কাঁটাচচ্চড়ি জানেন?
-কাঁটাচচ্চড়ি তো খুব সোজা জিনিস। আচ্ছা আপনাকে বরং আমি একদিন পাঁঠাচচ্চড়ি করে খাওয়াব। মানে, বাঁধাকপির মেন ডাঁটা আর পাঁঠার বাঁদিকের পাঁজরের হাড়, সঙ্গে ছ’টা কাঁচালঙ্কা, একটু আদা, একটু পেঁয়াজ।”

৮. “সংসারই তোর হয়ে পড়েছে বড়। চাটুজ্জেমশায়ের কি এখন বারমুখো হলে চলে? এই একজন আমাদের উনি, ঘরে আইবুড়ো মেয়ে, তিনমাস সম্বন্ধ পড়ে আছে, তা একবার দেখে আসবার সময় হল না? মাঝে মাঝে এমন রাগ হয়...তা ভাই গালাগালি করলেই কি লজ্জা আচ্ছে? দু’দণ্ড পরে উনি ঘুরে এসেই আদর করে বলবেন, “লক্ষ্মীইই, সোনাআআ’...তা মিথ্যে বলব কেন ভাই, ভালো আমাকে খুবই বাসে।
-তোদের আবার সবটাতেই বাড়াবাড়ি। ছেলেপুলে হয়েছে, এখন আবার অত ঢং কীসের লা? অত ঢং-ই বা কেন?
-উনুন যে ধরে গেছে মা...
-যাআআই...”

৯. “কে?
-আমি, দরজা খোল্‌......।
-কীরে!
-চুপ! যাবার আগে দেখা করতে এলুম।
-যাবি? বে করতে?
-“তুৎ, ওসব সংসার টংসার মায়া, বাবাজি ঠিকই বলেছিল। অন্তার বাবা নালিশ করতে এসেছিল, বাবা তো শুনেই কাঁই, বলেছে পেলে একেবারে আঁশ ছাড়িয়ে নেবে। বড়মা অব্দি ফেল।
-তাহলে?
-তিব্বত চললুম। সন্নিসি হয়ে।
-অ্যাঁ!
-সন্ধ্যে থেকে সেই গোছগাছই তো করছি। এ দ্যাখ, চিঁড়ে, পেঁয়াজ, উচ্ছে, বাতাসা ভাঁড়ার থেকে। এটা নিলুম, বাঘ কিংবা ডাকাতের জন্য। থানকুনি, টিংচার আয়োডিন, (অবোধ্য), আর হ্যাঁ, সেদিন তোর বাক্সে কয়েকটা পয়সা দেখেছিলুম না, দে দিকি, কাজে লেগে যাবে...”

১০. “হোয়েন ডিড ইউ গ্র্যাজুয়েট?
-নাইনটিন সিক্সটিসিক্স সার।
-হ্যাভ ইউ বিন আইডল এভার সিন্স?
-নো সার, আই ওয়াজ অ্যাট দ্য মেডিক্যাল কলেজ ফর টু ইয়ারস।
-হোয়াট ওয়্যার ইউ ডুয়িং দেয়ার?
-স্টাডিইং সার।
-ওনলি ফর টু ইয়ারস?
-ইয়েস সার।
-হোয়াট মেড ইউ গিভ আপ মেডিসিন? ডিড ইউ সাডেনলি লুজ ইন্টারেস্ট ইন মেডিসিন?
-নো সার, আই লস্ট মাই ফাদার।”

*****

উত্তর

১. সোনার কেল্লা 
২. গুপী গাইন বাঘা বাইন
৩. উনিশে এপ্রিল
৪. ভূতের ভবিষ্যৎ
৫. অরণ্যের দিনরাত্রি
৬. (কাপুরুষ) মহাপুরুষ 
৭. গল্প হলেও সত্যি
৮. সাড়ে চুয়াত্তর
৯. শ্রীমান পৃথ্বীরাজ
১০. প্রতিদ্বন্দ্বী 

Comments

  1. EKTU CHESTA KORI...JOTOTA PARI
    3.UNISHE APRIL
    4.VUTER VOBISHOYT(CONFUSED)
    5.CHOLO LET'S GO.
    7.GOLPO HOLEO SOTTI
    8.SARE CHUATTOR
    9.SRIMAN PRITWIRAJ

    ReplyDelete
    Replies
    1. বাঃ বেশ অনেকগুলোই পেরেছ তো কুহেলি। অভিনন্দন।

      Delete
  2. সিনেমা দেখে আবার সংলাপ মুখস্থ করা? চাট্টিখানি কথা? আন্দাজে কতগুলো লাগে দেখা যাক

    ১ সোনার কেল্লা
    ২ গুপী গাইন বাঘা বাইন
    ৪ ভুতের ভবিষ্যৎ
    ৭ গল্প হলেও সত্যি
    ১০ প্রতিদ্বন্দ্বী

    ReplyDelete
    Replies
    1. ফিফটি পার্সেন্ট লেগেছে। গুড।

      Delete
  3. আমি একটু জালি করেছি, বেশ কয়েকটা প্রশ্নের উত্তর অন্যদের জিজ্ঞেস করে পেয়েছি, অন্যের সাহায্য নিয়ে। এটা না জানালে বাকিদের প্রতি অবিচার করা হবে।
    ১) সোনার কেল্লা
    ২) গুপী গাইন বাঘা বাইন
    ৩) ঊনিশে এপ্রিল
    ৪) ভূতের ভবিষ্যৎ
    ৫) অরণ্যের দিনরাত্রি
    ৬) (কাপুরুষ ও) মহাপুরুষ
    ৭) গল্প হলেও সত্যি
    ৮) সাড়ে চুয়াত্তর
    ৯) শ্রীমান্‌ পৃথ্বীরাজ
    ১০) প্রতিদ্বন্দ্বী

    ReplyDelete
    Replies
    1. ওকে। তাহলে তোমাকে, আর তোমাকে যারা উত্তর বলে দিয়েছে তাদেরও অভিনন্দন।

      Delete
  4. 4 te uttor jani baki gulo niye ekkebare confused. Uttor er opekhay achi, tarpor cinema gulo abar dekhbo :)

    ReplyDelete
    Replies
    1. সিনেমাগুলো বার বার দেখার মতই রাকা।

      Delete
  5. সহজ, কিন্তু আমি হয়ত তার মধ্যেও সহজ কয়েকটা মিস করে যাব। দেখা যাক ...

    ১ . সোনার কেল্লা
    ২ . গুপি গাইন বাঘা বাইন (বললে কিছুতেই বিশ্বাস করবেননা, এই লাস্ট লাইনটা ৩-৪ দিন ধরে আমার মাথায় ঘুরছে, কিছুতেই বার করতে পারছিনা!)
    ৩ . (?) -- ভীষণ চেনা লাগছে কিন্তু পারছিনা!
    ৪ . ভূতের ভবিষ্যত
    ৫ . অরণ্যের দিনরাত্রি
    ৬ . মহাপুরুষ
    ৭ . গল্প হলেও সত্যি
    ৮ . পথের পাঁচালি (?)
    ৯ . শ্রীমান পৃথ্বীরাজ
    ১০ . প্রতিদ্বন্দী

    ReplyDelete
    Replies
    1. উনিশে এপ্রিল। আপনি খুব খুব ভালো খেলেছেন সুগত। কনগ্র্যাচুলেশনস।

      Delete
  6. 10 nombor-tai ettu theke gechhi. bakigulo jaake boley jolobot!

    ReplyDelete
    Replies
    1. কনগ্র্যাচুলেশনস সোমনাথ।

      Delete
  7. 1)Sonar Kella
    2)Goopy Gyne Bhagha Byne
    3)Bheeshon chena kintu kichhutei mone porchhe na
    4)Bhooter Bhobishyat
    5)Aranyer Din Raatri
    6)Kaapurush-Mahapurush er Mahapurush
    7)Galpo Holeo Shotti
    8)Saare Chuattor?
    9)Sriman Prthwiraj?? Na hoyto..=(
    10)Jaani na =(

    ReplyDelete
    Replies
    1. এই দেখ, ঠিক উত্তর দিয়ে আবার দুঃখের স্মাইলি দেয়। এত আত্মবিশ্বাসের অভাব হলে চলবে এস জি? খুব ভালো হয়েছে খেলা, অভিনন্দন।

      Delete
  8. 1. Shonar Kella
    2. 0
    3. 0
    4. Bhooter bhobishhot
    5. Aranyer Din ratri
    6. Kapurush o mahapurush
    7. Golpo holeo satti
    8. 0
    9. 0
    10. Pratidwandi

    ReplyDelete
    Replies
    1. বাঃ তুমি নিজেই নিজেকে গোল্লা দিয়ে দিয়েছ দেখছি শম্পা। ভালো হয়েছে খেলা। তবে তুমি গল্প হলেও সত্যি-টা পারবে জানতাম। আমি ওই 'কই পয়োধি' র জায়গাটা দেব ভেবেও দিইনি, স্রেফ তোমার পক্ষে ছেলেমানুষি সোজা হয়ে যাবে ভেবে।

      Delete
    2. asholey oi golla gulo aami satyi jantam na...anya gulo at least 4-5 bar dekha...pray puro sanglap mukhostow (gupi ta abossho eto baar dekha, ota miss kora uchit hoyni).
      kintu tumi eto manik heavy hoye bechari ritwik ke ekebarei baad diye diley :)

      Delete
  9. darun sob cinema, Pratidwandi baad die prai sob kotii dekha tobu Bhooter bhobishhot ar Sonar Kella baad die kichhuti parini. cinemar songlam mone rakha besh sakto kaaj :-( .

    ReplyDelete
    Replies
    1. সিনেমাগুলো আমার ভীষণ প্রিয় ইচ্ছাডানা। এই কুইজের চক্করে আবার একটু একটু করে দেখা হয়ে গেল, কী মজা যে লাগল।

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. amaro sob khub priyo cinema Kuntala, eibar abar dekhte hobe, list tori korechhi next weekend er jonye :-)

      Delete
    4. বাঃ, উইকএন্ড ভালো কাটবে মনে হচ্ছে।

      Delete
  10. eitai aami áranyer din ratri ar protidwondi bade sobkota perechhilum.. ki mojaaa.. kintu ei late er chokkore amar ekta quiz eo ans kora hochhe na... :(

    ReplyDelete
    Replies
    1. এই যা। তবে তোমার ভালো পারফরম্যান্সের জন্য অনেক অভিনন্দন রইল সোহিনী।

      Delete
  11. Ektai proshno. Ei songlap ki ekbar dekhei/shunei mone thake tomar Kuntala ? Amar kissuti mone thake na keno.

    ReplyDelete
    Replies
    1. এই সিনেমাগুলো আসলে লক্ষবার দেখা। আর অবিকল ওয়ার্ড বাই ওয়ার্ড মনে না থাকলেই এই প্রতিটি দৃশ্যই আমার খুব প্রিয় বলে মোটের ওপর মনে ছিল বং মম।

      Delete
  12. Eta amar miss hoye geche. 7/10 ta partam :(

    ReplyDelete
    Replies
    1. বাঃ, ভালো পারফরম্যান্স তো রিয়া।

      Delete

Post a Comment